My poem sahaj soondhari.......... সহজ - TopicsExpress



          

My poem sahaj soondhari.......... সহজ সুন্দরি আরিফুল হাসনাত নহে সে কল্পনা, নহে হুর পরী সে স্বাভাবিক গড়নের এক সুন্দরি। চঞ্চলা ভাব তার, মুখে সদা হাসি লাল দুটি ঠোটে আঠা মুক্তার রাশি। কন্ঠেতে পিক সে কায়া মনোহরা হাসি শুনে নিশ্চল থেমে যায় ধরা। বসুধার সব কালি তার কুন্তলে বসন্ত দেয় দুল কায়া অঞ্চলে। হরিণীরই আঁখি তার নাক যেন বাঁশি হলদে বদন হেরি লাজে মরে শশী। মেঘ ছায়া দিয়ে যায় যবে হাটে সে ধূলিকণা চায় যেতে অঙ্গেতে মিশে কবি শুধু নাহি চায়, মন সেথা নাহি যায়। চায় শুধু কবি মন, অধেকারে দেখিতে কাব্যিক কল্পনায় তার ছবি আঁকিতে দেখার আগে দেখি যাহায়, দেখব তাহার কি তা? হেরিতে তাহায় কাব্য রচা নিতান্তই বৃথা।
Posted on: Sat, 27 Jul 2013 19:20:14 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015