[[world]] বর্তমানের আধুনিক - TopicsExpress



          

[[world]] বর্তমানের আধুনিক দুনিয়ায় আপনাকে স্বাগতম : ১) যেখানে Bondu খুব সস্তা আর ভালবাসা খুবই দামি। ২) যেখানে নিজের Virginity হারানোর চেয়ে মোবাইল হারানো বেশি দুঃখজনক। ৩) যেখানে মানুষ খোদার চেয়ে চোর আর ডাকাত কে বেশি ভয় পায়। ৪) যেখানে Ambulance এর চেয়ে Pizza Delivery দ্রুত। ৫) যেখানে মেয়েরা অন্তসত্তার চেয়ে HIV কে বেশি ভয় পায়। ৬) যেখানে মিথ্যা বাস্তব পরিনত হয়। ৭) যেখানে মানুষ শয়তানকে খুশি করার জন্য পরিবারকে বিসর্জন দিতে প্রস্তুত। ৮) যেখানে ধর্মিয় স্থান গুলো ধর্মকে ভুলে Dating উত্তম জায়গা। ৯) যেখানে Graduate করা ছাত্রের চেয়ে রাজনৈতিক পিকেটারদের ভবিষ্যত উজ্জ্বল। ১০) যেখানে BSc Degree নেয়ার চেয়ে Galaxy,i- phone,Xperia নেয়া বেশি সম্মানজনক। ১১) যেখানে ধুমপান সবার কাছে Style. ১৩) যেখানে নিজের ভালবাসার মানুষকে নিয়ে চলে Company. ১৪) যেখানে মা বাবা Murder হয় নিজের জন্ম দেয়া সন্তানের হাতে। ১৫) যেখানে রাজনিতীবিদের প্রধান হাতিয়ার Relegion. [হয়তো অনেকেই আমার উপর নারাজ হবেন BUT একটু চিন্তা করে দেখুন] @___এই হচ্ছে বাস্তব___@ কে কে একমত? #SHAMIM
Posted on: Fri, 31 Jan 2014 08:29:06 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015