Prospective Scripts & my view - TopicsExpress



          

Prospective Scripts & my view (02): ----------------------------------------------- NHFIL: আচ্ছা বলেন তো, আজ লিজিং এন্ড ফাইনান্স খাতের ৯৯% অর্থাৎ এইটা বেতিত অন্য সকল শেয়ার দর হারিয়েছে কিন্তু এই শেয়ারটি দিনশেষে আপার সার্কিটে লাখ লাখ ক্রেতা থাকার পরও বিক্রেতা পাওয়া যাচ্ছিল না কেন? কি এমন জিনিস আছে এইটাতে যা অন্য কোন ফাইনান্স খাতের শেয়ারে নাই? কেনই বা সকল ফাইনান্স এক সাথে পতনের মধ্যেও এইটা তাল গাছ এক পায়ে দাড়িয়ে মাথা উঁচু করে দাড়িয়ে ছিল? এ সকল প্রশ্নের উত্তর পাবেন আরো কিছুদিন পর, শুধু জেনে রাখুন পরবর্তী রেসিস্টেন্ট ৩৭.৬০ টাকা অতিক্রম করলে এইটা কই যাবে... জানেন তো এইটার সর্বোচ্চ দর ১৫৪ টাকা ছিল? ঢাকা ষ্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে ভুল আছে, পাবলিক হোল্ডিং ৮.১২% দেখালেও বাস্তবে অনেক কম, ইতিমধ্যে বেনামে যা হস্তগত করার তা পরিচালক গন ঝুলিতে নিয়ে নিয়েছেন, এখন কেবল একের পর এক ঘোষণা দেয়া আর কোড ট্রান্সফার বাকি!!
Posted on: Wed, 24 Sep 2014 17:56:19 +0000

Recently Viewed Topics




© 2015