আচ্ছা, কেউ কি আমাকে - TopicsExpress



          

আচ্ছা, কেউ কি আমাকে নিশ্চিত করে বলতে পারবেন ঠিক কবে থেকে বিশ্বব্যাপী মসজিদে বোমাবাজি অথবা ভীন্নধর্মাবলম্বিদের ঘরবাড়িতে আগুন, উপাসনালয় পুড়িয়ে দেয়া, মানুষ হত্যা করা সহ জুলুম নির্যাচনের মাধ্যমে ইসলাম কায়েমের চেষ্টা শুরু হয়েছে? আর এই হত্যা, খুন, নির্যাতন, সন্ত্রাসের মাধ্যমে নতুন ঠিক কোথায় কোথায় ইসলামী শাসন কায়েম করা গেছে! আশাকরি ইসলামের ঝান্ডাধারিরা আমার জ্ঞানের সীমাবদ্ধতাকে অতিক্রম করার সুযোগ দিবেন। (অবশ্য এদের ভাষার প্রয়োগ দেখলেই বোঝা যায় পবিত্র কোরআন শরীফ কোনোদিন হাত দিয়ে ছুঁয়েও দেখেনি)
Posted on: Mon, 23 Sep 2013 13:34:33 +0000

Trending Topics



-FAST-ON-FACEBOOK-FROM-ANY-COMPANY-OR-topic-10152719753073934">HOW TO GENERATE LEADS FAST ON FACEBOOK FROM ANY COMPANY OR
Firstly I wanna thank @hm for giving me the opportunity to produce
Cyber Monday Deals 2014 ** NextStone 22 Random Rock Mailbox Kit

Recently Viewed Topics




© 2015