(Programming Problem in Bengali) আপনি নতুন? - TopicsExpress



          

(Programming Problem in Bengali) আপনি নতুন? তাহলে এই লেখাটি আপনারই জন্য!!! *********************************** ---------------------------------------------------- প্রোগ্রামিং কী??? --------------- কম্পিউটার সায়েন্সের একটা গুরুত্বপূর্ণ পার্ট হল প্রোগ্রামিং। কম্পিউটার বিজ্ঞান সম্পর্কে বিস্তারিত জানা যাবে এখান থেকেঃ goo.gl/Bfv0zs. আজকেই যদি প্রথম প্রোগ্রামিং কথাটার সাথে পরিচিত হয়ে থাকেন বা আগে শুনলেও আসলে বুঝতে পারছেন না কেমনে কি? তাহলে এই লিংকে যানঃ goo.gl/Lpouo5 প্রোগ্রামিং টিউটোরিয়াল ও ই-বুক লিংকঃ -------------------------------------- এখন আপনি মুটামুটি জানেন যে প্রোগ্রামিং দিয়ে আসলে কি করে। এখন আপনি যদি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে চান তাহলে এখানে আপনার জন্য সি, সি++, জাভা ও পাইথন এর টিউটোরিয়ালের লিংক দেয়া আছে। এখান থেকেই আপনি এই চারটা ল্যাঙ্গুয়েজের A to Z শিখতে পারবেনঃ goo.gl/qGdqbV (ভাইয়া প্রোগ্রামিং কি? শিখতে চাই, কিভাবে শুরু করব? এই টাইপ পোস্ট এখন থেকে আর এপ্রুভ হবে না) সফটওয়্যার ডাউনলোড: ----------------------- ধরা যাক এবার আপনি প্রোগ্রামিং এর প্রাথমিক ধারনা পেয়েছেন। কম্পাইলার ডাউনলোড করতে পারেন এখান থেকে (৭৪ এমবি এর ফাইলটা)- codeblocks.org/downloads/5 কোডে সমস্যা? -------------- কম্পাইলার নামালেন কিন্তু আপনার কম্পাইলার বা IDE টা দিয়ে কাজ করতে পারছেন না। অথবা প্রোগ্রাম রান করলেও প্রত্যাশিত রেজাল্ট পাচ্ছেন না। কোডটা গ্রুপের কাউকে দেখিয়ে সমাধান নিতে চান? তাহলে পোস্ট করার নিয়ম জানতে চলে যান এই লিংকেঃ goo.gl/53hCIj আলাভোলার এই পোস্টের ২ নাম্বার পয়েন্টে অনলাইন এডিটরের কথা বলা হয়েছে। অনলাইন এডিটর হিসেবে ideone/ ব্যাবহার করতে পারেন। কোন ক্রমেই কোড সরাসরি ওয়ালে বা কমেন্টে পোস্ট করবেন না। এই সাইটে কোড সাবমিট করে শুধু লিংকটা দিবেন। সরাসরি কোড পোস্ট এপ্রুভ হবে না। আর কোন প্রবলেমের কোড চেয়ে পোস্ট দিলে সেটাও Approve হবে না। শুধু আইডিয়া বা সলভ করার প্রসেসটা চাইতে পারেন। রিলেটেড টপিকঃ ----------------------------------------------- এলগরিদম লিস্টঃ goo.gl/xzi0Bg জ্যামিতিঃ goo.gl/cj6CFB নাম্বার থিওরিঃ goo.gl/1MeD75 Easy UVa Problem List: goo.gl/ZuzY3i প্রোগ্রামিং কনটেস্টঃ ------------------ গ্রুপে প্রোগ্রামিং কনটেস্টের একটা ট্রেন্ড চালু হয়েছে। আমাদের এরেঞ্জ করা সকল কনটেস্ট ও তার সলিউশন পাবেন এখানেঃ goo.gl/TxpzDo আর প্রোগ্রামিং কনটেস্ট সম্পর্কে কিছুই জানা না থাকলে এখান থেকে আইডিয়া নিতে পারেনঃ goo.gl/FGY2Aa কনটেস্ট প্রোগ্রামিং এ একদম নতুনদের জন্য আলাভোলার পোস্টঃ goo.gl/y3lhqE গ্রুপটা ফালতু! বিরক্তিকর! থাকব না এখানে!!! ------------------------------------------ এই ফালতু আর বোরিং গ্রুপের অত্যাচার থেকে মুক্তি চান? তাহলে নিচের উল্লেখিত যে কোন একটা কাজ করেন। এডমিন আপনাকে পেয়ারসে পার্মানেন্টলি ব্যান করবে। ১) ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত স্প্যামিং (spamming) করা। ২) ফ্রিল্যান্সিং-আউটসোর্সিং সংক্রান্ত পোস্ট করা। ৩) ওয়েব প্রোগ্রামিং বিষয়ে জানতে চাওয়া বা পোস্ট করা। ৪) ম্যাথ বা প্রোগ্রামিং রিলেটেড না, এমন কোন অপ্রাসঙ্গিক পোস্ট করা। ৫) হোমওয়ার্ক বা এসাইনমেন্ট করিয়ে নেবার চেষ্টা করা। ৬) কোন পেজ/গ্রুপের বিজ্ঞাপন দিয়ে পোস্ট দেয়া। ৭) কোন রাজনৈতিক ব্যাপারে পোস্ট। ৮) কাউকে হেয় বা কটাক্ষ করা। উপরের কারণগুলোর জন্য সংশ্লিষ্ট মেম্বারকে বিনা নোটিশে ব্যান করা হবে। মাইন্ড ইট! আমরা সাধারনত ভাইয়া... ফেবুতে মেসেজ সেন্ড হচ্ছে না বা মোবাইলে বাংলা সাপোর্ট করাব কিভাবে অথবা পিসি সেট আপ দিতে সমস্যা হচ্ছে... এই টাইপের সমস্যার সমাধান দেই না। তাই এই জাতীয় পোস্ট করা থেকে বিরত থাকুন। শুধু মাত্র পোস্ট করার জন্য পোস্ট না করে যৌক্তিক পোস্ট করুন। অনেকেই পোস্ট দেয় What is algorithm?, আমি একদম নতুন, কিভাবে প্রোগ্রামিং শুরু করতে পারি? এই টাইপের পোস্ট করে নিজেকে বোকা প্রমাণ করবেন না। https://google.bd/ নামের একটা সাইট আছে। সেটা আগে ব্যবহার করুন। ইংরেজিতে হেল্প ভ্যাম্পায়ার নামের একটা টার্ম আছে। সেই জিনিসটা না হওয়াই মনে হয় ভাল। নিজে আগে চেষ্টা করুন। একান্তই না পারলে পোস্ট করুন। আর কথা না বাড়াই। কেউ পোস্টের এই পর্যন্ত কষ্ট করে পড়েছে বলে মনে হয় না (আমি নিজেই এত বড় পোস্ট কখনো পড়ি না ) যদি পড়ে থাকেন তাহলে গ্রুপের আদ্যপান্ত সব আপনার জানা হয়ে গেছে। সবাইকে ধন্যবাদ... আপনারা গ্রুপে সক্রিয় হোন। আপনার ছোট ভাই-বোন বা পাড়ার স্কুল কলেজের ছেলে-মেয়েদেরকে গ্রুপে এড করুন। প্রোগ্রামিংয়ে তাদেরকে আগ্রহী করে তুলুন। আসুন আমরা গড়ি তুলি একটা চিন্তাশীল ও সৃজনশীল প্রজন্ম। হ্যাপি কোডিং..
Posted on: Mon, 06 Oct 2014 07:45:42 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015