beta I - TopicsExpress



          

beta I ব্যবহারবিধিFacebookTwitterLoginRegister শেষ আপডেট ৭ মিনিট আগেঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৩, ১৪ অগ্রহায়ণ ১৪২০, ২২ মহররম ১৪৩৫NAVIGATIONপ্রচ্ছদআজকের পত্রিকাবাংলাদেশ- রাজনীতি- সরকার- অপরাধ- আইন ও বিচার- পরিবেশ- দুর্ঘটনা- সংসদ- রাজধানী- জনসংখ্যা- বিবিধআন্তর্জাতিক- যুক্তরাষ্ট্র- যুক্তরাজ্য- ভারত- পাকিস্তান- এশিয়া- ইউরোপ- আফ্রিকা- আরব বিশ্ব- লাতিন আমেরিকা- জাতিসংঘ- বিবিধঅর্থনীতি- শেয়ারবাজার- বাণিজ্য সংবাদ- বিশ্লেষণ- বিদেশের খবর- পোশাক শিল্প- মানবসম্পদ- অপরাধ- বিবিধমতামত- সম্পাদকীয়- রাজনীতি- অর্থনীতি- ধর্ম- আর্ন্তজাতিক- শিক্ষা- সাক্ষাৎকার- বিতর্ক- চিঠিপত্র- বিবিধখেলা- দেশের ক্রিকেট- আন্তর্জাতিক ক্রিকেট- দেশের ফুটবল- আন্তর্জাতিক ফুটবল- টেনিস- অ্যাথলেটিক্স- সাক্ষাৎকার- বিবিধবিনোদন- চলচ্চিত্র- ঢালিউড- বলিউড- হলিউড- আলাপন- সংগীত- বাংলা গান- বিদেশের গান- মঞ্চ- টেলিভিশনফিচার- নকশা- রস+আলো- ছুটির দিনে- অধুনা- স্বপ্ন নিয়ে- আনন্দ- অন্য আলো- শিল্প ও সাহিত্য- আলোকিত চট্টগ্রাম- গোল্লাছুট- প্রজন্ম ডট কম- বন্ধুসভাবিজ্ঞান ও প্রযুক্তি- কম্পিউটার- মোবাইল ফোন- অটোমোবাইল- গবেষণা- মহাকাশ- তারকা- গেমস- ফ্রিল্যান্সিং- রিভিউ- পরামর্শ- মাল্টিমিডিয়া- বিবিধজীবনযাপন- ফ্যাশন- স্টাইল- রূপচর্চা- বেড়ানো- সম্পর্ক- পেশা- পরামর্শ- আমার ডাক্তার- গৃহসজ্জা- জেনে নিন- খাবারদাবার- রাশিফল- বিবিধআরও...- আর্কাইভ- ছবি- শিক্ষা- আমরা- শিল্প ও সাহিত্য- পাঁচমিশালি এরশাদের বিরুদ্ধে ‘জিহাদে’ নামবেন কাজী জাফর শেখ সাবিহা আলম | আপডেট: ১২:২১, নভেম্বর ২৮, ২০১৩১০০ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বর্ষীয়ান রাজনীতিবিদ কাজী জাফর আহমদ বলেছেন, এরশাদ জাতীয় পার্টির পিতৃত্ব দাবি করতে পারেন না। গতকাল বুধবার প্রথম আলো ডটকমকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেন, অনেকে মনে করে অর্থ এবং একটি ‘ভিনদেশের’ চাপে পড়ে এরশাদ ‘তথাকথিত সর্বদলীয়’ সরকারে যোগ দিয়েছেন। হাসপাতাল থেকে ছাড়া পেয়েই তিনি এরশাদের বিরুদ্ধে ‘জিহাদ’ শুরু করবেন। আগামীকাল শুক্রবার তাঁর হাসপাতাল ছাড়ার কথা রয়েছে।এরশাদকে উদ্দেশ করে কাজী জাফর বলেন, ‘আমি শুনেছি তিনি বলেছেন, “হু ইজ কাজী জাফর? আই এম দি ফাদার অফ জাতীয় পার্টি।” আমি তাঁকে প্রশ্ন করতে চাই, হু ইজ এরশাদ? এরশাদ সবকিছুর পিতৃত্ব দাবি করতে পারেন। কিন্তু জাতীয় পার্টির পিতৃত্ব তিনি দাবি করতে পারেন না।’ কাজী জাফর এরশাদকে ভদ্র ভাষায় কথা বলার আহ্বান জানান। তিনি বলেন, দেশ স্বাধীন হয়েছিল বলেই এরশাদ চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর ও পরে রাষ্ট্রপতি হতে পেরেছিলেন। জাতীয় পার্টি যখন গঠন করা হয়, তখনও এরশাদ চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর। এমনকি তাঁর প্রাথমিক সদস্যপদও ছিল না। কাজী জাফরের দাবি, ১৮ দফার ভিত্তিতে তিনি, অ্যাডভোকেট মাহবুবুর রহমান, রিয়াজউদ্দিন ভোলা, শাহ মোয়াজ্জেম, শামসুল হুদা, এম এ মতিন, মিজানুর রহমান চৌধুরীসহ আরও বেশ কয়েকজন প্রথমে জাতীয় ফ্রন্ট এবং পরে জাতীয় পার্টি গঠন করেন।প্রসঙ্গত, গত ২৫ নভেম্বর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এরশাদ বলেন, ‘হোয়াট হি সে, ডাজ নট ম্যাটার। হোয়াট আই সে, ম্যাটারস। হু ইজ কাজী জাফর? আই এম দি ফাদার অফ জাতীয় পার্টি?’কাজী জাফর আহমদ বলেন, এরশাদ যে ডিগবাজি খেয়েছেন, উপমহাদেশের রাজনীতির ইতিহাসে তা নজিরবিহীন। তিনি বলেন, অনেকে মনে করেন অর্থ ও ভিনদেশি একটি রাষ্ট্রের চাপে ১৮০ ডিগ্রি ঘুরে গেছেন এরশাদ। দেশটির প্রভাব এতটাই যে চীন বিবৃতি দিয়ে জানিয়েছে যে তারা বাংলাদেশকে শান্তিপূর্ণ ও স্বাধীন দেখতে চায়।হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে কাজী জাফর যে কথাটি ভাবছেন তা হলো এরশাদ মহাজোটকে হুমকি-ধামকি দিচ্ছিলেন আসলে নিজের লাভের জন্য। সে কারণেই এখন নির্বাচনকালীন সরকারে কাজী জাফরের ভাষায়, ‘সাত ভাই চম্পা’ আশ্রয় পেয়েছেন। তাঁর ধারণা, অনেক দিন ধরেই সরকার দেশের তৃতীয় বৃহত্তম দল জাতীয় পার্টিকে দলে টানছিল। মহাজোট ছেড়ে মহাজোটকে লাভবান করতেই এরশাদ ‘গণদাবি’ উপেক্ষা করে নির্বাচনে গেছেন বলে অভিযোগ করেন কাজী জাফর। জাতীয় পার্টির অংশগ্রহণে তাঁর ভাষায় একতরফা নির্বাচন কিছুটা বৈধতা পায়।হাসপাতাল থেকে বেরিয়ে ঠিক কী ‘জিহাদ’ করবেন জানতে চাইলে কাজী জাফর বলেন, ‘আই উইল ফাইট অন।’ কিন্তু তিনি দল ভাঙবেন কি না, তৃণমূলের নেতারা কী করবেন তার কোনো সুস্পষ্ট জবাব দেননি কাজী জাফর। বারবার শুধু ‘সর্বদলীয় সরকারে’ কীভাবে সাত মন্ত্রীকে অন্তর্ভুক্ত করার সমালোচনা করেন। Facebook Twitter Google+ আপনার পছন্দের এলাকার সংবাদ পড়তে চাই বিভাগ ঢাকা চট্ট্রগ্রাম সিলেট বরিশাল রাজশাহী খুলনা রংপুর জেলা জেলা চট্টগ্রাম চাঁদপুর কুমিল্লা কক্সবাজার বান্দরবান খাগড়াছড়ি রাঙামাটি নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী ব্রাহ্মণবাড়িয়া জেলা ঢাকা নরসিংদী নারায়ণগঞ্জ গাজীপুর মুন্সিগঞ্জ মানিকগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ রাজবাড়ী শেরপুর গোপালগঞ্জ জামালপুর শরীয়তপুর নেত্রকোনা মাদারীপুর ফরিদপুর কিশোরগঞ্জ জেলা রংপুর দিনাজপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারী পঞ্চগড় ঠাকুরগাঁও লালমনিরহাট জেলা সিলেট হবিগঞ্জ মৌলভীবাজার সুনামগঞ্জ জেলা বরিশাল বরগুনা ভোলা ঝালকাঠি পটুয়াখালী পিরোজপুর জেলা খুলনা বাগেরহাট চুয়াডাঙ্গা যশোর ঝিনাইদহ কুষ্টিয়া মাগুরা মেহেরপুর নড়াইল সাতক্ষীরা জেলা রাজশাহী নাটোর চাঁপাইনবাবগঞ্জ জয়পুরহাট নওগাঁ বগুড়া পাবনা সিরাজগঞ্জ উপজেলা উপজেলা আনোয়ারা বাঁশখালী বোয়ালখালী চান্দনাইশ ফটিকছড়ি ভূজপূর থানা হাটহাজারী লোহাগড়া মিরসরাই পটিয়া রাঙ্গুনিয়া রাউজান সন্দ্বীপ সাতকানিয়া সীতাকুণ্ড কর্ণফুলী থানা উপজেলা উখিয়া কক্সবাজার সদর কুতুবদিয়া চকরিয়া টেকনাফ মহেশখালী রামু পেকুয়া উপজেলা আলিকদম থানচি নাইক্ষ্যংছড়ি বান্দরবান সদর রুমা রোয়াংছড়ি লামা উপজেলা খাগড়াছড়ি সদর দীঘিনালা পানছড়ি মহালছড়ি মাটিরাঙ্গা মানিকছড়ি রামগড় লক্ষ্মীছড়ি উপজেলা কাউখালী (রাঙ্গামাটি) কাপ্তাই জুরাছড়ি নানিয়ারচর বরকল বাঘাইছড়ি বিলাইছড়ি রাঙামাটি সদর রাজস্থলী লংগদু উপজেলা নোয়াখালী সদর বেগমগঞ্জ চাটখিল কোম্পানীগঞ্জ হাতিয়া সেনবাগ সুবর্ণচর সোনাইমুড়ি কবিরহাট উপজেলা লক্ষ্মীপুর সদর রায়পুর রামগঞ্জ কমলনগর রামগতি উপজেলা ফেনী সদর দাগনভূঁইয়া সোনাগাজী ছাগলনাইয়া পরশুরাম ফুলগাজী উপজেলা বরুরা চান্দিনা দাউদকান্দি লাকসাম ব্রাহ্মণপাড়া বুড়িচং চৌদ্দগ্রাম দেবীদ্বার হোমনা মুরাদনগর লাঙ্গলকোট মেঘনা তিতাস মনোহরগঞ্জ উপজেলা চাঁদপুর সদর কচুয়া হাজীগঞ্জ শাহরাস্তি ফরিদগঞ্জ ফরিদগঞ্জ মতলব দক্ষিণ হাইমচর উপজেলা আশুগঞ্জ আখাউড়া কসবা নবীনগর নাসিরনগর বাঞ্ছারামপুর ব্রাহ্মণবাড়িয়া সদর সরাইল বিজয়নগর উপজেলা রাজধানী ঢাকা ধামরাই দোহার কেরানীগঞ্জ নবাবগঞ্জ সাভার উপজেলা বেলাবো মনোহরদী শিবপুর রায়পুরা পলাশ নরসিংদী সদর উপজেলা নারায়ণগঞ্জ সিটি নারায়ণগঞ্জ সদর বন্দর আড়াইহাজার রূপগঞ্জ সোনারগাঁ উপজেলা গাজীপুর সিটি গাজীপুর সদর কালিয়াকৈর কালীগঞ্জ কাপাসিয়া শ্রীপুর উপজেলা শ্রীনগর সিরাজদীখান লৌহজং টঙ্গিবাড়ী মুন্সিগঞ্জ সদর গজারিয়া উপজেলা মানিকগঞ্জ সদর সিঙ্গাইর শিবালয় সাটুরিয়া হরিরামপুর ঘিওর দৌলতপুর উপজেলা টাঙ্গাইল সদর কালিহাতী ঘাটাইল বাসাইল গোপালপুর মির্জাপুর ভূঞাপুর নাগরপুর মধুপুর সখিপুর দেলদুয়ার ধনবাড়ী উপজেলা ময়মনসিংহ সদর ত্রিশাল গৌরীপুর মুক্তাগাছা ফুলপুর হালুয়াঘাট ভালুকা ফুলবাড়িয়া গফরগাঁও ঈশ্বরগঞ্জ নান্দাইল ধোবাউড়া উপজেলা রাজবাড়ী সদর গোয়ালন্দ পাংশা বালিয়াকান্দি উপজেলা ঝিনাইগাতি নকলা নালিতাবাড়ি শেরপুর সদর শ্রীবর্দি উপজেলা গোপালগঞ্জ সদর মুকসুদপুর কাশিয়ানী কোটালীপাড়া টুঙ্গিপাড়া উপজেলা জামালপুর সদর বকশীগঞ্জ দেওয়ানগঞ্জ ইসলামপুর মাদারগঞ্জ মেলান্দহ সরিষাবাড়ী উপজেলা শরীয়তপুর সদর ডামুড্যা নড়িয়া ভেদরগঞ্জ জানজিরা গোসাইরহাট উপজেলা নেত্রকোনা সদর পূর্বধলা আটপাড়া বারহাট্টা দুর্গাপুর খালিয়াজুড়ি কলমাকান্দা কেন্দুয়া মদন মোহনগঞ্জ উপজেলা মাদারীপুর সদর শিবচর কালকিনী রাজৈর উপজেলা ফরিদপুর সদর বোয়ালমারী আলফাডাঙা মধুখালী ভাঙ্গা নগরকান্দা চর ভদ্রাসন সদরপুর সালথা উপজেলা কিশোরগঞ্জ সদর অষ্টগ্রাম ইটনা করিমগঞ্জ কটিয়াদি কুলিয়ারচর তাড়াইল নিকলী পাকুন্দিয়া বাজিতপুর ভৈরব মিটামইন হোসেনপুর উপজেলা রংপুর সিটি রংপুর সদর বদরগঞ্জ গঙ্গাছড়া কাউনিয়া মিঠাপুকুর পীরগাছা পীরগঞ্জ তারাগঞ্জ উপজেলা বিরামপুর বীরগঞ্জ বোচাগঞ্জ ফুলবাড়ী চিরিরবন্দর ঘোড়াঘাট হাকিমপুর কাহারোল খানসামা দিনাজপুর সদর নবাবগঞ্জ পার্বতীপুর বিরল উপজেলা গাইবান্ধা সদর ফুলছড়ি গোবিন্দগঞ্জ পলাশবাড়ী সাদল্লাপুর সাঘাটা সুন্দরগঞ্জ উপজেলা উলিপুর কুড়িগ্রাম সদর চর রাজীবপুর চিলমারী নাগেশ্বরী ফুলবাড়ী ভুরুঙ্গামারী রাজারহাট রৌমারী উপজেলা নিলফামারী সদর ডোমার ডিমলা জলঢাকা কিশোরগঞ্জ কিশোরগঞ্জ উপজেলা দেবীগঞ্জ তেঁতুলিয়া পঞ্চগড় সদর আটোয়ারী বোদা উপজেলা ঠাকুরগাঁও সদর 1172 বালিয়াডাঙ্গী রানীশংকৈল হরিপুর উপজেলা লালমনিরহাট সদর পাটগ্রাম কালীগঞ্জ হাতিবান্ধা উপজেলা সিলেট সিটি বালাগঞ্জ বিয়ানীবাজার বিশ্বনাথ কোম্পানীগঞ্জ ফেঞ্চুগঞ্জ গোলাপগঞ্জ গোয়াইঘাট জৈন্তাপুর কানাইঘাট সিলেট সদর জকিগঞ্জ দক্ষিণ সুরমা উপজেলা আজমিরিগঞ্জ বানিয়াচং বাহুবল চুনারুঘাট হবিগঞ্জ সদর লাখাই নবীগঞ্জ মাধবপুর উপজেলা বড়লেখা কুলাউড়া রাজানগর কমলগঞ্জ শ্রীমঙ্গল মৌলভীবাজার সদর জুড়ি উপজেলা বিশ্বম্ভরপুর ছাতক দিরাই ধর্মপাশা দোয়ারাবাজার জগন্নাথপুর জামালগঞ্জ তাহিরপুর শাল্লা সুনামগঞ্জ সদর উপজেলা আগৈলঝারা বাকেরগঞ্জ বাবুগঞ্জ বানারিপাড়া গৌরনদী হিজলা বরিশাল সদর মেহেন্দিগঞ্জ মুলাদি উজিরপুর উপজেলা বরগুনা সদর আমতলী পাথরঘাটা বেতাগি বামনা উপজেলা চরফ্যাশন তজমুদ্দিন দৌলতখান বোরহানউদ্দিন ভোলা সদর মনপুরা লালমোহন উপজেলা কাঁঠালিয়া ঝালকাঠি সদর নলছিটি রাজাপুর উপজেলা পটুয়াখালী সদর বাউফল দশমিনা গলাচিপা কলাপাড়া মির্জাগঞ্জ দুমকি রাঙ্গাবালি উপজেলা কাউখালী (পিরোজপুর) নাজিরপুর নেছারাবাদ (স্বরূপকাঠি) পিরোজপুর সদর ভাণ্ডারিয়া মঠবাড়িয়া জিয়ানগর উপজেলা খুলনা সিটি কয়রা ডুমুরিয়া তেরখাদা দাকোপ দীঘলিয়া পাইকগাছা ফুলতলা বটিয়াঘাটা রূপসা উপজেলা কচুয়া (বাগেরহাট) চিতলমারী ফকিরহাট বাগেরহাট সদর মংলা মোরেলগঞ্জ মোল্লাহাট রামপাল শরণখোলা উপজেলা আলমডাঙ্গা চুয়াডাঙ্গা সদর দামুড়হুদা জীবননগর উপজেলা যশোর সদর অভয়নগর কেশবপুর চৌগাছা ঝিকরগাছা বাঘারপাড়া মনিরামপুর শার্শা উপজেলা কালীগঞ্জ (ঝিনাইদহ) কোটচাঁদপুর ঝিনাইদহ সদর মহেশপুর শৈলকূপা হরিণাকুণ্ড উপজেলা কুমারখালী কুষ্টিয়া সদর খোকসা দৌলতপুর ভেড়ামারা মিরপুর উপজেলা মাগুরা সদর মোহাম্মদপুর শালিখা শ্রীপুর উপজেলা গাংনী মেহেরপুর সদর মুজিবনগর উপজেলা নড়াইল সদর লোহাগড়া কালিয়া নড়াগাতি উপজেলা আশাশুনি কলারোয়া কালীগঞ্জ (সাতক্ষীরা) তালা দেবহাটা শ্যামনগর সাতক্ষীরা সদর উপজেলা রাজশাহী সিটি রাজশাহী সদর বাঘা পুঠিয়া পবা বাগমারা তানোর বোয়ালিয়া মোহনপুর চারঘাট গোদাগারী দুর্গাপুর উপজেলা নাটোর সদর বাগাতিপাড়া বরাইগ্রাম গুরুদাসপুর লালপুর সিংড়া উপজেলা চাঁপাইনবাবগঞ্জ সদর গোমস্তাপুর শিবগঞ্জ নাচোল ভোলাহাট উপজেলা পাঁচবিবি কালাই ক্ষেতলাল আক্কেলপুর জয়পুরহাট সদর উপজেলা নওগাঁ সদর পত্নীতলা ধামুরহাট মহাদেবপুর পোরশা সাপাহার বাদলগাছি বাদলগাছি নিয়ামতপুর আত্রাই রানীনগর উপজেলা আদমদিঘী বগুড়া সদর ধুনট ধুপচাঁচিয়া গাবতলী কাহালু নন্দীগ্রাম সারিয়াকান্দি শেরপুর শিবগঞ্জ সোনাতলা সাজাহানপুর উপজেলা আটঘরিয়া ঈশ্বরদী চাটমোহর পাবনা সদর ফরিদপুর বেড়া ভাঙ্গুরা সুজানগর সাঁথিয়া উপজেলা বেলকুচি কামারখন্দ চৌহালি কাজীপুর রায়গঞ্জ শাহজাদপুর সিরাজগঞ্জ সদর তাড়াশ উল্লাপাড়া এরশাদকে পাল্টা বহিষ্কার করলেন কাজী জাফর পাল্টাপ্রতিক্রিয়ায় জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদকে দল থেকে... নির্বাচনে অংশ নিতে চায় বললেও সহিংসতার পথে বিএনপি: জয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, বিএনপি নির্বাচনে অংশ...সর্বশেষপঠিতওর গল্পটা মেসির মতোইএরশাদকে পাল্টা বহিষ্কার করলেন কাজী জাফরগোঁফের মূল্য ৫০ হাজার ডলার!নির্বাচনে অংশ নিতে চায় বললেও সহিংসতার পথে বিএনপি: জয়সেনা মোতায়েনের বিষয়ে ১৩ ডিসেম্বরের পর সিদ্ধান্তসকল সর্বশেষ পাঠকের মন্তব্য ( ১০০ ) Rafi Khan২০১৩-১১-২৮ ১২:২৭ via computer৬৬১৪সাবাস। আমরা আপনার সাথে আছি।Rijvee২০১৩-১১-২৮ ১৩:১৩ via computer১৫০এইসব চিন্হিত ঠকবাজ রাই ফিট । আমরা আমজনতা বেকুব বলেই পা৺চ বছর পর পর এদের কথায় মজে যাই ।Nazmul chowdhury২০১৩-১১-২৮ ১৩:৩৯ via phone১০Can you handle greatest flip flops of all time.নাম প্রকাশে অনিচ্ছুক২০১৩-১১-২৮ ১৩:৫০ via computer৪৮আপনাদের পছন্দে চিনি চোর হাওয়া ভবন মালিক দেশ লুটেরাদের, চরিত্র বদলান, রাজাকার জোট হতে নেত্রীকে মুক্ত করুন - সাপোর্ট দেবে জনগন।J.I. Sohel২০১৩-১১-২৮ ১৩:৫৮ via computer১৫৩এরশাদ সাহেবের সাথে কোন নিতীবান মানুষ থাকতে পারে বলে মনে হয়না। যেই লোক সকালে এক কথা বিকেলে আরেক কথা বলেন, সে আর যাই হোক সুস্থ মষ্তিষ্কের হতে পারে না।M. M. Farhad২০১৩-১১-২৮ ১৪:০০ via computer২২মীর বলে চিহ্নিত হয়েছেন সেদিন এরশাদের কথায় ফিরে যেয়ে। তার সঙ্গীরা ঠিকই গতকাল নতুন দলের ঘোষণা দিয়েছেন নিজেদের অবস্থানে ঠিক থেকে আর জাফর সাহেব তাদের সাথে না যেয়ে এরশাদের সঙ্গেই থাকলেন। কি এমন টোপ দিয়েছিল এই ব্যক্তি? যাই হোক সম্মানের সাথে আগেই বের না হয়ে এখন বহিষ্কৃত। এমন রাজনীতি বিদদের আমরা কিভাবে সমর্থন দিবো?নাম প্রকাশে অনিচ্ছুক২০১৩-১১-২৮ ১৪:০৮ via computer১৪০এরশাদ সবকিছুর পিতৃত্ব দাবি করতে পারেন। কিন্তু জাতীয় পার্টির পিতৃত্ব তিনি দাবি করতে পারেন না। কথাটা বড়ই রহস্য জনক ! সব কিছু খুলে বলেন ভাই ! জাতি শুনতে চায় !Md. Rezaul Karim২০১৩-১১-২৮ ১২:২৫ via computer১১৭৫আমার মনে হয় কাজী জাফর ভুল বকছেন।abu jasim mollah২০১৩-১১-২৮ ১৩:৩৯ via computer৭৩আপনার মত ভুল বকছেন?Mohammad Shah Alam২০১৩-১১-২৮ ১২:২৬ via computer৬৬১৪বর্তমান রাজনৈতিক সহিংসতায় এরশাদের ভুমিকা যেমন গুরুত্বপূর্ণ তেমনি চরমভাবে প্রশ্নবিদ্ধ। কাজী জাফরের বক্তব্যের সাথে সহমত পোষন করে এরশাদের প্রতি অনুরোধ রইল শেখ হাসিনাকে স্বৈরাশাসক হতে সহায়তা করবেন না । জনতার ভাষা বুঝুন ।Mohammad Shahidul Islam২০১৩-১১-২৮ ১৩:৫৭ via computer১৪২হাজার হাজার লাইক আশা করি Mohammad Shah Alam ভাই এর জনন।Ali Osman২০১৩-১১-২৮ ১২:৩১ via computer৪৯৭Go ahead Kazi Jafar.Abu Saleh২০১৩-১১-২৮ ১২:২৮ via computer৫৩১১এই বার মনে হয় এরশাদের দিন শেষ।নাম প্রকাশে অনিচ্ছুক২০১৩-১১-২৮ ১৩:৩৯ via computer৬৭বাঁশের চেয়ে কি কঞ্চি বড় ?Mahbub২০১৩-১১-২৮ ১২:৩৩ via computer১২৪৩জাফর সাহেব হাসপাতালে থাকার কারনেতো আপনি পেছনে পরে গেলেন! তারাতারি মেডামের কর্মসূচিতে যোগ দিন! এরশাদ যদি ১৮ দলীয় জোটে যেত তাহলে নজিরবিহীন কিছুই হতোনা, তাইনা?নাম প্রকাশে অনিচ্ছুক২০১৩-১১-২৮ ১২:২৯ via computer১৪৫৯প্রশ্ন: কাজী আর মীর এর মধ্যে তফাৎ কত ? উ : ১৮৫৭ থেকে ২০০৩।নাম প্রকাশে অনিচ্ছুক২০১৩-১১-২৮ ১৩:১৫ via computer৪৩০চমৎকার বলেছেন।faruq২০১৩-১১-২৮ ১৩:৪৩ via computer২৩just deference 256 years other all character same . since last he took facility from ershad now when he neglect by ershad ,he will take facility from BNP .M. M. Farhad২০১৩-১১-২৮ ১৪:০০ via computer২২মীর বলে চিহ্নিত হয়েছেন সেদিন এরশাদের কথায় ফিরে যেয়ে। তার সঙ্গীরা ঠিকই গতকাল নতুন দলের ঘোষণা দিয়েছেন নিজেদের অবস্থানে ঠিক থেকে আর জাফর সাহেব তাদের সাথে না যেয়ে এরশাদের সঙ্গেই থাকলেন। কি এমন টোপ দিয়েছিল এই ব্যক্তি? যাই হোক সম্মানের সাথে আগেই বের না হয়ে এখন বহিষ্কৃত। এমন রাজনীতি বিদদের আমরা কিভাবে সমর্থন দিবো?Halim২০১৩-১১-২৮ ১২:৩৪ via computer১০৪৩জনাবকে মনে হয় মন্তি দিলে সমস্যা হতো না।নাম প্রকাশে অনিচ্ছুক২০১৩-১১-২৮ ১৩:১৭ via computer১০৫He was the prime minister. So, not relevant.R RAHMAN CHOWDHURY২০১৩-১১-২৮ ১২:৩৫ via phone৪১৪Like Father like Son!দেবপ্রিয় দেব, লন্ডন২০১৩-১১-২৮ ১২:৩৫ via computer২৭১৫@ জনাব কাজী জাফর আহমদ এরশাদ সাহেব ডিগবাজি দেন তা সবাই জানেন এবং দেখেছেন। উনার চারপাশে থেকে আপনারাও কম ডিগবাজি দেননি। নিজের অতীতের দিকেও একবার চোখ বুলিয়ে নিন।hassan২০১৩-১১-২৮ ১৪:১৩ via computer৩৭আসলে উনাকে ministration এ রাখা হয়নি। সেইজনন জাফর সাহেবের খোব।MONIR২০১৩-১১-২৮ ১২:৩৬ via computer১০১০শেখ মজিব দিয়ে আওয়ামীলীগ, জিয়া দিয়ে বি এন পি, এরশাদ দিয়ে জাতীয় পাটি, now my question also who is kazi zafor? peoples never remember him ever after his death .নাম প্রকাশে অনিচ্ছুক২০১৩-১১-২৮ ১৩:৫৫ via computer৩৫Kazi Zafor is চিনি Zafor...মুহাম্মদ বুলবুল(কারা ইসলামের বিধানকে মৌলবাদ বলে,কারা আমায় মৌলবাদি বলে গালি দেয়)২০১৩-১১-২৮ ১২:৩৬ via phone১৪৫এই টাইপের মানুষে দেশটা ভরে গেছে।MM Nuruzzaman২০১৩-১১-২৮ ১২:৩৭ via tablet৩২৪এরশাদ কে নিয়ে নাড়া চাড়া করে আর দুর্গন্ধ ছড়ায়েন না ।নাম প্রকাশে অনিচ্ছুক২০১৩-১১-২৮ ১২:৩৫ via computer১৪৪০কাজি জাফর কত পেলেন বিএনপির কাছ থেকে? আপনার নাম তো দেশের ৫% মানুষও জানে না।jamal২০১৩-১১-২৮ ১২:৩৯ via computer১৭৬go ahead insa Allah you will successmeherab২০১৩-১১-২৮ ১২:৩৬ via computer১৯৪কাজী জাফর আসলেই জাতীয় পার্টির জন্য তেমন কিছু না। আমাদের রাজ ৈতিক দলগুলোতে দলিয় প্রধান যা চান তাই হয়। যেমন বি এন পি তে মান্নান ভুইয়ার মতো নেতারা কিছু না। কাজেই আমি মনে করি কাজী জাফর সাহেব কিছুই করতে পারবেন না। শুধু মাঝখান থেকে বকবক করবে আর কিছুদিন মিডিয়ার খোরাক যোগাবে বইকি।নাম প্রকাশে অনিচ্ছুক২০১৩-১১-২৮ ১২:৩৮ via computer৯৮Jafor will increase the price of sugar.md monir uddin২০১৩-১১-২৮ ১২:৩৮ via computer২৯১০এরশাদের বিরুদ্ধে রুখে দারান।নাম প্রকাশে অনিচ্ছুক২০১৩-১১-২৮ ১৩:৪২ via computer৪৬এরশাদ কার বাড়া ভাতে ছাই দিছে ?নাম প্রকাশে অনিচ্ছুক২০১৩-১১-২৮ ১৩:৪৬ via computer৪৬রাজাকার জোট নেত্রীর বিরুদ্ধে ১৬ কোটি জনতা।Hasin২০১৩-১১-২৮ ১২:৪২ via computer১৬৪যাক, ইটস বেটার লেট দ্যান নেভার..মজিদ ( মন্তব্য করে এবং পড়ে মজা পাই। ইহার কোন ভ্যালু নাই। )২০১৩-১১-২৮ ১২:৪৪ via computer১৮২ল্যাও ঠ্যালা। আবার নতুন খেলা।নাম প্রকাশে অনিচ্ছুক২০১৩-১১-২৮ ১২:৪৪ via computer১৬১২এরশাদের জাতীয় পার্টি আছে বলেই কাজী জাফর সাহেবের রাজনৈতিক পরিচয়ে এখনও টিকে আছে। ওখান থেকে বের হলে আর একজন এরশাদ তিনি পাবেন কোথায় ? বাংলাদেশ তো দূরের কথা তার সেই নিজ এলাকা চৌদ্দগ্রামেও কী কোন পাত্তা কী আছে?নাম প্রকাশে অনিচ্ছুক২০১৩-১১-২৮ ১৩:২০ via computer৮১৫কাজী জাফর তো নিজের জন্য এইটা করবেন না ! করবেন জামাত- বিএনপির জন্য!নাম প্রকাশে অনিচ্ছুক২০১৩-১১-২৮ ১৩:২৫ via computer৩২গত বার জামানত বাজেয়াপত হোাসিলShuman২০১৩-১১-২৮ ১২:৪২ via computer১২১৭চিনি জাফর এখন খবর ...হাই রে বাংলাদেশ।FOHAD২০১৩-১১-২৮ ১২:৪৭ via computer১১২৯এই চিনি জাফর তার এলাকা কুমিল্লার ১৪ গ্রামের ইউনিয়ন পরিষদের একজন মেম্বার হবার ভোটও নাই।নাম প্রকাশে অনিচ্ছুক২০১৩-১১-২৮ ১২:৪৭ via computer১১১৯কাজী জাফর, অনেক অনেক নীতি কথা বলছেন এখন ! আপনিও একসময় মন্ত্রী ছিলেন এবং আপনার নামে দুর্নীতিও আছে! সেইজন্য সবাই আপনাকে চিনিজাফর নামে চিনে! অন্যের নীতি নিয়ে কথা বলার আগে অবশ্যই নিজের নীতি ঠিক করতে হবে। যদি আপনার নীতি ঠিক থাকে তাহলে আপনিও বলুন জামাত- বিএনপির সাথে জোটবদ্ধ হবেন না।zahiruddin mahmud২০১৩-১১-২৮ ১২:৪৫ via computer১৩১১কাজী জাফর এর সমগ্র রাজনৈতিক জীবন পর্যালোচনা করলে দুটি বিষয় একটি হলো সুবিধাবাদীতা অপরটি অসততা। ১৯৮০র দশকে এরশাদ বিরোধী আন্দোলন করতে করতে হঠাত তার মন্ত্রীসভায় যোগ দিয়েছিলেন । ইতিপূর্বে এরশাদকে ত্যাগ করেছিলেন । পরে লেজ গুটিয়ে আবার দলে ফিরেছে । এবার কী করে দেখা যাক ।নাম প্রকাশে অনিচ্ছুক২০১৩-১১-২৮ ১৩:২২ via computer৬৭ভাই এইসব কথা বলতে নেই, তাহলে সুশীল সমাজ দুঃখ পাবে! প্রথম আলোর পাঠকবৃন্দ ও কষ্ট পাবে।Khondker Azad২০১৩-১১-২৮ ১২:৪৭ via computer৯৪Go aheadআনিসুর রহমান২০১৩-১১-২৮ ১২:৫৪ via computer১৪৪এরশাদের আমলনামার পুরোটাই দুর্গন্ধময়।Hassan Mahmud২০১৩-১১-২৮ ১২:৫৫ via computer৬২Thanks Kazi Zafor.everyone try to avoid his path.. As like as national hero Kazi Zafor..Abdullah Al Zahid২০১৩-১১-২৮ ১২:৫৬ via computer১০১আজব এক দেশ !!নাম প্রকাশে অনিচ্ছুক২০১৩-১১-২৮ ১২:৫২ via phone১১১৪এরশাদ বুঝতে পেরেছেন চিনি বেশি খেলে ডায়াবেটিস হয় এজন্য কাজি জাফর কে ছেড়ে দিয়েছেন।nazrul islam২০১৩-১১-২৮ ১২:৫৬ via tablet১২১এতদিন এরশাদের সেবা করে এখন বুঝতে পারছেন এরশাদ কত খারাপ। যাইহোক কথা গুলি কেন জানি খুব মিষ্টি লাগছে । এখন গঠন করে ফেলুন জাতীয় পার্টি (চিনি) ।Arif২০১৩-১১-২৮ ১২:৫৬ via computer১১৭Kaji jafar - go aheadsarwar২০১৩-১১-২৮ ১২:৫২ via computer৪১এরশাদ জাতীয় পার্টির পিতৃত্ব দাবি করতে পারেন না, তবে অাবার যদি একক ভাবে ক্ষমতায় অাসতে পারে এ হতভাগ্য জািতর পিতৃত্ব দাবি করতে পারেন!!!নাম প্রকাশে অনিচ্ছুক২০১৩-১১-২৮ ১২:৫৭ via computer১৬৯বাস্তবতা হচ্ছে এরশাদ এখনও জাতীয় পার্টির প্রথম এবং শেষ কথা।জাফর সাহেব কিছু করতে পারবেন বলে মনে হয় না।Mahadi২০১৩-১১-২৮ ১২:৫৯ via computer৯৪এরশাদের ডিগবাজি রাজনীতির কবর রচিত হোকসুমন ।।।।। মতলব,চাদপুর ।২০১৩-১১-২৮ ১৩:০০ via computer১১৪আগে ছিল জাতীয় পার্টি তিন ভাগ, এখন হবে চার ভাগ ।নাম প্রকাশে অনিচ্ছুক২০১৩-১১-২৮ ১২:৫৮ via computer১৫২কাজী জাফর সাহেব আপনার ইতিহাস ঘাটলে এরকম ডিগবাজি এবং বিশ্বাসঘাতকতার অনেক নজির পাওয়া যাবে। জাতীয় পার্টি মানে তো আপনার মত কিছু সুবিধাবাদি, ডিগবাজি, বিশ্বাসঘাতক এবং স্বাধীনতাবিরোধী রাজনৈতিক নেতার দল। আর সেই দলের চেয়ারপারসন হিসেবে এরসাদের তো এমনটি হওয়ার কথা কারন আপনারা তার উপদেষ্টা আর এসব জিনিষ আপনারাই এতদিন এরসাদ কে শিখিয়ে দক্ষ করে গড়ে তুলেছেন একজন মিলিটারি জেনারেল থেকে রাজনৈতিক জেনারেলে। এরসাদ এবং জাতীয় পার্টি সবসময় তাই করে এসেছে এতো নুতুন কিছু না, কিন্তু লেনদেনের ক্ষেত্রে আপনার ভাগে এবার কিছু জুটলোনা দেখে আপনার এতো আক্ষেপ। ইতিহাস বড় নির্মম।asif২০১৩-১১-২৮ ১৩:০৪ via phone১০৫এখনই সেরা সময় এরশাদকে কোণ ঠাসা করার জন্য।Rasel Mahmud২০১৩-১১-২৮ ১৩:০১ via computer১১৩কাজী জাফর কে চটিয়ে এরশাদ বড় করলেন। এরশাদের হাঁড়ির খবর ফাঁস করে দেবেন কাজী সাহেব।makshud ur rahman২০১৩-১১-২৮ ১৩:০৫ via phone১১৫এই ভিনদেশীয় চক্রান্ত থেকে আমাদের সাবধান থাকতে হবে । কাজী জাফর এগিয়ে আসো সার্পোট দেবে জনগণ । চৌদ্দগ্রাম,কুমিল্লা বাসির পক্ষ থেকে তোমায় অগ্রিম শুভেচ্ছা ।নাম প্রকাশে অনিচ্ছুক২০১৩-১১-২৮ ১৩:০১ via computer৩১৪প্রথম আলো কত্রিপক্ষকে অনুরোধ করব আপনারা কাউকে ব্যঙ্গ করে কোন কার্টুন প্রকাশ করবেন না। কারণ আমি মনে করি প্রথম আলো খুব ভালো সংবাদ পত্র। এখানে খারাপ কিছু থাক এটা ঠিক না।Rubina Akter২০১৩-১১-২৮ ১৪:০৩ via computer৪১ব্যাঙ্গ কার্টুন জনপ্রিয় করার জন্য প্রথম আলো ধন্যবাদ পাওয়ার যোগ্য।তন্ময়২০১৩-১১-২৮ ১৩:০৬ via computer১২০এরশাদ কিভাবে আমাদের সুশৃংখল সেনাবাহিনীর সেনাপতি ছিলেন? সেটাই আর্শ্চযজনক! যে ব্যক্তির কোন নীতি-নৈতিকতা বা দায়িত্বজ্ঞান বলতে কিছু নেই! ধাপ্পাবাজি করতে যার একসেকেন্ড সময়ও লাগেনা!নাম প্রকাশে অনিচ্ছুক২০১৩-১১-২৮ ১৩:০৭ via computer৮১Go ahead.sams২০১৩-১১-২৮ ১৩:০৫ via computer৭৩এরশাদের রাজনৈতিক চরিত্র যদি ভালো হত...তাহলে ৯০ এর পরে এই ২৪ বছরে আওয়ামিলিগ-বিএনপির বাইরে অবশ্যয় একবার একা ক্ষমতায় আসত জাতীয় পার্টি... কিন্তু পারে নাই পারবেও না, যতদিন এরশাদ প্রধান হয়ে থাকবেন জাতীয় পার্টির... কাজী জাফর এগিয়ে চলুন...ATAUR RAHMAN২০১৩-১১-২৮ ১৩:০৯ via computer৩৩কাজী জাফরের চেহারা সুরত দেখে মনে হয়েছে যে কোন সময় উপারের ডাক চলে আসতে পারে। তাই আমার মনে হয় এই হিংসা প্রতিহিংসার রাজনীতি ছেড়ে ওপারে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া।Rijvee২০১৩-১১-২৮ ১৩:১১ via computer৪১এইসব চিন্হিত ঠকবাজ রাই ফিট । আমরা আমজনতা বেকুব বলেই পা৺চ বছর পর পর এদের কথায় মজে যাই ।নাম প্রকাশে অনিচ্ছুক২০১৩-১১-২৮ ১৩:১১ via computer৫০মাশসাল্লাহ , কার্টুন যা একখান হইছে !!! ওরে কেউ আমারে ধর !!Sohel Rahman২০১৩-১১-২৮ ১৩:০৮ via computer৫২চিনি জাফর নাকি ? জাফর সাহেবের চিনি কেলেংকারি এরশাদের পতনে বিশেষ রাখে ।S,M,Belaet Hossain২০১৩-১১-২৮ ১৩:১২ via computer৪৩কাজী জাফর আহমদ কি জিহাদ বুঝেন। আগে নামেন পরে বুঝবেন। কত ধানে কত চাল।Shepahi Aziz২০১৩-১১-২৮ ১৩:১৩ via computer৩২Go ahead Mr. Jaffor this is best time to bring JP on proper political track.Ahmed Faruque Hasan২০১৩-১১-২৮ ১৩:১৪ via computer২২I think it is better to join BNP for you if they give you a chance! You cant do anything of Ershad. What we are seeing for last decades, those who were trying to break the root they vanished.md monir uddin২০১৩-১১-২৮ ১৩:১০ via computer২২লোভী এরশাদের বিরুদ্ধে রুখে দারান।দেবপ্রিয় দেব, লন্ডন২০১৩-১১-২৮ ১৩:১৫ via computer৩০ঘাস নিয়ে মারামারি :-- ছাগল আর গরু ঘাস নিয়ে মারামারি আজ করে শুরু। গরু খায় বেশি ঘাস এই বলে ছাগলে কাড়াকাড়ি চলে দেখে তালি মারে পাগলে। শিয়াল আর বানরেরা তামাশাটা দেখে যায় ঝগড়ার মহড়ায় বিড়ালের ক্ষিদে নাই। কার ঘাস খায় কে বিষয়টা বুঝা দায় তৃণ বলে বসুমতি কেন বুকে দিলে ঠাই?faysal২০১৩-১১-২৮ ১৩:১২ via computer৬৩জাতীয় পার্টি এখন আর কোন রাজনৈতিক দল নয় এরা আওমীলীগের একটি অঙ্গসংঘঠন মাত্র। এর বর্তমান নাম দেয়া দরকার জাতীয়লীগ পার্টি।sheikh shahed hossain২০১৩-১১-২৮ ১৩:১৯ via computer০৩শহীদ হলে জান্নাত নয়, সোজা কাসিমপুর!!shadeen২০১৩-১১-২৮ ১৩:১৬ via computer৩২মীর জাফর কি এখন শুশীলদের কাছে ধোয়া তুলসিপাতা হয়ে গেল ??MOON২০১৩-১১-২৮ ১৩:২০ via computer৪২অাসুন সবাই মিলে এরশাদকে অার একবার না বলি।নাম প্রকাশে অনিচ্ছুক২০১৩-১১-২৮ ১৩:২৬ via computer২২চিনির কেজি কত করে ? এক কেজিতে কয়টা চিনি পাওয়া যায় ? চিনি দিয়ে কি জিহাদ হয় ? কাজী জাফর এর নাম চিনি জাফর হল কেন ? ওনি কি সবসময় চিনি নিয়ে ঘুরেন ? ওনি কি সবাইকে চিনি খাওয়াতে চান ? চিনির উপকারিতা কি কি ? বেশি চিনি খেলে কি কি ক্ষতি হয় শরীরীরে ?Shepahi Aziz২০১৩-১১-২৮ ১৩:২৬ via computer২০10th Dual Hijja has passed. Is it the preparation of next 10th Dual Hijja?fotik (ভাদারা গাধার মত চ‌্যাঁচাবেন না প্লিজ)২০১৩-১১-২৮ ১৩:২২ via computer৩১এরশাদ বর্তমানে জাতীয় পার্টির চেয়ারম্যান হতে পারে, কিন্তু এই দলের ফাউণ্ডার তাকে বলা যায় না। সরকার পরিবর্তন হলে কাজী জাফর মামলা করলে এরশাদ জাতীয় পার্টি দলটাই হারিয়ে ফেলতে পারে..mirza galib২০১৩-১১-২৮ ১৩:২৮ via computer১০Thanks Shishir Vhai for the real cartoon!! Great job done.Abu Taher২০১৩-১১-২৮ ১৩:৩০ via computer৩১Just wait and see . Kazi Zafar will open the panduras box of Ershad !Aslam Bhai২০১৩-১১-২৮ ১৩:২৭ via computer২১খুব সহজ অংক, আমার ২য় শ্রেণী পড়ুয়া মেয়েও পারবে- ১০৯+১=১১০M.N. Hasan Babu২০১৩-১১-২৮ ১৩:৩২ via computer১২ডেগচির চাইতে ঢাকনা গরম।বাবুল করিম২০১৩-১১-২৮ ১৩:৩২ via computer৪২‘ভিনদেশের’ চাপে পড়ে এরশাদ ‘তথাকথিত সর্বদলীয়’ সরকারে যোগ দিয়েছেন। অর্থ ও ভিনদেশি একটি রাষ্ট্রের চাপে ১৮০ ডিগ্রি ঘুরে গেছেন এরশাদ।- ১০০% সত্য।মেহেদী হাসান২০১৩-১১-২৮ ১৩:৩৩ via computer২১সাবাসনাম প্রকাশে অনিচ্ছুক২০১৩-১১-২৮ ১৩:৩৫ via computer২৩কাজী জাফর খেই হারিয়ে ফেলেছে ।নাম প্রকাশে অনিচ্ছুক২০১৩-১১-২৮ ১৩:৩৯ via computer২১আরও কত খেলা যে বাকি আছে কে জানে ? তবে ইতিহাস বলে সুবিধাবাদিদের জনগন পছন্দ করে না্ ।Rezaul২০১৩-১১-২৮ ১৩:৩৭ via computer২২কাজী জাফর সাহেব মূল থেকে একবার বহিষ্কিত হলে তার কোন মূল্য থাকে না ।Shafique (shafiepz@yahoo)২০১৩-১১-২৮ ১৩:৫০ via computer৩৩কাজী জাফর সাহেব যা বলছেন তা কি বুঝে বলছেন নাকি না বুঝে বলছেন ?? আপনি বলেছেন যে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বর্ষীয়ান রাজনীতিবিদ কাজী জাফর আহমদ বলেছেন, এরশাদ জাতীয় পার্টির পিতৃত্ব দাবি করতে পারেন না। তাহলে কে পিতৃত্ব দাবী করবে ?? ছাওার সাহেবের মাথায় তো এরশাদ সাহেবেই রাইফেলের নল ঠেকিয়ে রাষ্ট্র ক্ষমতা ছিনিয়ে নিয়েছিল। এরপর একটি অবৈধ সন্তান পয়দা করলো যার নাম জাতীয় পার্টি। এ যুক্তিতে এরশাদই হলেন এ দলের পিতা। যেমনি করে জিয়াউর রহমান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আবু সাদাত এস এম সায়েমের মাথায় রাইফেলের নল ঠেকিয়ে রাষ্ট্র ক্ষমতা দখলের পর রমনা রেস্তোরাঁর অপারেশন টেবিলে ডা বি চৌধুরীর সহযোগিতায় সিজারিং অপারেশন করে বিএনপি-এর পয়দা হয়েছে। তাই বিএনপির জন্মদাতা যেমন জিয়াউর রহমান- অনুরুপ জাতীয় পার্টির জন্মদাতা হলেন এরশাদ। তাতে কোন সন্দেহ নেই এবং থাকতে পারে না। ধন্যবাদ।নাম প্রকাশে অনিচ্ছুক২০১৩-১১-২৮ ১৩:৫২ via computer২০জাফর সাহেব আপনি হ. ম. েরশাদ কে বহিশকার করুন তা হলে জমবে ভাল .Milsha২০১৩-১১-২৮ ১৩:৫৩ via computer০২Kazi Zafar is a spent force in politics. He is just trying to have a good position in BNP or its alliance.jakir hussain২০১৩-১১-২৮ ১৩:৫৯ via computer৫০আচ্ছা, কার্টুনে যে নাদুস নুদুস বলদটা দেখা যায়, সেটার দাম কত হতে পারে ?আলমগীর হোসেন২০১৩-১১-২৮ ১৪:০৩ via computer১২চিনি চোর করবে জিহাদ?jakir hussain২০১৩-১১-২৮ ১৪:০৫ via computer১৩এরশাদ বলেন, ‘হোয়াট হি সে, ডাজ নট ম্যাটার। হোয়াট আই সে, ম্যাটারস। হু ইজ কাজী জাফর? আই এম দি ফাদার অফ জাতীয় পার্টি? - বাট আই সে, ইউ আর ফাদার অফ করাপশন, ফাদার অফ ডিকটেটর, এন্ড ফাদার অফ পাল্টিবাজ অল স ! ইউ আর নাথিং , দেট ইজ ম্যাটার ! এ বিগ বলদ অফ এ লেডি , দেট ইজ ট্রু !MANOSH MONDAL২০১৩-১১-২৮ ১৪:০৫ via phone০২এটা কী করলেন ! চাচা আর ক দিনই বা রজত্ব করতেন একটু ভাবলেন না ! ইস !!!!!Jony২০১৩-১১-২৮ ১৪:০৫ via phone০২প্রথম আলোর নিকট অনুরোধ রইলো এই বিষয়ে একটি সাক্ষাৎকার নিতে যে, ক্ষমতায় গেলে খালেদা জিয়া সাজাপ্রাপ্ত ও বিচারাধীন যুদ্ধাপরাধীদের ব্যাপারে কি পদক্ষেপ নিবে তা জাতিকে জানানোর জন্য। যাতে দেশের জনগণ নির্বাচনের আগেই সঠিক সিদ্ধান্ত নিতে পারে। কারণ, ক্ষমতায় যেই যাক রাজাকারদের বিচার ও শাস্তির ব্যাপারে জাতি একমত। এ নিয়ে কারো সাথে কোন আপোষ নাই! নাই!! নাই!!!!আরেফিন২০১৩-১১-২৮ ১৪:০৭ via computer৪২এক পাপীর ভুলের সুযোগে আরেক পাপী নায়ক হয়ে যায়। এরশাদের ডিগবাজির ফলাফল কাজী জাফরের ইমেজ পুনরুদ্ধার। অথচ এই লোকটা একসময় বাম দল (ন্যাপ-ভাসানী) করত। সেখান থেকে আরেকটি বাম দল হয়ে প্রথম সুযোগ পাওয়া মাত্র বাম আদর্শ ত্যাগ করে ১৯৭৫এ যোগ দেয় বিএনপিতে; মন্ত্রীও হয়। তারপর আবারো সরকার বদলানোর সাথে সাথে ১৯৮২তে গেলো জাতীয় পার্টিতে। তিনি প্রধানমন্ত্রী থাকাকালে স্বৈরাচার বিরোধী আন্দোলনে কত মানুষ শহীদ হল তা বলার অপেক্ষা রাখে না। এমনকি চিনি চোর নামেও তিনি প্রসিদ্ধ ছিলেন। অথচ আজ তিনি নীতি, গণতন্ত্র ইত্যাদি বলে চিৎকার করছেন। ডিগবাজি মাস্টার হয়ে ডিগবাজি বিরোধী কথা বলছেন। এটাই আমাদের রাজনীতির সংস্কৃতি। আমরা সব ভুলে যাই। যেমন, জামায়াত এখন দেশের অন্যতম শক্তি কারণ আমরা একাত্তুর ভুলে গেছি। চার দলীয় জোটের সময় কিবরিয়া-আহসানুল্লাহ মাস্টার হত্যা, জেএমবি, একুশে আগস্ট ভুলে গেছি মহাজোটের অপকর্মে। তেমনি পরে যখন আবার বিএনপি আ এরশাদকে পাল্টা বহিষ্কার করলেন কাজী জাফর রাজশাহীতে রোববার আধাবেলার হরতাল
Posted on: Thu, 28 Nov 2013 09:40:06 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015