আচ্ছা পাশ করার পর একজন - TopicsExpress



          

আচ্ছা পাশ করার পর একজন ডাক্তারের কি করা উচিৎ? এই প্রস্ন আমি সবাইকে করেছি। অপশনের মধ্যে ছিলো পোস্ট গ্রেজুয়েশন প্রিপারেশন , অনাহারি ট্রেনিং , বিসিএস , বিয়ে , দেশের বাইরে কেটে পড়া... বেশিরভাগই বললেন বিসিএস। এর উপর আমার অনাহারি হবার সাহস নাই , দেশের বাইরে যাওয়ার রাস্তা নাই , তাই আমি বিসিএস জয়েন করলাম। বিসিএস আর বিসিএস সংক্রান্ত ট্রেনিং ফ্রেনিং এর পর দেখলাম নিজের সিস্টেমিক পড়ালেখার সাথে মোটামুটি ভালো ধরনের গ্যাপ তৈরি হয়ে গেছে। এর মাঝে আবার পাকনামী করে জেনারেলে বিসিএস দিয়েও একটা বড় সময় পাড় করে দিলাম। বিসিএস যখন দিয়েছি , বিসিএসের চৌদ্দ গুষ্টি উদ্ধার করে ছাড়বো টাইপ মেন্টালিটি। তো এর মাঝে আবার দেখি , দেশে শুধু ক্যান্ডিডেটই আছে , কিন্তু ট্রেনিং করার সুযোগ নাই। আসলে ট্রেনিং করার সবচেয়ে সহজ উপায় হলো অনাহারি ট্রেনিং... যেটা করার আবার সাহস ছিল না , কারন এই বয়সী একটা ছেলের বাসা থেকে টাকা নিয়ে চলাটা রীতিমত আত্মসম্মান জলাঞ্জলি দেয়া। তো এতকাল পড়ে এসেও দেখি যে দেশের বাইরে এপ্লাই করার জন্য জব এক্সপেরিয়েন্স নাই। আগে পড়ালেখায় ফাকি ঝুকি দিতে চাইলেও এখন পড়তে চাই , কিন্তু এখন সেরকম সুযোগ নাই। বাংলাদেশের একজন ডাক্তারকে বিসিএস আর পোস্ট গ্রেজুয়েশন শেষ করে ইনকামিং স্টেটে যেতে মিনিমাম চল্লিশ বছর বয়স হওয়াটা স্বাভাবিক... আর কিছুটা স্ট্যাবলিশড হয়ে বিয়ে করতে চাইলে তা পয়তাল্লিশের আগে সম্ভব না। একটা ফ্যাক্ট বলি , ফ্রেন্ডলিস্টে কেউ অনুর্ধ ১৮ থাকলে দয়া করে এই অংশটা পড়বেন না। মিসাইল ম্যান নামে পরিচিত শ্রদ্ধেয় এ পি জে আবদুল কালাম স্যার যৌবনে যখন ভারতের মিসাইলকে দাড় করানোর চেষ্টা করছিলেন , তখন তার মিসাইল দাড় হলেও ভারতের মিসাইল দাড়াচ্ছিলো না। তিনি অক্লান্ত পরিশ্রম করে গেলেন ভারতের মিসাইলকে দাড় করানোর জন্য। দিনরাত অমানুষিক পরিশ্রম করে শেষে বৃদ্ধ বয়সে ভারতের মিসাইল দাড় করালেন , ততদিনে তার মিসাইল দাড়ানো বন্ধ হয়ে গেল। বেচারার আর বিয়ে করা হলো না। তিনি শুধু নামটাই পেলেন মিসাইল ম্যান... তো এত ডেডিকেশনের আসলে দরকার নাই। আর মেডিকেল প্রফেশন আসলে তাদের জন্যই যারা ডাইনামিক , একসাথে অনেকগুলো কাজ করতে পারেন এমনদের জন্য। আমার মত ভ্যাবলা গোয়ারের জন্য না যারা যখন যেটা টার্গেট করে শুধু সেটাই করে। যাই হোক , এই কথাগুলো বলার আসল উদ্দেশ্য হলো আসলে একজন ডাক্তারকে নূন্যতম অবস্থান তৈরি করতে যতটা ডেডিকেশন প্রয়োজন , তা অন্য যেকোন প্রফেশনে শীর্ষে যাওয়ার জন্য যথেষ্ট... তাই বাচ্চার মা বাবা গন আপনারা দয়া করে আপনাদের নিজস্ব সিদ্ধান্ত নিজের বাচ্চার উপর চাপিয়ে দিবেন না। কারন আপনি বাপ হয়ে যেটা করতে পারেননি , সেটা আপনার বাচ্চার পক্ষে সম্ভব করানোর জন্য সেই বাচ্চার মিসাইল ম্যান হওয়া ছাড়া কোন উপায় খোলা থাকবে না। ওই যে নামের মিসাইল ম্যান আর কি!
Posted on: Mon, 20 Oct 2014 17:21:30 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015