Sajeeb Wazed আজ আরেক ঐতিহাসিক - TopicsExpress



          

Sajeeb Wazed আজ আরেক ঐতিহাসিক দিন । ৪২ বছর পর অবশেষে সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে ট্রাইব্যুনাল রায় দিয়েছে । ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তার নৃশংসতা এবং নিজের বাড়িকে একটি টচর্ার সেল এবং মৃত্যুকূপ বানিয়েছিল সেটা প্রমাণ হয়েছে। ১৯৭৫ সাল থেকে সে আইনের আওতার বাইরে ছিল, আজ সেই আইনই তাকে সাজা দিয়েছে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের বিরোধী দল একসময় তাকে শুধু সুরক্ষাই দেয়নি বরং তাকে সংসদ সদস্য করেছে। এই কারণেই এই রায়ে তারা নীরব। যুদ্ধাপরাধের আর সব রায়েও তারা সবময় নীরব থেকেছে। এমনকি কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর পেছাতে গত মাসে সংবাদ সম্মেলনেও করেছেন বিএনপি সাংসদ মওদুদ আহমদ। যুদ্ধাপরাধীদের বাঁচাতে বিএনপি মরিয়া। আর কোনো ভুল নয়। আগামী নিবর্াচনে যদি বিএনপিকে ভোট দেন, মনে রাখবেন আপনার এ ভোট যুদ্ধাপরাধীদের বাঁচিয়ে দিতে পারে । খালেদা জিয়া রাজশাহীতে তার বক্তৃতায় বলেছে, ক্ষমতায় গেলে তারা প্রত্যেক যুদ্ধাপরাধীদের মুক্তি নিশ্চিত করবে। এই দানবদের বিচার করতে পারে শুধু আওয়ামী লীগই।
Posted on: Tue, 01 Oct 2013 20:13:28 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015