Prioritization 101 কিছু প্রশ্ন, কখনো - TopicsExpress



          

Prioritization 101 কিছু প্রশ্ন, কখনো অন্য মানুষ, কখনো নিজেই নিজেকে জিজ্ঞেস করি। ১। বিতর্কে এত সময় নষ্ট কর কেন? এর থেকে পড়াশনা, অর্থ উপার্জন বা ক্যারিয়ার উন্নয়নের চেষ্টা করলে সময়টা বেশি কাজে লাগত। ২। এখনো ক্লাস টেনে পড়া ছেলেদের সাথে এত সময় কাটাও কেন? ৩। বাংলা বিতর্কে তো exposure অনেক কম। সিস্টেমটাও গোলমেলে। ইংরেজি বিতর্কে শিফট করো না কেন? ৪। জিওডি করো কেন? মূল ধারায় থাকলে অনেক বেশী বিতর্ক করতে পারতা। ইংরেজী বিতর্ক ও করতে পারতা আর লাইফটা আরেকটু ইজি হইত। পৃথিবীর বিভিন্ন দেশ বিভিন্ন ভাবে উন্নয়ন বা ভালো থাকা পরিমাপ করে। GDP(Gross Domestic Product), Per capita income, income difference আরো কত। ভুটান নামক দেশটা GNH পরিমাপ করে। Gross National Happiness আমিও নাহয় ভুটানের মতো GPP (Gross personal Profit), GPA (Gross Personal Achievement) বাদ দিয়ে GPH (Gross personal Happiness) মাপলাম। তবু আমি বোকাই রব এটাই আমার অ্যাম্বিশন।
Posted on: Fri, 19 Sep 2014 17:34:58 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015