PSC প্রিয় - TopicsExpress



          

PSC প্রিয় পরীক্ষার্থী, হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষায় ১ নং প্রশ্ন থাকবে সঠিকউত্তরটি উত্তরপত্রে লেখো। অধ্যায়-৭১। স্বাস্থ্য রক্ষার জন্য দরকার-ক. যোগব্যায়াম খ. প্রচুর খাবারগ. মুখরোচক খাবার ঘ. উপবাসউত্তর: ক. যোগব্যায়াম২। যোগসাধনার পদ্ধতি কারা উদ্ভাবন করেছিলেন?ক. রাজারা খ. দেবতারাগ. মুনি-ঋষিরা ঘ. অসুরেরাউত্তর: গ. মুনি-ঋষিরা৩। কোন তিথিতে বিশেষভাবে উপবাস করার নিয়ম রয়েছে?ক. একাদশী খ. দ্বাদশীগ. ত্রয়োদশী ঘ. চতুর্দশীউত্তর: ক. একাদশী৪। সবাই কেমন খাবার খেতে পছন্দ করে?ক. মুখরোচক খ. পুষ্টিকরগ. দামি ঘ. সস্তাউত্তর: ক. মুখরোচক৫। শরীর ও মন সুস্থ না থাকলে কী হয়?ক. জীবন হয় সুন্দরখ. জীবন হয় অশানি্তময়গ. জীবনে নেমে আসে দুর্ভোগঘ. জীবন অচল হয়ে পড়েউত্তর: খ. জীবন হয় অশানি্তময়৬। যোগব্যয়াম কী?ক. শরীর ও মনকে নিয়ন্ত্রণ করে স্বাস্থ্য রক্ষার উপায়খ. স্বাস্থ্য নষ্ট হওয়ার উপায়গ. পূজার একটি পদ্ধতি ঘ. পূজার নিয়মউত্তর: ক. শরীর ও মনকে নিয়ন্ত্রণ করে স্বাস্থ্য রক্ষার উপায়৭। খাদ্য বা পানীয় গ্রহণকে আমরা বলব?ক. খাদ্য খ. পানীয় গ. আহার ঘ. ব্যায়ামউত্তর: গ. আহার৮। বঁেচে থাকার জন্য কিসের প্রয়োজন?ক. ব্যায়ামের খ. টাকা-পয়সারগ. সম্মানের ঘ. আহারেরউত্তর: ঘ. আহারের৯। যোগব্যায়াম, পরিমিত আহার ও উপবাস কী?ক. নিয়ম খ. আচারগ. অনুষ্ঠান ঘ. ধর্মের অঙ্গউত্তর: ঘ. ধর্মের অঙ্গ১০। পরিমিত আহার গ্রহণ ও উপবাস আমাদের কী শেখায়?ক. ব্যায়াম খ. সংযমগ. আচার ঘ. আচরণউত্তর: খ. সংযমঅধ্যায়-৮১। দেশের প্রতি মানুষের অনুরাগ ও ভালোবাসা কী?ক. আবেগ খ. দয়া গ. মমতা ঘ. দেশপ্রেমউত্তর: ঘ. দেশপ্রেম। Like diye share korun
Posted on: Wed, 26 Nov 2014 11:11:06 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015