Proverbs (প্রবাদবাক্য ) Necessity knows - TopicsExpress



          

Proverbs (প্রবাদবাক্য ) Necessity knows no low. =অভাবে স্বভাব নষ্ট । Cut your coat acroding your cloth. =আয় বুঝে ব্যয় কর । Don’t spend above your means . =আয়ের অধিক ব্যয় কর না । Where there is will,there is way. =ইচ্ছা থাকিলে উপায় হয়। Example is better than precept. =উপদেশের চেয়ে দৃষ্টান্ত ভাল । United we stand ,dibided we fall. =একতায় উথান,বিভেদে পতন । What is lotted cannot be lotted. =কপালের লিখন না যায় খণ্ডন । Black will take no other hue. =কয়লা ধুইলে ময়লা যায় না । No pains no gains =কষ্ট না করলে কেষ্ট মিলে না । Great minds are immortal. =কীর্তিমানের মৃত্যু নাই । Strike the iron while it is hot . =ঝোপ বুঝে কোপ মার । Many a little makes a mickle. =দশের লাঠি একের বুঝা । Industry is the key to success. =পরিশ্রম সৌভাগ্যর চাবিকাঠি। Where there is life, there is hope. =যতক্ষন শ্বাস ততক্ষন আশ । As you sow ,so you reap. =যেমন কর্ম তেমন ফল । All’s well that end well. = শেষ ভাল যার সব ভাল তার A man is known by the company he keeps. =সৎ সঙ্গে স্বর্গে বাস আসৎ।সঙ্গে সর্বনাশ A stitch in time saves nine. =সময়ের একফোঁড় ,আসময়ের দশফোঁড়। Precaution costs nothing. =সাবধানের মার নেই । Cheaps goods are dear in the long run. =সস্তার তিন অবস্থা । Fortunes favours the brave. =সাহসীদের প্রতি ভাগ্য সু প্রসন্ন্য Birds are the same feather flock togethet. =চুরে চুরে মাসতুত ভাই । Maney begets money . =টাকায় টাকা আনে । A friend in need, is a friend indeed . =অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু >>>লক্ষ করুন - আপনারা যদি আমাদের স্ট্যাটাসে নিয়মিত লাইক না দেন তাহলে ফেসবুকের বর্তমান নিয়মের কারনে একটা সময় আমাদের পোস্ট আপনাদের হোমপেজে দেখাবে না। তাই অনুগ্রহ পূর্বক নিয়মিত পোস্টে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।
Posted on: Sat, 20 Dec 2014 09:33:15 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015