Seleucus!!! সেলুকাস!!! সেলুকাস - TopicsExpress



          

Seleucus!!! সেলুকাস!!! সেলুকাস (Seleucus) আমরা প্রচলিত সময় ও ব্যবহারে; বিপরিতমূখি কাজকে সাধারনত সেলুকাস বুঝিয়ে থাকি। একটা নিয়ম জানা সত্বেও তার বিরুদ্ধে কাজ করা - এমন ধারণা প্রকাশে এর ব্যবহার বেশি। যেমন - মোড় নেয়ার সময় ট্রাফিক আইল্যান্ড ঘুরে যেতে হবে জেনেও কেউ কেউ দ্রুত যাওয়ার জন্য নিয়ম ভঙ্গ করে- তখন হতাশা প্রকাশে বলে থাকে সেলুকাস! এমনি অভিধানে সেলুকাসের কোন অর্থ নেই। এই শব্দটা অদ্ভুত, বিচিত্র প্রভৃতি অর্থ প্রকাশে ব্যবহৃত হয়। as per Dictionary = Seleucus - Macedonian general who accompanied Alexander the Great into Asia; founded a line of kings who reigned in Asia Minor until 65 BC (358-281 BC) সেলুকাস (Seleucus) ছিলেন একজন গ্রীক বীর যোদ্ধা, আলেকজান্ডারের সেনাপতি, এবং আলেকজান্ডারের মৃত্যুর পর সফল শাসক। আনুমানিক খ্রিষ্টপূর্ব ৩২৭ সালে আলেকজান্ডারের ভারত দখলের অভিযানে প্রধান সেনাপতি হিসেবে তার অবস্থান ইতিহাসে পাওয়া যায়। সিন্ধু উপত্যকা দিয়েই তারা ভারতে প্রবেশের চেষ্টা করে। ইউরোপ থেকে আসা এই দল ইরান-আফগানিস্তান এলাকা পার হয়ে ভারতে এলে এখানকার মানুষের গঠন, চালচলন, কৃষ্টি, সভ্যতা... ইত্যাদির ভিন্নতা ও বিচিত্রতা দেখে অবাক ও বিস্মিত হবে, এটিই স্বাভাবিক। এই বৈচিত্র্য দেখে গ্রীক ভাষায় আলেকজান্ডার সেলুকাসকে কি বলেছিলেন তা জানা না গেলেও (সম্ভবত) দিজেন্দ্রলাল রায় তার একটি লেখায় আলেকজান্ডারের এই মুহূর্তটির অনুভুতি সম্পর্কে লিখেছেন “সত্যিই সেলুকাস, কি বিচিত্র এই দেশ!” সেই থেকে বাংলা ভাষায় এই বাক্যটির প্রচলন... তবে আলেকজান্ডারের অনুভুতিটুকু (হয়তোবা) প্রশংসার বহিঃপ্রকাশ হলেও কালের বিবর্তনে আমরা এটিকে অবাস্তব, অসম্ভব, অসহনীয় বা আজগুবি অবস্থার উদ্ভবেই বেশী ব্যবহার করছি! ____________________________ বড়ই বিচিত্র এই দেশ আর মানুষগুলো..... সত্যিই সেলুকাস!!! yeah; Seleucus!!!
Posted on: Thu, 28 Aug 2014 11:22:33 +0000

Trending Topics



5455">Need Hard hitting hip hop beats? lease 6 for $35 today or just 1
Cops feel more in danger around young black males ? Gee,
Gênesis 48 - 1. E ACONTECEU, depois destas coisas, que alguém
Low Price Modern Fan Company - STR-BA-42-AL-651-005 - Stratos
Web Utama = rf-asyura.net/ Forum = forum.rf-asyura.net/ Grup
Section 144 imposed around exam centres in Baramulla SRINAGAR,
Trading recommendation on Gold for October 29, 2014 GOLD The

Recently Viewed Topics




© 2015