অয়ি ভুবনমনোমোহিনী, - TopicsExpress



          

অয়ি ভুবনমনোমোহিনী, মা, অয়ি নির্মলসূর্যকরোজ্জ্বল ধরণী জনকজননিজননী ॥ নীলসিন্ধুজলধৌতচরণতল, অনিলবিকম্পিত-শ্যামল-অঞ্চল, অম্বরচুম্বিতভালহিমাচল, শুভ্রতুষারকিরীটিনী ॥ প্রথম প্রভাত উদয় তব গগনে, প্রথম সামরব তব তপোবনে, প্রথম প্রচারিত তব বনভবনে জ্ঞানধর্ম কত কাব্যকাহিনী। চিরকল্যাণময়ী তুমি ধন্য, দেশবিদেশে বিতরিছ অন্ন-- জাহ্নবীযমুনা বিগলিত করুণা পুণ্যপীষুষস্তন্যবাহিনী ॥ রাগ: ভৈরবী তাল: কাহারবা রচনাকাল (বঙ্গাব্দ): 1303 রচনাকাল (খৃষ্টাব্দ): 1896 স্বরলিপিকার: সরলা দেবী Hail, mother who has enchanted the world, Hail this pure, sunbathed earth, mother of our fathers and mothers. The blue seas wash your feet, your green robe trembles in the breeze, Your forehead kisses the sky, the Himalayas a crown of white upon it. The first dawn breaks in your skies, the first prayers were born in your hermitages, So many beliefs, poems and stories were heard first in your forests. Forever compassionate, you are blessed, granting your bounty to other nations - Your rivers carry the sacred milk of kindness wherever they flow. Raga: Bhairavi Beat: Kaharba Written: 1896 Score: Sarala Devi, his niece.
Posted on: Fri, 15 Aug 2014 05:15:52 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015