আচ্ছা, আকাশ বলতে কি কিছু - TopicsExpress



          

আচ্ছা, আকাশ বলতে কি কিছু আছে? আমাদের উপরে আমরা যে নীল রঙ এর আকাশ দেখি সেটাকি একটা ছাদের মতন? আকাশ একটা ছাদ? কোরান ২১ আয়াত ৩২ Sahih International And We made the sky a protected ceiling, but they, from its signs, are turning away. Muhsin Khan And We have made the heaven a roof, safe and well guarded. Yet they turn away from its signs (i.e. sun, moon, winds, clouds, etc.). Pickthall And we have made the sky a roof withheld (from them). Yet they turn away from its portents. Yusuf Ali And We have made the heavens as a canopy well guarded: yet do they turn away from the Signs which these things (point to)! Bangla "আমি আকাশকে সুরক্ষিত ছাদ করেছি; অথচ তারা আমার আকাশস্থ নিদর্শনাবলী থেকে মুখ ফিরিয়ে রাখে।" অনুবাদ নিয়া না গেজানোর জন্য এত্তগুলা অনুবাদ দিলাম, যেগুলা প্রত্যেকটা বলতাছে আসমান হইলো আমাদের উপরে একটা ছাদ। আকাশ নামের কিছুই যেখানে নেই, সেখানে আকাশ একটা ছাদ? আকাশ নামক ছাদ আল্লাহ বানাইছেন অদৃশ্য, দেখা যায় না এমন পিলার দ্বারা? 31:10 “He [Allah] created the heavens without any pillars that ye can see;” "আমি(আল্লাহ) সৃস্টি করেছি আসমান যার কোন স্তম্ভ তোমরা দেখতে পাওনা।" আবার অনেকে তেনা পেচায়া অনুবাদ করেনঃ "তিনি খুঁটি ব্যতীত আকাশমন্ডলী সৃষ্টি করেছেন; তোমরা তা দেখছ।" অর্থাৎ আল্লাহ পার্ট লইতেছেন যে "দেখ দেখ, আমি পিলার ছাড়াই আসমান নামক ছাদ বানাইছি।" আল্লাহর অদৃশ্য পিলারওয়ালা এই ছাদে নাকি দরজাও আছে, কোরান 7:40 “Lo! they who deny Our revelations and scorn them, for them the gates of heaven will not be opened, nor will they enter the Garden until the camel goeth through the needle’s eye. Thus do We requite the guilty.” "নিশ্চয়ই যারা আমার আয়াতসমূহকে মিথ্যা বলেছে এবং এগুলো থেকে অহংকার করেছে, তাদের জন্যে আকাশের দ্বার উম্মুক্ত করা হবে না এবং তারা জান্নাতে প্রবেশ করবে না। যে পর্যন্ত না সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করে। আমি এমনিভাবে পাপীদেরকে শাস্তি প্রদান করি।" 78:19 "And the heaven is opened and will become gateways" "আকাশ বিদীর্ণ হয়ে; তাতে বহু দরজা সৃষ্টি হবে।" আর তিনি অবিশ্বাসীদের জন্য আসমান নামক ছাদের এই দরজা খুইলা দিবেন না যদি তারা বেহেশতে ঢুইকা পড়ে সেই ভয়ে। (যদিও ইহুদি নাছারারা মহাকাশযানটান কি কি বানায়া সৌরজগতের বাইরে পর্যন্ত ভয়েজার পাঠায়া ফালাইছে, চান্দে তাগো পতাকা ঝুলতাছে, সব ইহুদি নাছারাদের ষড়যন্ত্র ) আল্লাহ এই ছাদরে সাজাইবার জন্য ছাদে দিছেন তারা নক্ষত্রঃ 37:6 “We have indeed decked the lowest heaven with an adornment, the stars.” আর আলোর জন্য ছাদে লাগাইছেন পাওয়ার ছেবার বাত্তিঃ 71:16 “And made the moon a light in their midst, and made the sun a lamp?” আরো দেখেন, আল্লাহর আদেশেই নাকি আকাশ নামক এই ছাদ আমাগো মাথার উপরে ভাইনগা পড়ে না। 22:65 "And He restrains the sky from falling upon the earth, unless by His permission. Indeed Allah , to the people, is Kind and Merciful." "এবং তিনি আকাশ স্থির রাখেন, যাতে তাঁর আদেশ ব্যতীত ভূপৃষ্টে পতিত না হয়। নিশ্চয় আল্লাহ মানুষের প্রতি করুণাশীল, দয়াবান।" হাই হাই, ইহুদি নাছারা তো রকেট দিয়ে মেইবি আকাশের ছাদে ফুটা কইরা চান্দে চইলা গেছিলো, মংগলে কিউরিওসিটি, আর সৌরজগতের বাইরে ভয়েজার পাঠায়া দিছিলো, এখন কি হপে? আসমানে তো ফুটা হইয়া গেছে, ছাদ কি এখন ভাইঙ্গা পড়বে? আল্লাহ নাকি কিয়ামতের সময় আসমান তথা অদৃশ্য পিলারওয়ালা, দরজাওয়ালা, আমাদের মাথার উপরে যে ছাদখান আছে, সেই আসমানরে কাগজের মতন গুটায়া নিবেন। 21:104 "The Day that We roll up the heavens like a scroll rolled up for books (completed)," "সেদিন আমি আকাশকে গুটিয়ে নেব, যেমন গুটানো হয় লিখিত কাগজপত্র। " হায় হায়, তখন কি হপে? আকাশ আসমান তথা অদৃশ্য পিলারওয়ালা, দরজাওয়ালা, আমাদের মাথার উপরে যে ছাদখান আছে সেই আসমানরে কাগজের মতন গুটায়া নিলে আমরা কই যাপো? আমাদের কি হপে? এরপরেও যারা ঈমান আনবে না, ইসলাম গ্রহন করবে না, কোরানে কিভাবে বিজ্ঞানের বানী আল্লাহ দিয়েছেন আপনারাই দেখুন। এইসব বোইজ্ঞানিক মিরাকল দেখার পরেও যারা ইসলাম গ্রহন করবেনা তারা মূর্খ নয়তো কি আপনারাই বলেন? শিগগির আল্লাহ আকাশ হইতে আসমানি ছাদের টুকরা ভাইনগা তাদের মাথার উপর ফালাইবেন, ইনশয়াল্লাহ।
Posted on: Fri, 04 Oct 2013 08:14:42 +0000

Trending Topics



applied in the financial
Zndagi me kch cheezo ka "MAZA HI KUCH AUR
Motorola Defy Usb Charger You can find it quickly and easily at
Castlemaine Vigil in Solidarity with Refugees Day 23 July 7
Discount Price RAM Mount RAP-299-2U RAM Mount RAM-A-CAN II
We have a very busy day tomorrow in the gold auction rooms! Here
As the sun rise & sets on the last few days of summer looking back

Recently Viewed Topics




© 2015