written by : Nizu Raj নিউটনের - TopicsExpress



          

written by : Nizu Raj নিউটনের মাধ্যাকর্ষণ সূত্র ভুল! বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটনের মাধ্যাকর্ষণ সূত্র ভুল ছিল বলে দাবী করছেন গবেষক ইমরান আলী । তিনি বাংলাদেশের রাজশাহী অঞ্চলের ছেলে । পুঠিয়া সিটি কলেজ থেকে ২০০৬সালে বিজ্ঞান বিভাগে এইচ এস সি পাস করেন । এরপর থেকেই তিনি এই গবেষণাকর্ম শুরু করেন । রবিবার বিকেলে রাজশাহী সিটি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ইমরান জানান , নিউটনের মাধ্যাকর্ষণ সূত্র ভুল । এখানে লিখিত বক্তব্যে তিনি বলেন , বল , ইট , পাথর , ওপরে ছুড়ে মারলে তা নিচে ফিরে আসে । কিন্তু পানিকে বাষ্প করে ছেড়ে দিলে তা নিচে ফিরে আসে না ,ওপরে চলে যায় । পদ্ধতি ছাড়া অক্সিজেন , নাইট্রোজেন , হাইড্রোজেনসহ অন্যান্য গ্যাস ও ধরে রাখা সম্ভব হয়না। যদি মাধ্যাকর্ষণ শক্তি বলে কিছু থাকত , তবে এগুলোকেও পৃথিবী নিজের কাছে টেনে নিতে পারত । তার গবেষণার সপক্ষে যুক্তি সংবলিত গবেষণাপত্র ও উপস্থাপন করা হয় সংবাদ সম্মেলনে #মিশাল
Posted on: Tue, 12 Nov 2013 07:29:10 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015