আছেন যাদের ফলাফল - TopicsExpress



          

আছেন যাদের ফলাফল কাঙ্ক্ষিত হয়নি। মনে হচ্ছে আপনার খাতার যথার্থ মূল্যায়ন হয়নি। আপনি তাহলে আপনার খাতা পুনঃমূল্যায়ন এর জন্য আবেদন করতে পারবেন। পুনঃমূল্যায়ন করলে আপনার নাম্বার কখনো কমবে না। বাড়ার থাকলে তা বাড়বে। নিচে পুনঃমূল্যায়ন আবেদন করার পদ্ধতি বর্ণনা করছিঃ ১। প্রথমে একটি TeleTalk সিম লাগবে। ২। প্রত্যেক বিষয়ের জন্য ১৫০ টাকা করে কেটে নিবে। যেমন আপনি যদি বাংলার জন্য আবেদন করতে চান তাহলে বাংলা ১ম পত্র ও ২য় পত্র ২টি মিলিয়ে আপনার লাগবে ৩০০ টাকা। সুতরাং যথেষ্ট পরিমান টাকা ভরে নিন সিম এ। ৩। মোবাইল এর ম্যাসেজ অপশন এ গিয়ে লিখবেন- RSCআপনার বোর্ড এর নামের প্রথম ৩ অক্ষররোল নম্বরবিষয় কোড উদাহরণঃ যশোর বোর্ড এর কোন শিক্ষার্থীর রোল নম্বর যদি হয় 259663 তার বাংলার জন্যে আবেদন করতে লিখতে হবে এভাবেঃ RSCJES259663101 এর পর ম্যাসেজটি 16222 এই নম্বরে পাঠাতে হবে। উল্লেখ্য আপনি একটি এসএমএস এ একসাথে একাধিক বিষয়ের জন্যে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে কমা (,) দিয়ে বিষয়গুলোর কোড আলাদাভাবে লিখতে হবে। যেমন বাংলা ও ইংরেজি দুটি বিষয়ের আবেদন করতে হবে এভাবেঃ RSCJES259663101 ,107 ৪। ফিরতি এসএমএস এ কত টাকা কেতে নেওয়া হবে জানিয়ে আপনাকে একটি পিন নম্বর দেওয়া হবে। আপনি রাজি থাকলে এর পর মাসেজ অপশন এ গিয়ে লিখবেনঃ RSCYESপিন নম্বরআপন ার সাথে যোগাযোগের একটি নম্বর (যে কোন অপারেটর এর) উদাহরনঃ ধরুন ফিরতি এসএমএস এ প্রদত্ত আপনার পিন নম্বর হল 12345 এবং আপনার মোবাইল নম্বর 01913XXXXXX সেক্ষেত্রে আবেদন করবেন এভাবেঃ RSCYES1234501913XXXXXX ব্যাস উপরের প্রক্রিয়াগুলো যদি আপনি সঠিক ভাবে অনুসরণ করে থাকেন তাহলে সফলভাবে আপনার ফলাফল পুনঃমূল্যায়ন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বিঃদ্রঃ আপনার পিন কোড ও Tracking কোড নিরাপদ জায়গায় সংরক্ষণ করুন। পরে কাজে লাগবে। # আবেদনের সময়সীমাঃ এই প্রক্রিয়া সাধারণত পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার পরদিন থেকে এক সপ্তাহব্যাপী চলে। ২০১৪ সালের ফলাফল পুনঃমূল্যায়ন প্রক্রিয়া ১৪ থেকে ২০ অগাস্ট পর্যন্ত পর্যন্ত চলবে। # আসলেই কি কোন কাজ হয় ফলাফল পুনঃমূল্যায়ন করে? এই প্রশ্নের উত্তরে আমি বলব এটা আপেক্ষিক ব্যাপার। আমার অভিজ্ঞতা মতে আমার খুব কাছের ২ জন বন্ধু এইচ এস সি তে ৪:৯০ পেয়েছিল। পরিবর্তিতে ফলাফল পুনঃমূল্যায়ন করে ওরা GPA 5 পেয়েছিল। এছাড়া প্রতিবছর ফলাফল পুনঃমূল্যায়ন এ অনেককেই দেখি প্রথমে ফেইল করে ফলাফল পুনঃমূল্যায়ন করে পাশ করে গেছে। তাই আমার সাজেশন হল যেহেতু এইচ এস সি আমাদের জীবনের অনেক বড় একটা পরীক্ষা তাই মনে যদি কোন কনফিউশন থাকে আপনার ফলাফলের ব্যাপারে কিংবা আপনি যদি কনফিডেন্ট থাকেন আপনার ফলাফল পরিবর্তনের ব্যাপারে তাহলে অবশ্যই ফলাফল পুনঃমূল্যায়ন করে দেখা উচিত। Source: Web CarE Zone বি: দ্র: এক # জায়গা থেকে মারছি। 16 mins · Edited · UDVASH (উদ্ভাস) :...
Posted on: Thu, 14 Aug 2014 10:47:01 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015