NU ছাত্রদের সমস্যা সমস্যা - TopicsExpress



          

NU ছাত্রদের সমস্যা সমস্যা গুলো প্রধান সমস্যা হল সেশনজট। সমাধান :আপনার পড়াশোনায় যদি year loss না থাকে তাহলে masters শেষ করে 4-5 বছর সময় পাবেন চাকরিতে আবেদন করার জন্য। আর honours শেষ করে প্রায় সব সরকারি চাকুরিতে আবেদন করতে পারবেন। career এর প্রতি অসচেতনতা NU একজন ছেলেকে 1st class পাওয়ার জন্য অনেক প্ররিশ্রম করত হয় পাবলিক uni তে যে teacher পড়ায় সাধারনত উনি প্রশ্ন করেন। তাই তারা আগে থেকেই ধারনা করতে পারে প্রশ্ন কি রকম হবে। আর Nu এর ক্ষেত্রে হয় উল্টো তারা জানে না কে প্রশ্ন করবে? অনেক সময় যে প্রশ্ন করা হয় তা বইয়ে খোঁজে পাওয়া যায় না। তারপর কিছু teacher এমন ques করে যে teacher ছাড়া আর কেউ বলতে পারে না। অবশেষে অনেক ঝক্কিঝামেলার পর একজন ছাত্র 1st class অর্জন করে। 1st class পেলেও অধিকাংশ ছাত্র career এর প্রতি অসচেতন। masters শেষ করার পর একজন ছাত্রের একমাত্র লক্ষ্য থাকে একটি ভাল জব। আর ভাল জব পেতে হলে English Free handwriting, math, gk এ ভাল হতে হবে। জব পেতে হলে অবশ্যই written টিকতে হবে। আর written এ উল্লেখ থাকবে না আপনি পাবলিক বিশ্ববিদ্যালয়ে, Nu অথবা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। যারা একাডেমিক পড়াশোনার পাশাপশি জব এর জন্য পড়াশোনা করবে তারাই ভাল জব পাবে। 1st class পাওয়ার জন্য এত কষ্ট করতে পারলে career এর জন্য কেন পারবেন? তাই একাডেমিক পড়াশোনার পাশাপাশি জব এর জন্য পড়াশোনা শুরু করে দিন। (y) NU বন্ধুরা আপনাদের যে কোন সমস্যার জন্য জয়েন করুতে পারেনঃ NaTional UniverSity StuDents of Bangladesh
Posted on: Tue, 09 Dec 2014 11:01:50 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015