Question : Salam alaykum If i keep certain amount of money in any - TopicsExpress



          

Question : Salam alaykum If i keep certain amount of money in any Islamic Bank and they give me some profit out of it as they have used my money in business is it haram? it it riba? if so can you explain why it is haram? because my money is using in some businesses and they are giving me profit. Thank you Answer : ওয়া‘আলাইকুমুস সালাম। ইসলামী ব্যাংকে যে লাভ দেওয়া হয়, তা নীতিগতভাগে সুদ নয়। বরং তা লাভ-লোকসানভিত্তিক ব্যবসায়ের লাভ; তাই তা গ্রহণ জায়েয। কোনো কোনো গবেষক মনে করেন যে, সেখানে অসদুপায় অবলম্বন করা হয় এবং সুদই লাভ হিসেবে চালিয়ে দেওয়া হয়; কিন্তু কথাটি সত্য নয়। ইসলামী ব্যাংকগুলোর ব্যবসায়ের বিভিন্ন পলিসি রয়েছে, লেনদেনগুলো শরীয়তসম্মত হয়েছে কিনা তা যাচাই করার কমিটিও রয়েছে। তারপরও যদি ব্যাংকের কোনো কর্মকর্তা অন্যায় ও শরীয়তবহির্ভূত কিছু করে, তার জন্য ঐ কর্মকর্তা-ই দায়ী হবে, ব্যাংক বা গ্রাহক দায়ী হবে না। আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
Posted on: Sun, 07 Dec 2014 13:09:09 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015