আগামি ১৬ - ২২ নভেম্বর সারা - TopicsExpress



          

আগামি ১৬ - ২২ নভেম্বর সারা বিশ্বে পালিত হবে Geography Awareness Week. এবারের থিম হচ্ছে Geography of Food. আর এই খাওন দাওন নিয়ে জিরো টু ইনফিনিটিও নেমেছে তোড়জোড় করে। চলুন দেখা যাক - ১। ভবিষ্যতের খাবারঃ কেমন হবে আজ থেকে ২০ বছর পরের খাবারের ধরন। আজকের মতো ভাত, আলু খেয়েই কি বাঁচতে হবে আমাদের? নাকি চামড়ায় সোলার প্যানেল বসিয়ে নিজেরাই খাদ্য উৎপাদনে নামবো? আপনার আইডিয়া সাবমিট করুন এখানে। (edu.zero2inf/future-of-food-essay-writing-competition) ২। মিডিয়া মেসেজঃ খাবার, পুষ্টি এবং সাস্থ্য নিয়ে মিডিয়া কি আমাদের সঠিক মেসেজ দিচ্ছে। যদি আপনার চোখে কোনো অসঙ্গতি ধরা পড়ে তবে এখানে সাবমিট করতে পারেন। (edu.zero2inf/wrong-message) ৩। প্রকৃতির প্যাটার্নঃ ফুলকপির দিকে তাকিয়ে দেখুন। কত সুন্দর তার গাণিতিক প্যাটার্ন! আপনিও যদি এরকম কোনো প্যাটার্ন পেয়ে থাকেন তবে ছবি তুলে সাবমিট করতে পারেন এখানে (edu.zero2inf/pattern-of-the-nature-online-photo-contest) ৪। খাবারের আত্মকথনঃ চকলেট পছন্দ না এমন লোক পাওয়াই ভার। সেই Cacao Tree থেকে কত রকম সকম করেই না আমাদের হাতে সুন্দর মোড়কে এসে পৌছে এই চকলেট। তেমনি যে কোনো একটা খাবারের জন্মলগ্ন থেকে শুরু করে তার পুরো জার্নিটা তুলে নিয়ে সাবমিট করতে পারেন এখানে (edu.zero2inf/the-food-journey-research-paper) ৫। ফুডফিঃ হ্যাঁ, সবচেয়ে সহজ কাজ বোধহয় এটাই। আপনার প্রিয় খাবারের সাথে একটা সেলফি তুলে জমা দিন এখানে (edu.zero2inf/foodfie-online-selfie-contest)। তবে সেলফি তোলার আগে ঐ খাবারে কী পরিমাণ ক্যালরি আছে তার ট্যাগ দিতে ভুলবেন না যেন। ৬। স্কুল টিফিন সার্ভেঃ আমাদের বাচ্চারা টিফিনে কী খাচ্ছে। যা খাচ্ছে তা কি স্বাস্থ্যসম্মত? তাতে কি প্রয়োজনীয় পুষ্টি থাকছে? সারা দেশের ১০০ টি স্কুলে আমরা জিওগ্রাফি অ্যাওয়ার্নেস উইকে একটা জরিপ চালাবো। সে জরিপ থেকে পরবর্তীতে দেশের স্বাস্থ্যখাতের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের কাছ থেকে আমরা এক্সপার্ট অপিনিয়ন নিবো। আপনিও যদি আপনার প্রতিষ্ঠানে এরকম জরিপ করতে চান, ঘুরে আসুন এখানে থেকে (edu.zero2inf/rethinking-school-lunch-survey)। ৭। নিজেই হোন বিক্রেতাঃ আপনার হাতে একটা আইস্ক্রিম বা চকলেট দিয়ে বলা হলো, দেখি এটা বিক্রি করার জন্য একটা এড বানাও তো! হ্যাঁ, আপনার যদি এমন আইডিয়া থাকে তবে সাবমিট করুন এখানে (edu.zero2inf/buy-me-online-ad-campaign-contest তবে এসবের কোনোটিতেই যদি আগ্রহ না থাকে তবে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে তো অন্যকে সচেতন করা যায়! চলুন সবাই মিলে ১৬ - ২২ নভেম্বর ফেসবুক কাঁপিয়ে দেই #GeoWeek এই হ্যাশট্যাগ দিয়ে। আর কিছু না হোক, হাজারো খারাপ খবরের ভিড়ে কিছু ভালো একটা তো অন্তত বেরিয়ে আসবে।
Posted on: Wed, 15 Oct 2014 14:44:22 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015