via....Ranendra Kishore Chatterjee....দ্বিতীয় - TopicsExpress



          

via....Ranendra Kishore Chatterjee....দ্বিতীয় খণ্ডঃ- নেতাজী জীবিত ও সক্রিয় তা বলছেন আনান্দ ভারতী মহারাজ •> নেতাজি বেঁচে আছে বলে যারা বিশ্বাস করেন, তাদের নিয়ে উপহাস করা হয় এই বলে যে, আজ ক্ষমতা-হস্তান্তরের ৬৭ বছর পরে, এবং নেতাজির ১১৭ বছর বয়সে কি কোনো মানুষ বেঁচে থাকতে পারে নাকি ? •>কিন্তু নেতাজি মারা গেছেন বলে যারা জানের, মানেন ও বলে বেড়ান, তার কোনো বিন্দুমাত্র প্রমানও নেতাজির মৃত্যুর বিষয়ে হাজির করতে পারেন না । তাহলে ব্যাপারটা কি ? •>কোনোরখমের ‘ডেথ-সার্টিফিকেট, ক্রিমেশান সার্টিফিকেট, ডেড-বডির সাক্ষ্য, প্রত্যক্ষ-দর্শীর জবাববন্দী, মৃত্যুর স্থান ও সময়, ... ইত্যাদি ছাড়াই কি কেবলমাত্র বয়সের কথাটাকে অজুহাত দেখিয়ে নেতাজিকে মৃত বলে ধরে নিতে হবে ??? •>এই imagination, supposition, assumption, probability, … ইত্যাদিগুলোকেই কি তাহলে এই অত্যুন্নত বিজ্ঞানের যুগেও মেনে চলতে হবে ? •>এর থেকে ভালো তো এটাই যে, আমরা যদি নিজেদের এই সমগ্র জাতিটাকেই মৃত বলে ঘোষণা করে নিই !!! —তাই নয় কি ??? •>এভাবে তো যে যাকে ইচ্ছা যখন তখন মৃত বলে ধরে নিতে পারে ! কেননা মানুষ যে কোনো বয়সেই মরতে পারে --- এই যুক্তিতে সব থেকে ভালো তো এটাই যে, আপনি নিজেকে মৃত নন বলে তাহলে প্রমান করে দেখান তো ! •> অভিমত জানান।
Posted on: Sat, 02 Aug 2014 12:44:23 +0000

Recently Viewed Topics




© 2015