Special Feature for JSC -2013 Exam Dont frustrate during strike - TopicsExpress



          

Special Feature for JSC -2013 Exam Dont frustrate during strike in Exams Update: GEE Bangladesh, 03 November 2013 জেএসসি পরীক্ষার বিশেষ সংখ্যা হরতালে বা উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতিতে দিশাহারা হলে চলবে না ৪ থেকে ৬ নভেম্বর ডাকা টানা হরতালের মধ্যে পূর্বনির্ধারিত জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে কি না, এ ব্যাপারে আজ সিদ্ধান্ত নেবে শিক্ষা মন্ত্রণালয়। গতকাল মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। উল্লেখ্য যে, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ৪ নভেম্বর থেকে সারাদেশে একযোগে জেএসসি ও জেডিসি পরীক্ষাা অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু সাম্প্রতিক দেশের রাজনৈতিক পরিস্থিতিতে নিরূপদ্রপভাবে এ পরীক্ষা সম্পন্ন হওয়াটা অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে। বিগত এসএসসি ও এইচএসসি পরীক্ষার মত করে জেএসসি পরীক্ষাও হরতাল বা অবরোধের সংকটে পড়ে যেতে পারে। এতে করে পরীক্ষার্থীদের প্রস্তুতি বিঘি্নত হয়। তাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এক্ষেত্রে নিজের মনোবল ও ধৈর্যকে অক্ষুণ্ন রেখে প্রস্তুতি অব্যাহত রাখতে হবে। দেশের সার্বিক পরিস্থিতি যাই হোক না কেন, নিয়মিত পাঠাভ্যাস ও চর্চা অক্ষুণ্ন রাখার মধ্য দিয়ে পরীক্ষায় ভালো ফলাফল করতে হবে। হরতাল বা এ ধরনের কর্মসূচির কারণে অনেক সময়ই দেখা যায় পরীক্ষার পূর্বনির্ধারিত রুটিন বদলে যায়। এতে হতাশ হলে চলবে না। বরং পরবর্তী পরীক্ষার জন্যে প্রস্তুতি শুরু করে দিতে হবে। এক্ষেত্রে আগে থেকেই এক ধরনের পরিকল্পনা থাকলে এ প্রতিবন্ধকতাগুলো সহজে উতরে যাওয়া যায়। মনে রাখবে যে কোনো পরীক্ষার ফলাফল নিভৃর করে মনোবল, ধৈর্য্য এবং অধ্যবসায়ের উপরে।
Posted on: Sun, 03 Nov 2013 02:33:49 +0000

Trending Topics




© 2015