Today I am leveling Bangladesh for attending 14th Youth Assembly - TopicsExpress



          

Today I am leveling Bangladesh for attending 14th Youth Assembly at United Nation Headquarters in New York, USA. Plz pray for me so that I can raise my voice towards my country & for the global people. For the next month I will be available on my facebook and skype ID. আজ রাতেই USA উদ্দেশে প্রিয় বাংলাদেশ মাটি থাকে বিদায় নিচ্ছি। ১ম ভেবে ছিলাম স্বার্থপর এর মত MBA করে আসবো। না এখন তা করবো না যা দেশ থাকে সম্ভব তার জন্য বিদেশ কেন। পরসু থেকে United Nation Headquarters এ Youth Assembly শুরু হচ্ছে, যেখানে বাংলাদেশের মত আরও ৮৫টি দেশ ও বিভিন্ন জাতি Youth এরা আসবে। তাই আমি সকলের কাছ থাকে দুয়া কামনা করছি যাতে করা আমি আমার দেশের এবং ফিলিস্থিনি শিশু সহ সমগ্র জাতির কথা সারা বিশ্বের কাছে তুলে ধরতে পারি। এই এক মাস যেকোন প্রকার যোগাযোগ এর জন্য facebook ও skype id রইলো।
Posted on: Thu, 31 Jul 2014 07:31:49 +0000

Recently Viewed Topics




© 2015