আইনস্টাইন তার চিন্তায় - TopicsExpress



          

আইনস্টাইন তার চিন্তায় ব্যাঘাত কমাইতে ফরমায়েশ গুলা লিখে প্রকাশ করতেন, তার ছাত্ররা সেই অনুযায়ী কখন পানি, স্ন্যাক্স তার সামনে হাজির করত; যেমন E লিখলে বুঝতে হবে তার এনার্জি দরকার, কফি চাই ; সচরাচর ব্ল্যাক কফি খাইলেও তার যখন দুধ কফি খাইতে ইচ্ছা হইত তখন তিনি লিখতেন E=m ,একদিন তিনি লিখলেন E=mc2, পোলাপান ধন্দে পড়লেও থ্রি ইডিয়টের চতুর রামলিঙ্গমের মত এক ছাত্র এইটারে শক্তি , ভর , আলোর গতির স্কয়ার ইত্যাদি বুইঝা সতীর্থদের জ্ঞ্যান দিবার চেষ্টা করতে লাগল, অইদিকে দেরি হইতেছে দেইখা আইনস্টাইন রাগ চোখে সকলের দিকে তাকাইলে সবাই সবার মুখ চাওয়া চাওয়ি করতে লাগল, চতুর রামলিঙ্গম সপ্রতিভ হইয়া গুরুকে বুঝাইতে শুরু করল -গুরু এইটা ব্যাপক এক থিওরি হইছে -কি থিওরি ? -এই যে E=mc2 -যেমন ? -আপনে নিশ্চয় বুঝাইতে চাইছেন E= mass * speed of light square ! -ইডিয়ট আই ওয়ান্টেড E= milk + DOUBLE DOSE OF COFFEE ! পরবর্তীতে E=mc2 প্রতিষ্ঠা পাইলেও শীষ্যের ক্রেডিট গেল আইনস্টাইনের খাতায়;
Posted on: Tue, 09 Jul 2013 15:12:20 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015