Republic Day in India Republic day in India is celebrated every - TopicsExpress



          

Republic Day in India Republic day in India is celebrated every year with great honour on 26th of January to honour the Constitution of India as it came into force on the same day in the year 1950. It had replaced the Government of India Act, 1935 into the governing document of the India. At this day, a national holiday is declared by the Indian Government. The new Indian constitution was sketched and approved by the Indian Constituent Assembly and decided to celebrate it on 26th of January every year as India became a republic country. What’s Special on this 66th Republic Day As per the media, Women armed forces of India would take part for the first time in the Republic day Parade of this year, 2015. The order came from the top authorities as our Prime Minister, Narendra Modi keen to Women Empowerment and Nari Shakti. Women Empowerment and Nari Shakti would be the main theme of this year Parade. US President, Barack Obama would be the chief guest on this year, 2015 Republic Day celebration of India on 26th of January in New Delhi. He would be accompanied by his wife (Michelle Obama) and senior official’s team of the administration. The USA President has reached India and received and Welcomed by Prime Minster Narendra Modi itself by breaking the protocols. US President, Barack Obama was to visit the Taj Mahal (a world class Indian heritage) during his visit to India on Republic Day 2015. The date of Taj Mahal visit was scheduled on a day later to the Republic Day means 27th of January. However, as per the media, it has been confirmed that, US President’s visit to the Taj Mahal has been cancelled because of the tight schedule. He has to go to the Saudi Arabia because of the death of King Abdullah on Friday, 23rd of January. Republic Day Celebration Flag of India National Flag of India As Independence Day in India is celebrated to enjoy the freedom of India from the British Rule, Republic Day in India is celebrated to commemorate the coming of its own constitution into force. Officially it is celebrated every year in the national capital of India (New Delhi) at the Rajpath in the presence of the President of India. Mini celebrations are also take place in the state capitals in the presence of the governor of the state by spreading out the National Flag of the country. January 26 is declared as the gazetted holiday all over the country by the Government of India. It is celebrated throughout the India with great enthusiasm by the students and teachers in the schools, colleges, universities and other educational institution. An excellent parade and salute event is held by the military team at the Rajpath in front of the India Gate in the New Delhi, India. শিরোনামঃ আমার সোনার বাংলা কন্ঠঃ জেমস কথাঃ প্রিন্স মাহমুদ সুরঃ প্রিন্স মাহমুদ অ্যালবামঃ পিয়ানো তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর জলে ভেজা কবিতায় আছো সরোয়ার্দী,শেরেবাংলা, ভাসানীর শেষ ইচ্ছায় তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুনে জ্বলা জ্বালাময়ী সে ভাষন তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন, তুমি ছেলে হারা মা জাহানারা ঈমামের একাত্তরের দিনগুলি তুমি জসীম উদ্দিনের নকশী কাথার মাঠ, মুঠো মুঠো সোনার ধুলি, তুমি তিরিশ কিংবা তার অধিক লাখো শহীদের প্রান তুমি শহীদ মিনারে প্রভাত ফেরীর, ভাই হারা একুশের গান। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, জন্ম দিয়েছ তুমি মাগো, তাই তোমায় ভালোবাসি। আমার প্রানের বাংলা, আমি তোমায় ভালোবাসি প্রানের প্রিয় মা তোকে, বড় বেশী ভালোবাসি। তুমি কবি নজরুলের বিদ্রোহী কবিতা উন্নত মম্ শীর তুমি রক্তের কালিতে লেখা নাম, সাত শ্রেষ্ট বীর তুমি সুরের পাখি আব্বাসের, দরদ ভরা সেই গান তুমি আব্দুল আলীমের সর্বনাশা পদ্মা নদীর টান। তুমি সুফিয়া কামালের কাব্য ভাষায় নারীর অধিকার তুমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের, শাণীত ছুরির ধার তুমি জয়নুল আবেদীন, এস এম সুলতানের রঙ তুলীর আঁচড় শহীদুল্লাহ কায়সার, মুনীর চৌধুরীর নতুন দেখা সেই ভোর। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, জন্ম দিয়েছ তুমি মাগো, তাই তোমায় ভালোবাসি। আমার প্রানের বাংলা, আমি তোমায় ভালোবাসি প্রানের প্রিয় মা তোকে, বড় বেশী ভালোবাসি। তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর জলে ভেজা কবিতায় তুমি বাঙ্গালীর গর্ব, বাঙ্গালীর প্রেম প্রথম ও শেষ ছোঁয়ায়, তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুনে জ্বলা জ্বালাময়ী সে ভাষন তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন তুমি একটি ফুলকে বাঁচাবো বলে বেজে উঠ সুমধুর, তুমি রাগে অনুরাগে মুক্তি সংগ্রামের সোনা ঝরা সেই রোদ্দুর তুমি প্রতিটি পঙ্গু মুক্তিযোদ্ধার অভিমানের সংসার তুমি ক্রন্দন, তুমি হাসি, তুমি জাগ্রত শহীদ মিনার। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, জন্ম দিয়েছ তুমি মাগো, তাই তোমায় ভালোবাসি। আমার প্রানের বাংলা, আমি তোমায় ভালোবাসি প্রানের প্রিয় মা তোকে, বড় বেশী ভালোবাসি।
Posted on: Mon, 26 Jan 2015 02:44:37 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015