অভিজ্ঞতা ১৪ ব্যাচ নাম - TopicsExpress



          

অভিজ্ঞতা ১৪ ব্যাচ নাম প্রকাশে অনিচ্ছুক ক্লাস নাইনে পড়ার সময় রসায়নের প্রেমে পড়ি। আমার সবচেয়ে প্রিয় ছিল অণু-পরমানু আর তাদের ধর্ম নিয়ে পড়াশুনা। ইন্টার এ উঠে সেই ভাল লাগা আর গভীর হয়। বুয়েট বা মেডিকেল এর brand value তখনও আমার মাথা নষ্ট করতে পারে নি। নেট ঘেঁটে বইএর বাইরের আরও advance জিনিস পড়তাম রসায়ন নিয়ে। আমার সব বন্ধুদের থেকে আমার লক্ষ্য ছিল আলাদা , ঢাবির রসায়ন বিভাগ। কিন্তু এডমিশন এর সময় সব কেমন যেন বদলে যায়। বাবা-মার ইচ্ছা বুয়েট। চিন্তা করলাম বাবা-মার ইচ্ছাই পুরণ করব। Engineering পড়ে, পরে হয়ত নিজের ভালবাসার জায়গা theoretical chemistry নিয়ে research করার সুযোগ সন্ধান করা যাবে। প্রস্তুতি নিলাম ভালই, পরীক্ষাও হল ভাল। কিন্তু চান্স হল না। খুব ভেঙ্গে পড়ি। রসায়নের প্রতি আমার ভালবাসা, মনে হয় ভুলেই গেছিলাম এডমিশন এর সময়কার প্রচণ্ড চাপে। আমার সমস্যা না গুন জানি না, যেটা পড়তে ভাল লাগে ওইটা যথাসম্ভব perfection দিয়ে পড়ার চেষ্টা করি, আর যেটা ভাল লাগে না ঐ ব্যাপারে আমি নিজেও নিজের ওপর তেমন জোড় খাটাতে পারি না। পরিবার ছেড়ে ঢাকার বাইরে একা engineering পড়তে যাব কিনা সেই কঠিন ডিসিশন নিতে যখন engineering এর কোর্স আর পড়াশুনা নিয়ে নেট ঘাঁটতে বসলাম, তখন বুঝতে পারলাম আমার জন্য তা কত অনুপযোগী ছিল। ৪ বছর এই জিনিস হয়ত আমি মোটেও survive করতে পারতাম না, হয়ত সিজিপিএ খুব কম থাকতো। যেখান থেকেই পাশ করতাম, দেশে একজন ব্যর্থ, frustrated engineer জন্ম নিত। একবার frustrated হয়ে গেলে, আমার স্বপ্ন গুলো হয়ত আর কখনই পূরণ হত না। কোন এক সময়ের নিজের অনিচ্ছা স্বত্তেও খোদার অশেষ করুনায় আজ আমি ঢাবি রসায়ন বিভাগে ভর্তির জন্য অপেক্ষা করছি। আমি নিজেই নিজের স্বপ্ন পূরণের পথে বাঁধা হয়ে দাঁড়াতে চেয়েছিলা্ম, এখন আমি তা জানি। কিন্তু ultimately, খোদা তা হতে দেন নি। কিন্তু, হে জুনিয়র, তুমি আমার মতো ভাগ্যবান নাও হতে পার। পরিবার বা অন্য কারোর চাপে, বা শুধু mainstream বন্ধুদের সাথে চলতে গিয়ে তুমি নিজের স্বপ্ন পূরণের পথ থেকে সরে যেও না কখনই। পরে নীরব কষ্ট তোমাকেই ভোগাবে। তোমার ভালো লাগার সাবজেক্ট এই পড়ার চেষ্টা কর। দরকার হলে পরিবারকে বুঝাও। কারণ পরে তোমার কষ্টের বা অর্জনের ভাগিদার হবেন তোমার পরিবার ই। তোমরা কেউ অভিজ্ঞতা শেয়ার করতে চাইলে কমেন্ট এ দেওয়া আইডি তে পাঠাতে পারো।
Posted on: Sun, 11 Jan 2015 16:34:40 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015