Sajeeb Wazed জয় এর স্ট্যাটাস - TopicsExpress



          

Sajeeb Wazed জয় এর স্ট্যাটাস থেকে। এই সপ্তাহে বাংলাদেশ ছাত্রলীগ পরিচ্ছন্ন ও নিরাপদ ক্যাম্পাস নামের এক উদ্যোগ গ্রহন করেছে। আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানসমূহ পরিচ্ছন্ন রাখাসহ সকল ধরনের সহিংসতা, বিশৃঙ্খলা ও সন্ত্রাস মুক্ত রাখতে চাই। আমরা প্রায়ই দেখে থাকি বিশৃঙ্খল ছাত্ররা নিজেদের স্বার্থে ক্ষমতা বদলের সাথে সাথে ক্ষমতাসীন দলে যোগ দেয়। এই প্রক্রিয়ায় ছাত্রলীগের দুর্নাম হয়েছে এবং আমরা তা আর বরদাস্ত করবো না। আমাদের গত আওয়ামী লীগ সরকারের সময় আমরা ৬৫০ জন ছাত্রলীগ সদস্যকে উৎপীড়নের কারণে জেলে দিয়েছি। অন্য কোন ক্ষমতাসীন দল তাদের নিজেদের লোকেদের কোনদিন শাস্তি দেয়নি, এ শুধু আওয়ামী লীগ দিয়েছে। এটা এজন্য যে আমরা সাধারণ মানুষের মঙ্গলের জন্য কাজ করি। আপনার ক্যাম্পাস পরিচ্ছন্ন এবং নিরাপদ রাখতে অনুগ্রহ করে সপ্তাহব্যাপী ছাত্রলীগের কর্মসূচীতে যোগ দিন এবং এই কার্যক্রম অব্যহত রাখুন। This week Bangladesh Student League has started the Clean and Safe Campus initiative. We want to keep our educational institutes clean and safe from violence, harassment and terrorism. We often see that unruly students immediately join whichever party is in power just to benefit themselves. This brings Student League a bad name and we will not tolerate that. Last term our Awami League Government punished 650 Student League members, sending them to jail for violence. No other party in power has ever punished their own, only the Awami League. This is because we work for the good of the common people. Please join Student League in ensuring a Clean and Safe Campus this week and always.
Posted on: Thu, 04 Dec 2014 06:00:00 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015