Study in Malaysia ............. NO IELTS/NO - TopicsExpress



          

Study in Malaysia ............. NO IELTS/NO SPONSOR... আমরা জব এর ব্যাবস্থা করে দেই -(20-25000 BDT) Seats: Limited ******************************** যদি আপনি ন্যূনতম এস এস সি পাশ করে থাকেন এবং ভাল আয় করা যদি আপনার প্রধান লক্ষ্য হয় তাহলে “ Malaysia তে ক্রুজ শিপ ম্যানেজমেন্ট” কোর্স হতে পারে আপনার জন্য সবচেয়ে উপযোগী । ক্রুজ শিপ ম্যানেজমেন্ট কোর্স শেষ করে আয় করুন ১০০০ – ২৫০০ USD , মানে সর্বোচ্চ ২ লক্ষ টাকা । কোর্সের সুবিধা সমূহঃ ১। পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণের সুযোগ ও সব দেশের পোর্টে নেমে ঘুরে দেখার সুযোগ । ২। ক্রুজ শিপ এ বেতন রেঞ্জ মাসে ৭০০-২৫০০ ডলার হয় । থাকা খাওয়া ফ্রি হওয়ার কারণে বেতনের পুরটাই সঞ্চয় করার যায় । ৩। বিভিন্ন দেশের লোকজনের সাথে একত্রে কাজ করার সুযোগ । ৪। এই কোর্স এ সেইফটি , বেভাড়েজ ইত্যাদির উপর ট্রেইনিং ও সার্টিফিকেট দেওয়া হয় বলে চাইলে যে কোন ফাইভ স্টার হোটেলেও জব করা যাবে । ৫। নিয়োগকারী প্রতিষ্ঠানগুলো সরাসরি কলেজ থেকেই নিয়োগ দেয় এবং ইউরোপ, আমেরিকান শিপগুলোতে নিয়োগ হয়। সেই সব দেশের ভিসা পাওয়ার সহায়তা কলেজই করে থাকে । কলেজের ক্যাম্পাসঃ কুয়ালালামপুর কোর্সের মেয়াদঃ ১ বছর থেকে ৩ বছর ******************************************************** আবেদনের যোগ্যতাঃ ১। ন্যূনতম এস এস সি পাশ । এইচ এস সি পাশ ও ডিপ্লোমাধারিরাও আবেদন করতে পারবে । আবেদনের জন্য যা লাগবেঃ এস এস সি / এইচ এস সির সার্টিফিকেট ও মার্ক শিট এবং পাসপোর্ট । ************************************************************* আবেদনের জন্য যোগাযোগ করুন -- Contact:Greenland Study Abroad, H#34 , R# 100, Gulshan-2,Dhaka,Bangladesh. Call-(+88) 01847 090008
Posted on: Sat, 16 Aug 2014 17:20:50 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015