Plot Twist: নাটক, নাটক: সব নাটক ।। - TopicsExpress



          

Plot Twist: নাটক, নাটক: সব নাটক ।। >:( ১) জিহাদের পরিবারের কাউকে কোনো টিভি চ্যানেলেই দেখানো হচ্ছে না কেনো? ২) ৬০০ ফূট নিচে পড়েও কিভাবে শিশুটি বেঁচে থাকে? ৩) শিশুটি ৩টায় গর্তে পড়েছে, অথচ কোনো ব্যাথাই পায়নি, তাহলে ৩টা থেকে রাত ১২টা পর্যন্ত কিভাবে বেঁচে থাকে? ৪) যদি সত্যিই খেলতে গিয়ে শিশুটি পড়ে থাকতো, তাহলে তারসাথে যে শিশুগুলি খেলছিলো, তাদের কাছ থেকে কোনো বক্তব্য নেয়া হচ্ছে না কেনো? ৫) ৪ বছরের বাচ্চা লম্বায় আনুমানিক ২-৩ ফুটহবে, তাহলে ৬০০ ফীট পাইপের নীচে কী ৩ফূট পানিও নাই কীভাবে সম্ভব? তাহলে কী শিশুটি সাঁতার জানে ? এবং সাঁতার জানলেও তো Survive করতে পারার কথা না ।। >:( ৬) কেউ বলছে শিশুর বয়স ৩, কেউ বলছে, সাড়ে ৩, কেউ বলছে ৪ ।। এই যুগে বয়স নিয়ে ফাইজলামির একটা লিমিট থাকা উচিত তাও আবার এত ঘন্টা পরেও ।। :/ ৭) কোন কিছুর গভীরতা নির্ণয় করা অন্তত আহামরি কিছু না, যদিও উদ্ধার করতে না পারে তা হোক, ১০,০০০ ফীট ।। :/ সেখানে মিডিয়া এখনও ৩০০/ ৪০০/ ৬০০ নিয়েই বেদিশা ।। > এগুলা সব রানা প্লাজা’র রেশমা উদ্ধার- আর, কিশোরগঞ্জের সোনালী ব্যাংকের মাটি খুজে ভল্ট চুরি করার মতই নাটক ।। :/ করতে চাইলে আমেরিকার মত World Trade Center- WTC Twin Tower ভাইঙ্গা দেখাও ।। ওরা তো নিজেরা ভেঙ্গে মুসলিমদের নাম দিয়ে চালায়া দিছে, সাথে বহূ মুসলিম দেশে যুদ্ধ বাঁধিয়ে দিছে কিন্তু সরকার তো এমন একটা কাজ করলো যে এইখানে কারও নামও দিতে পারবে না ।। :(
Posted on: Fri, 26 Dec 2014 20:41:29 +0000

Trending Topics



/b>

Recently Viewed Topics




© 2015