by Ragib Hasan বাঙালিকে "ভেতো" - TopicsExpress



          

by Ragib Hasan বাঙালিকে "ভেতো" উপাধি দিয়ে ঘরে বসিয়ে রাখার চক্রান্তকে নানা বীর বাঙালি বস লোকজন নস্যাত করেছেন যুগে যুগে। জাতীয় হিরো মাসুদ রানা তো আছেনই, আর বাস্তবে হালের তারেক অনুও তো আছেন, কিন্তু সেই উনবিংশ শতকেই একজন বাঙালি দেশে বিদেশে এডভেঞ্চারে, অভিযানে নিজের বীরত্বের স্বাক্ষর রেখে গেছিলেন। তিনি কর্নেল সুরেশ বিশ্বাস। সত্যজিত রায়ের ফেলুদার গল্পে কর্নেল বিশ্বাসের কথা পড়েছিলাম প্রথম। খুব বেশি তথ্য না পেলেও গতবছর একটা নিবন্ধে অনেক ইন্টারেস্টিং তথ্য পেয়েছি। ১৮৬১ সালে জন্মানো রবীন্দ্রনাথের সময়সাময়িক ডানপিটে ছেলে সুরেশের কৈশোর কেটেছে শিকারে, বাঘ ভালুকের সাথে লড়াই করে, বা কলকাতার ময়দানে ব্রিটিশ সৈন্যদের সাথে মারপিট করে। কলেজ পাস করেই বার্মার রেঙ্গুনে পালিয়ে যান। সেখানে অগ্নিকাণ্ড হতে এক তরুণীকে উদ্ধার করেন, সে প্রেমে পড়ে সুরেশের। কিন্তু মাসুদ রানার মতোই সুরেশ সবাইকে কাছে টানেন, কিন্তু বাঁধনে জড়ান না, তাই ১৭ বছর বয়সে চলে যান লন্ডনে, ইস্ট এন্ডে হয় আস্তানা। কাজ শুরু করেন সার্কাসে, রিংমাস্টার হিসাবে কাজ করেন, খ্যাতি ছড়ায়। জার্মান এক কিশোরীর প্রেমে পড়েন, কয়দিন পরে জার্মানি সফরের সময় সেই কিশোরীর খোঁজে পালিয়ে যান সার্কাস থেকে। কিন্তু সেই কিশোরীর চৌধুরী সাহেব মার্কা পরিবারের ওমরেশপুরি মার্কা আত্মীয়স্বজনের ধাওয়া খেয়ে আমেরিকায় চলে যান ১৮৮৫ সালে। আর সেখান থেকে চলে যান ব্রাজিলে, বিয়ে করে সংসার পাতেন। ব্রাজিলে তিনিই প্রথম বাঙালি। এর পরেই শুরু হয় সুরেশের আরো অনেক এডভেঞ্চার। সার্কাসের কাজে খ্যাতি ছড়ালেও ২ বছরের মাথায় ব্রাজিলের সেনাবাহিনীতে কর্পোরাল পদে যোগ দেন, কিন্তু যোগ্যতার বলে দ্রুত অফিসার পদে পদোন্নতি পান, প্রথমে লেফটেন্যান্ট, পরে হন কর্নেল। নানা যুদ্ধ ও বিদ্রোহ দমনে সাফল্যের সাথে জয়ী হন, বীর যোদ্ধা হিসাবে সুরেশ বিশ্বাসের খ্যাতি ছড়িয়ে পড়ে পুরা ব্রাজিলেই। রিও ডি জেনেইরোর সমাজে তিনি স্থান করে নেন গণ্যমান্যদের মাঝে। ১৯০৫ সালে মাত্র ৪৫ বছর বয়সে সেকালের এই মাসুদ রানা-সম এডভেঞ্চারারের মৃত্যু ঘটে। #বীরবাঙালি #history #bengal #ColonelSureshBiswas No one remembers the colonel BRIEF LIVES Colonel Suresh Biswas Now that the year is drawing to a close, it seems safe to reveal that the nostalgia industry in Bengal has missed at least one sesquicentennial. And perhaps fittingly so, for it would have been a presumption to suddenly remember a man whom Bengal has so thoroughly ignored and forgotten. Nevertheless, let it be recorded that this year is also the 150th birth anniversary of Colonel Suresh Biswas (1861-1905) of the Brazilian Army, explorer, circus-trainer and gentleman of fortune. There have been no accounts of Suresh Biswas’s life for over a hundred years. His first biography, H. Dutt’s Lieut. Suresh Biswas: His Life and Adventures, came out in 1899. In 1909, Upendrakrishna Bandyopadhyay, a family friend, wrote a biography called Colonel Suresh Biswas, which was published by Gurduas Chattopadhyay for the Bengal Medical Library. This biography was appended by seven letters the colonel wrote to his uncle and remains the most authoritative source of information on this extraordinary man. Born in Nadia district of Bengal, Suresh spent a wild childhood, fighting feral cats and dogs, joining in hunts, and risking life and limb in every conceivable way. He brawled with British soldiers on Calcutta’s Maidan, but also became close to his missionary teachers at the London Mission College in Bhowanipore, and left home after turning Christian at the age of 14. Despite the efforts of the college principal, he failed to hold down a steady job. After a brief spell at Calcutta’s Spence’s hotel as a kind of tourist guide, Suresh decided to stow away on a ship for Rangoon. This was to be the beginning of 40 years of non-stop globetrotting and swashbuckling. In Rangoon, Suresh rescued a woman from fire, and she became the first in a long line of women to fall in love with Suresh. But failing to find any work in Burma, he once again took ship and reached London, all of 17 years of age. Suresh slummed it out in the East End, working as porter and newspaper seller by day, and warding off murderous attacks at night. Writing with remarkable frankness, Upendrakrishna describes how Suresh had gone drinking in a pub and woke up in his room with a beastly hangover and two women in his bed. The trio kept drinking until Suresh ran out of his last penny. Eventually it was in Kent that Suresh found steady employment, in a travelling circus. Thanks to his gymnastic ability and his ease with animals, his acts became an instant hit. During this time, he fell in love with a 14-year old German girl in the same circus, but in a twist straight out of Bollywood, it was revealed from a newspaper advertisement that she was the runaway daughter of a German nobleman whose wife was dying. The tearful fraulein then returned to Germany. Several years later, when the circus was touring Germany, Suresh ran into her again in a shop. Their love-affair resumed, but irate family members hounded Suresh out of the country and he found himself in the United States in 1885. The next 20 years of Suresh’s life are even more remarkable, but we know relatively little about them. Continuing to work in the circus, Suresh became the first Bengali to set foot in Brazil. There, he lectured in Portuguese when not performing feats of valour at the circus. Enchanted by the beauty of Brazil, he decided to settle there and married the daughter of a local physician. In 1887, he joined the Brazilian army as corporal and rose swiftly through the ranks. The monarchy was overthrown in 1889, but Suresh became a lieutenant in 1893 and was instrumental in quelling the Brazilian Naval Revolt the following year. His exploits at the Battle of Niteroi made him an instant hero, and he became a pillar of Rio de Janeiro society. The news of his death in 1905 reached Bengal two years later. It is not possible for ‘Brief Lives’ to do justice to his memory. The world awaits his definitive biography. telegraphindia/1111218/jsp/calcutta/story_14894985.jsp#.Uc6v3NjLKgN
Posted on: Sat, 29 Jun 2013 10:03:40 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015