Seminar on ACCA - Your Dream, Your Career ............ 1 July, - TopicsExpress



          

Seminar on ACCA - Your Dream, Your Career ............ 1 July, 3.00 pm @ Kazi Nazrul Islam Auditorium, RU ব্রিটিশ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হতে এসিসিএ কোর্স - এসিসিএ কী ও কেন এসিসিএ বা অ্যাসোসিয়েশন অব চার্টার্ড সার্টিফাইড অ্যাকাউন্ট্যান্ট হচ্ছে ব্যবসায় শিক্ষা, বিশেষ করে হিসাববিজ্ঞান এবং ফিন্যান্স বিষয়ে বিশ্বের সবচেয়ে বড় পেশাধারী ডিগ্রি। বাংলাদেশ থেকেই পেতে পারেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই ডিগ্রি, যা আপনার কর্মজীবনের মুকুটে যোগ করবে সফলতার বাড়তি পালক। এটি যুক্তরাজ্যভিত্তিক ডিগ্রি হলেও ২০০০ সাল থেকে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য দেশে বসেই হিসাববিজ্ঞানের এ ডিগ্রি নেওয়ার সুযোগ চালু হয়েছে। আমাদের দেশের ডিগ্রিগুলোর তেমন কোনো বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা বা গ্লোবাল এক্সসেপটেন্স নেই; অথচ এসিসিএ ডিগ্রিটির বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা খুবই। আমাদের দেশে যেমন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি (সিএ) ডিগ্রি আছে, তেমনি ইউকের সিএ ডিগ্রিকে বলে এসিসিএ। প্রফেশনাল অ্যাকাউন্টিং বা এসিসিএ পড়ার সবচেয়ে বড় কারণ হলো, বাংলাদেশসহ সারাবিশ্বে এসিসিএর অকল্পনীয় গ্রহণযোগ্যতা। বিশ্বব্যাপী চাকরির সুবিধা : অনেকে জেনে হয়তো অবাক হবেন, যে কেউ সিএটি অথবা এসিসিএ কমপ্লিট করার সঙ্গে সঙ্গে তার সিভিটি পৌঁছে যায় এসিসিএর মূল জায়গায়। সেখান থেকে সারাবিশ্বের ৮ হাজার ৪২৪টি জব প্রোভাইডারের কাছে সেসব সিভি পৌঁছে যায়। ওই প্রতিষ্ঠানগুলো তাদের চাহিদামতো প্রত্যাশিত প্রার্থীদের চাকরির জন্য নির্বাচিত করেন সারাবিশ্ব থেকে। যাঁরা ‘এ’ লেভেল বা স্নাতক ডিগ্রি অর্জন করেছেন, তাঁরা সরাসরি এসিসিএ কোর্সে ভর্তি হতে পারেন। আর এফআইএ পড়তে মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পাস হলেই চলবে। যাঁরা হিসাববিজ্ঞান বা ফিন্যান্স বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি শেষ করেছেন, তাঁদের এখানে কয়েকটি বিষয় কম পড়তে হয়। এসিসিএ ডিগ্রি নিয়ে কর্মক্ষেত্রে এগিয়ে যেতে পারেন নির্দ্বিধায়। এসিসিএ সারা বিশ্বে ৮২টি স্থানীয় কার্যালয়ের মাধ্যমে দিকনির্দেশনা দিয়ে থাকে। এসিসিএর বাংলাদেশের শিক্ষার্থীরাও এ নির্দেশনা পেয়ে থাকেন এসিসিএ বাংলাদেশ প্রতিষ্ঠানের মাধ্যমে। আপনি চাইলে দেশ-বিদেশে যেকোনো স্থানে পড়তে পারেন। তবে যেখানেই পড়ুন না কেন, এর প্রশ্ন বা পরীক্ষা সবই হয়ে থাকে ইংল্যান্ডে অবস্থিত এসিসিএর মূল অফিসের তত্ত্বাবধানে। বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিল এসিসিএর পরীক্ষা নিয়ে থাকে। এসিসিএ শেষ করতে সর্বোচ্চ ৪ বছরে মাত্র ৪ লাখ টাকার মতো লাগবে।
Posted on: Wed, 26 Jun 2013 21:03:05 +0000

Recently Viewed Topics




© 2015