অনেক দিন আগের পোস্ট। যা - TopicsExpress



          

অনেক দিন আগের পোস্ট। যা পড়বেন এভাবে মিলিয়ে পড়ুন। লোকে বলে ,বলে রে House ভালা না আমার------------- ✿-----------------------✿-----------------------✿ 1.White House=====ওয়াশিংটন ডি.সি -তে অবস্থিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন 2.Blue House======সিউলে অবস্থিত দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সরকারি বাসভবন 3.Blear House======ওয়াশিংটন ডি.সি -তে অবস্থিত যুক্তরাষ্ট্রের সরকারি অতিথি ভবন। 4. Ecology House====ওয়াশিংটন ডি.সি -তে অবস্থিত যুক্তরাষ্ট্রের ধনকুবের মাইক্রোসফট এর প্রতিষ্ঠাতা বিল গেটসের বাড়ির নাম 5.India House======লন্ডনে অবস্থিত ভারতীয় দূতাবাস। 6.Bush House======== লন্ডনে অবস্থিত বিবিসি’র প্রাক্তন কর্যালয়। 7.Freedom House======ওয়াশিংটন ডি.সি - তে অবস্থিত যুক্তরাষ্ট্রের বুদ্ধিজীবীদের সংগঠন। 8.বর্ধমান হাউস====বাংলা একাডেমির কার্যালয় ৯. চামেলি হাউস====সিরডাপ এর কার্যালয় ১০ এলিসি প্রাসাদে ====ফ্রান্সের প্রেসিডেন্টের বাসভবন ১১.মার্লবরো হাউস ==== কমনওয়েলথ কার্য্যালয় ১২.টেম্পল ট্রি ===== শ্রীলংকার প্রেসিডেন্টের সরকারী বাসভবন ১৩.উইন্ডসর ক্যাসল = ====ইংল্যান্ডেররানীর সরকারী বাসভবন ১৪.ব্রডকাস্টিং হাউস=====বিবিসি’ র বর্তমান কার্যালয় ১৫.গণভবন====বাংলাদেশের প্রধানমন্ত্রির সরকারি বাসভবন ১৬.বঙ্গভবন====বাংলাদেশের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ১৭.উইন্ডসর ক্যাসল==== ইংল্যান্ডের রানীর সরকারী বাসভবন ১৮.ক্রেমলিন =====রাশিয়ার প্রেসিডেন্টের সরকারী বাসভবন - মস্কো ১৯.জনপথ ভবন====ভারত- প্রধানমন্ত্রীর বাসভবন ২০.প্রধানমন্ত্রী হাউস====পাকিস্তান- প্রধানমন্ত্রীর বাসভবন ২১.ব্রিটেন-====১০নং ডাউনিং স্ট্রিট>প্রধানম ন্ত্রীর বাসভবন ২২.বান পিটসানুলক====থাইল্যান্ড- প্রধানমন্ত্রীর বাসভবন ২৩.কিরিবিলি হাউস====>অস্ট্রেলিয়া- প্রধানমন্ত্রীর বাসভবন ২৪.ভিল্লা মাদামা ইতালি-==== প্রধানমন্ত্রীর বাসভবন ২৫.সিংহ দরবার -======= নেপাল সরকারের সদরদপ্তর - কাঠমুন্ড ২৬.রাইটার্স বিল্ডিং -==== পশ্চিমবঙ্গ সরকারের সচিবালয় - কলকাতা ২৭.ফ্লাসিং মিডোস -==== জাতিসংঘের সভাস্থল - নিউইয়র্ক ২৮.হোয়াইট হল -=== ব্রিটিশ সরকারের কার্যালয়, রানীর সাবেক সরকারী বাসভবন - লন্ডন। ২৯.বাকিংহাস প্যালেস -==== ইংল্যান্ডের রাজা ও রানীর সরকারী বাসভবন - লন্ডন ৩০.উত্তরা গণভবন -=== বাংলাদেশের প্রধানমন্ত্রী উত্তরবঙ্গের সচিবালয় - নাটোর ৩১.ওভাল অফিস - ===যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয় - ওয়াশিংটন ৩২.হাউস অব দ্যা ন্যাশন====>বাংলাদেশের জাতীয় সংসদ ৩৩.হা্উস অব কমন্স >====যুক্তর্যাজের পার্লামেন্ট এর নিম্মকক্ষ। ৩৪.গ্রীন হাউস>====শীতপ্রধান দেশে ঠান্ডা থেকে রক্ষার জন্য নির্মিত গরম ঘর। ৩৫.হাউস অব দি রিপ্রেজন্টাটিভ>====== যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট এর নিম্মকক্ষ। ✿-----------------------✿-----------------------✿ ---------------------------------------- ----------------------------------------------------------------- নিজের সুবিধা মতো পড়তে শেয়ার করে নিজের টাইমলাইনে রাখুন; ফেসবুকের নিয়মানুযায়ী নিয়মিত লাইক , শেয়ার ,কমেন্ট না করলে পেজের পোস্ট আপনাদের হোম পেইজে আর দেখা যাবে না । তাই অনেকেই আমার সব গুলো আপডেট থেকে বঞ্চিত হচ্ছেন।আমার পরিশ্রম তখনই সফল হবে যখন সবাই উপকৃত হবে তাই প্রতিটি পোস্টে লাইক দিবেন।ধন্যবাদ
Posted on: Sun, 04 Jan 2015 18:34:48 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015