copy..... শাফিউল আহমেদ - TopicsExpress



          

copy..... শাফিউল আহমেদ রিফাত। মির্জাপুর ক্যাডেট কলেজের এক্স ক্যাডেট (০৭ - ১৩) ও আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজের ২য় বর্ষের মেধাবী এই ছাত্র, সদা হাস্যোজ্জ্বল আমাদের এই বড় ভাইটা জটিল ও দূরারোগ্য Chronic Kidney Disease (CKD) - Stage 5 আক্রান্ত হয়ে বর্তমানে বারিধারার ইউনাইটেড হাসপাতালের HDU তে শয্যাশায়ী। সহজ ভাষায় বলতে গেলে তার দুটো কিডনীই নষ্ট হয়ে গেছে (Renal Shutdown) এবং এর একমাত্র চিকিৎসা হল জরুরীভিত্তিতে কিডনী ট্রান্সপ্ল্যান্ট করা। আর সিঙ্গাপুরে ট্রান্সপ্ল্যান্টের খরচ বাবদ প্রায় ৬৫০০০০০ (পঁয়ষট্টি লক্ষ) টাকার প্রয়োজন। কিন্তু এই বিশাল অঙ্কের টাকা জোগাড় করা রিফাত ভাইয়ার অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা বাবার পক্ষে প্রায় অসম্ভব যিনি ইতোমধ্যেই ছেলের চিকিৎসার পেছনে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকা খরচ করে ফেলেছেন। এই পৃথিবীতে আমরা সবাই একা। কিন্তু একসাথে যখন আমরা হাতে হাত রাখি, তখন কি আমরা একা ? অবশ্যই না। একবার চিন্তা করে দেখুন, আমাদের এই বড় ভাইটার যায়গায় আপনি, আমি কিংবা আমাদের বড় বা ছোট ভাই কিংবা বোন ও তো হতে পারতো। তাই সামান্য কিছু অর্থের অভাবে একটা অদম্য মেধাবী মুখের হাসি কখনোই চিরতরে মুছে যাবে না; এ বিশ্বাস আমাদের সবার। এই যুদ্ধটা শুধু একার না, এই যুদ্ধ আমাদের সবার। এই যুদ্ধ সামান্য কিছু অর্থের সাথে মানবতার যুদ্ধ। তাই বিশ্বাস, এই যুদ্ধে আমরা জিতবই ইনশাল্লাহ... জিততে আমাদের হবেই... তাই আসুন, যে যার অবস্থান ও সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেই... ধন্যবাদ। [পুনশ্চ - রিফাত ভাইয়া আগামী মঙ্গলবার সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা করবে। তবে রিফাত ভাইয়ার বাবা আরো ৩-৪ দিন দেশে থাকবেন ফান্ড কালেকশনের জন্য। তাই সবার কাছে অনুরোধ, যত দ্রুত সম্ভব নিচের মাধ্যমে পাঠাতে পারলে খুবই উপকৃত হব।] Shazid-DBBL account number:01687105808-3
Posted on: Sat, 10 Jan 2015 18:41:31 +0000

Trending Topics



/b>
MUHAMMADU BUHARI’S CURRICULUM VITAE Born in Daura, Katsina
şimdi ben buraya neden çıktım? niçin çıktım? nasıl

Recently Viewed Topics




© 2015