Shared by- Al Saba Bin - TopicsExpress



          

Shared by- Al Saba Bin Mehdi ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ ঘটনািট পুরান ঢাকার। কিন্ত আমি আপনাদের সাথে এর address share করতে পারব না। ঘটনাটি ৩ থেকে ৪ বছর আগের ঘটনা। একটি abandon বাড়ির ঘটনা। বাড়িটি ছিল খুব বড় এবং পুরাতন। বাড়িটি ছিল গলির ঠিক মুখেই যার সাথে ছিল একটি dustbin।এলাকার মানুষেরা ঐ বাড়িটিকে দোষী বলতো। একদিন এক পথচারী ঐ বাড়িটির সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল। এমন সময় রাস্তা ঘাট ফাঁকা ছিল। ঐ বাড়িটি pass করার সময় লোকটি হঠাৎ উপরে দিকে তাকাই চোখ গেলে সে দেখতে পাই যে একটি মহিলা তার বাচ্চা কোলে নিয়ে বশে ছিল। লোকটি পাত্তা দিলো না। কিন্ত pass হবার সময় লোকটি কেন যেন পিছু তাকিয়ে বসে এবং দেখে মহিলাটি electrical wire এর উপর বসে আছে তার বাচ্চাটিকে নিয়ে কিন্ত তার পা সম্পূর্ণ উলটো। তা দেখে লোকটি faint হয়ে যাই এবং পরের দিন লোকটিকে এলাকার মানুষ রাস্তাই পরা পাই। ঠিক এমন ঘটনাই ঠিক একই বাড়ির সামনে আর একজন এর সাথে ঘটে। লোকটি ছিল business man। লোকটি গভীর রােত তার দোকান বন্ধ করে আসছিলো। লোকটি ছিল এলাকার স্থায়ী বাসিন্দার মধ্যে একজন। তিনি তার বাসাই যাচ্ছিলেন তখন ঐ বাড়িটির সামনে এক মহিলা তার পথ রুখে তাকে জিজ্ঞেস করে আপনি এত রাতে কোথাই যাচ্ছেন? লোকটি অবাক হল যে আমি এইখানের স্থায়ী লোক আমাকে না চেনার কি? কিন্ত লোকটি জবাব দেই যে তিনি তার বাসাই ফিরছেন। এ বলে তিনি সোজা হাটা দেই কিন্ত তিনি feel করেন যে কে যেন তার পাশ থেকে খুব গতিতে আসছে এবং এসে চলেও গেল তখন তিনি দেখল যে সেই মহিলাটি ঐ পুরাতন বাড়ির উঁচু wall এ বসে আছে এবং তাকে ডাকছে কিন্ত আশ্চর্য বিষয় হল ঐ মহিলাটির ও পা ছিল উল্টো। এবং তা দেখে লোকটি faint হয়ে যাই। লোক মুখে জানা যাই বাড়িটিতে মাঝ রাতে নুপুর পড়ে হাটার শব্দ শোনা যাই এবং পাশের বাড়ি থেকে কেও দেখতে বের হলে তা বন্ধও হয়ে যেত এবং চলে এলে তা আবার শুরু হয়ে যেত।
Posted on: Wed, 11 Sep 2013 07:54:19 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015