NCP CENTRAL DESK | Kishoregonj | November12, 2014 দেশে - TopicsExpress



          

NCP CENTRAL DESK | Kishoregonj | November12, 2014 দেশে জনগণের ভোটে নির্বাচিত কোন সরকার নেই আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে মীরজাফরা জিয়াউর রহমানকে হত্যা করেছে। এখনো মীরজাফরা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমি বলতে চাই, এদেশে মীরজাফর যেমন আছে, সিরাজউদ্দৌলাও আছে। সেজন্য জনগনকে বলব, বেশি অত্যাচার-নির্যাতন হলে ঈসা খাঁর ঢাল-তলোয়ারের কথা আপনাদের মনে আছে। আপনারা তা বুঝে নেবেন। আমি যখনই আন্দোলনের ডাক দেবো, আপনারা অতীতের মতো সাড়া দেবেন। একই সঙ্গে র‌্যাব গুম করে মানুষ হত্যা এবং বিরোধী দলের সভা-সমাবেশে পুলিশের গুলিবর্ষণের ঘটনা তুলে ধরে বিদেশী দেশসমূহকে ওই দুইটি প্রতিষ্ঠানের কাছে অস্ত্র ও গোলা বারুদ না দেয়ার আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেন, “ বিদেশীদের বলব, এই দুইটি প্রতিষ্ঠান জঙ্গি দমনের নামে দেশের যুবকদের হত্যা করছে। সাধারণ মানুষের ওপর গুলিবর্ষন করছে।’ পাশাপাশি র্যারবকে জাতিসংঘের প্রশিক্ষন না দেয়ার আহবানও জানান আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি করতে দেয়া হয় না। সোহরাওয়ার্দি উদ্যানে ৮ নভেম্বর সমাবশ করতে দেয়া হয়নি। আমি স্পষ্টভাষায় বলতে চাই, এভাবে বাঁধা দেয়া হলে আমাদের কর্মসূচি দেয়া ছাড়া অন্যকোনো পথ থাকবে না।’’ আবারো নিজের ক্ষমতায় যাওয়ার ইচ্ছা না থাকার কথা উল্লেখ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেন, “ আমাকে তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন। আমার আর ক্ষমতায় যাওয়ার ইচ্ছা নেই। আমি দেশের জনগনের সঙ্গে থাকতে চাই, দেশের জন্য কাজ করতে চাই।’’ মিথ্যা মামলা দিয়ে সরকারের দমননীতির সমালোচনা করে তিনি বলেন, “ ১/১১ সময়ে শেখ হাসিনার বিরুদ্ধে ১৫টি এবং আমার বিরুদ্ধে ৫টি মিথ্যা মামলা হয়েছিলো। ক্ষমতায় এসে তিনি (শেখ হাসিনা) নিজের ১৫টি মামলাসহ আওয়ামী লীগের সব মামলা প্রত্যাহার করে নিয়েছেন। আর আমাদের মামলা ঠিক রাখা হয়েছে।’’ “বিচারকদের কাছে প্রশ্ন করতে চাই, শেখ হাসিনার মিথ্যা মামলা প্রত্যাহার হলে আমাদের মামলা কেনো প্রত্যাহার হবে না । বিচারকদের বলব, আপনারা যদি সঠিকভাবে বিচার না করেন, আল্লাহ আছেন, একদিন আপনাদেরও বিচারের মুখোমুখি হতে হবে। বিচারকদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহবান জানান বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। ১/১১ সময়ে শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির মামলার তথ্য প্রমাণাদির কথা উল্লেখ করে বিএনপি চেয়ারপার্সন বলেন, “ আমি একবছর আটদিন জেলে ছিলাম। দেশের মানুষকে ছেড়ে যাইনি। আরেক জন ( শেখ হাসিনা) জেল ছেড়ে বিদেশে চলে গিয়েছিলেন। তার দুর্নীতি ও অপকর্মের চেক এর কথা তার ভাই ( শেখ ফজলুল করীম সেলিম ) ও জলিল সাহেব ( আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক ) স্বীকার করেছেন। এসব আমাদের কাছে আছে, একদিন তা প্রকাশ করা হবে।’’ র‌্যাবের কার্যক্রমের ভূমিকা কঠোর সমালোচনা করে আবারো প্রতিষ্ঠানটির বিলপ্তি দাবি করে তিনি বলেন, “ র‌্যাব এখন খুনের প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তারা বাড়ি বাড়ি গিয়ে যুবকদের ধরে নিয়ে গিয়ে চলে যায়। ওইসব যুবকরা আর নিজেদের বাড়িতে ফিরে আসেনি।’’ ১/১১ এর শাসকদের প্রস্তাবের কথা উল্লেখ করে বলেন, “ ফখরুদ্দিন-মইনুদ্দিন জবরদখল করে ক্ষমতায় বসেছিলো। তারা বেশি দিন ক্ষমতায় থাকতে পারেনি। তারা আমাকে কারাগারে প্রস্তাব দিয়েছিলো, তাদের বৈধত দিলে আমাদের ক্ষমতায় বসাবে।’’ ncp-bnp.org আমি তাদের বলেছিলাম, তোমরা ক্ষমতায় বসানো কে ? ক্ষমতায় বসাবে দেশের জনগন। সেজন্য আমাদের বাদ দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়েছে তারা।’’ ফখরুদ্দিন-মইনুদ্দিন সরকার তার ছেলেদের নিয়ে দেশের বাইরে চলে যাওয়ার প্রস্তাবও নাকচ করার কথাও তুলে ধরেন খালেদা জিয়া। বর্তমান সরকারকে নব্য মীরজাফর অভিহিত করে তিনি বলেন, “ তারা দেশকে নিয়ে খেলছে। এটা হতে দেয়া হবে না। এই নব্য মীরজাফরকে বিদায় করে জনগনের সরকার প্রতিষ্ঠা করা হবে। তারা যতই বলুক, এদেশে নির্দলীয় সরকারের অধীনেই নির্বাচন হবে। এই অবৈধ সরকার থাকতে পারবে না।’’ “আমরা অবশ্যই অতীতের মতো আন্দোলনে ডাক দেবো, তখন সবাইকে সাড়া দিতে হবে। আমরা দুর্নীতি, দলীয়করণসহ অতীতের সব কিছু ঝেড়ে ফেলে দিয়ে দেশে পরিবর্তন আনবোই ’’ দেশের আইনশৃ্ঙ্খলা পরিস্থিতি, ব্যাংকিং , শিক্ষা, স্বাস্থ্য, পোষাক শিল্প খাতে দুর্নীতিও অনিয়মের সমালোচনা করেন খালেদা জিয়া। ncp-bnp.org তিনি বলেন, “ দেশে যুব লীগ, ছাত্র লীগ ও স্বেচ্ছাসেবক লীগ এই তিন বাহিনী এখন ভয়াবহ বাহিনীতে পরিণত হয়েছে। তারা সব লুটপাট করছে, জমি-জমা দখল করছে। মানুষ খুন করছে। এদের কোনো বিচার হয় না। তারা ধরা ছোঁয়ার বাইরে।’’ বর্তমান স্বাস্থ্য মন্ত্রী মোহাম্সদ নাসিমের না উল্লেখ না করে খালেদা জিয়া বলেন, “ আগে স্বরাষ্ট্র মন্ত্রী ছিলেন এক মন্ত্রী তিনি পুলিশ বিভাগকে ধবংস করেছিলেন। এখন তিনি স্বাস্থ্য মন্ত্রনালয়কে দুর্নীতিগ্রস্থ করে ফেলেছে।’’ কিশোরগঞ্জে তিন রাষ্ট্রপতি প্রবাসী সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও বর্তমান রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদের প্রতি ইঙ্গিত করে সাবেক প্রধানমন্ত্রী বলেন, “ কিশোরগঞ্জে দুইজন রাষ্ট্রপতি ছিলেন।। এখনো একজন আছেন। একজন রাষ্ট্রপতি ছেলে মন্ত্রীও আছেন। কিন্তু এই এলাকার কোনো উন্নয়ন হয়নি। রাস্তাঘাটের বেহাল অবস্থা তা স্পষ্ট হয়ে উঠেছে।’’ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মজিবুর রহমান অভিযোগ করে বলেন, “ সরকার বিচার বিভাগকে নিয়ন্ত্রণে নিয়ে চার কার্যদিবসে তিনজনকে ফাঁসি দিয়েছে। এটা পৃথিবীর ইতিহাসে নেই। আমরা বলতে চাই, বিচার বিভাগ সরকারের নিয়ন্ত্রণে। সরকারের সিদ্ধান্ত বিচারকরা বাস্তবায়ন করছে।’’ ncp-bnp.org যুদ্ধাপরাধের মামলায় মৃত্যুদন্ড প্রাপ্ত জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল এম কামারুজ্জামান সম্পর্কে বলেন, “ কিশোরগঞ্জের পাশে জেলার অধিবাসী কামারুজ্জামান। তিনি বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে ও জনসভায় ভালো বক্তৃতা দিতেন। তাকে আজ ফাঁসিতে ঝুলাতে চায় সরকার।’’ সরকার পরবির্তন না হলে দেশে ন্যায় বিচারের শাসন প্রতিষ্ঠা হবে না বলেও মন্তব্য করেন তিনি। রাষ্ট্রদ্রোহ মামলার আসাসী জেলা সভাপতি অ্যাডভোকেট ফজলুর রহমান বলেন, “ ম্যাডাম এই জনসভায় আমরা আসার কথা ছিলো না। গত ৪ মাস যাবত এই ফ্যাসিস্ট সরকার আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে যুক্তরাষ্ট্রে নির্বাসনে পাঠিয়েছিলো। কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টের আদেশে ও বিচারে আমি আজ এই জনসভায় আসতে পেরেছি।’’ দেশনেত্রী বলেন, কিশোরগঞ্জ ঈসা খাঁর দেশমহুয়া-মনুয়ার দেশ। তাদের ঐতিহ্য নিয়ে এই এলাকার মানুষ আপনাকে স্বাগত জানাচ্ছে। আমরা কথা দিচ্ছি শেখ হাসিনার সরকারকে উৎখাত করতে আপনার নেতৃত্বে আন্দোলনে কিশোরগঞ্জবাসী আপনার পাশে থাকবে। এদের হটিয়ে আপনাকে প্রধানমন্ত্রীর বসাবে। ’’ জনসভা শেষে বিএনপি চেয়ারপারসন কিছুক্ষন সার্কিট হাউজে অবস্থান করে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। ncp-bnp.org ১২ নভেম্বর, ২০১৪। বুধবার স্থানঃ গুরুদয়াল সরকারি কলেজ মাঠ, কিশোরগঞ্জ Bangladesh Nationalist Cyber Party-NCP
Posted on: Wed, 12 Nov 2014 16:27:45 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015