Remember me সময়টা ২০৮৪,Neo-Paris. Memorize - TopicsExpress



          

Remember me সময়টা ২০৮৪,Neo-Paris. Memorize corporation এর আবিস্কার করা Sensen একটা ব্রেইন ইমপ্ল্যান্ট ইঞ্জিন। যার কল্যাণে মেমরি শেয়ার করা যায়,দুখের কষ্টের মুছে ফেলা জায়, রিমিক্স করে মেমরি পরিবর্তন করে ফেলা জায়।কেও ইচ্ছে করলে তার কস্টের মেমরি মুছে ফেলতে পারবে। আর এই ইঞ্জিনের অতি ব্যাবহারে কিছু মানুশের ব্রেইন আওলাইয়া গেইয়া জম্বির মত হইয়া জায়, যারা neo-paris এর sewers এ বাস করে। মেইন ক্যারেক্টার নিলিন, যে কিনা তার মেমরি wipe করে দেয়ার আগে রক্ষা পায় একজন annonymous এর সাহায্য। পরে সে নিজেকে পরিচয় দেয় edge হিসাবে আর নিলীনকে একজন errorist হিসাবে। যাদের কাজ Memorize corporation এর ব্রেইন ইমপ্ল্যান্ট ইঞ্জিন(Sensation Engine)এধ্বংস করা। গেমসটা শেষ করলাম। লাস্ট বসটা এত ইজি দিছে -_- । মাদামে বসটা এর চাইতে টাফ ছিলো। আর অন্যর কাছ থেকে মেমরি চুরি করা,অন্যর মেমরি wipe করতে, বিশেষ করে অন্যর মেমরিতে ঢুঁকে মেমরি রিমিক্স করে চেঞ্জ করতে দারুন মজা লাগে। কমব্যাট গুলাও দারুন।আপনি ইচ্ছে করলে আপনার ইচ্ছে মত কমব্যাট সাজিয়ে নিতে পারবেন। এইজিনিসটা মজার বেশি। আর গল্পটাও বেশ ভালো লাগছে। লাস্টের দিকে একটা ছোট খাটো টুইস্টও আছে। সব মিলিয়ে দারুন মজার একটা গেমস।
Posted on: Sun, 28 Sep 2014 08:14:31 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015