আজ আবার আয় আয় ভাইয়েরা সব - TopicsExpress



          

আজ আবার আয় আয় ভাইয়েরা সব টি নিয়ে যা উৎসব ! যার জেরে নিজের জন্য মিষ্টি কিনতে যাওয়ার জো নেই। বেলার বাড়তেই সব হাওয়া ! তা, ভাইয়েরা ,যম দুয়ারে তো প্রতি বছর তোমাদের জন্য কাঁটা দেওয়ার লোক পাও, তার বিনিময়ে ফ্রী তে আশীর্বাদ আর নয়তো স্ন্যাপডীলের ডিস্কাউণ্টেড গিফট দিয়েই দায়িত্ব খালাস ? ভাইফোঁটা থেকে রাখী সবই তো বাপ, তোমাদের অনন্তকাল বেঁচে থাকার আর্জী নিয়ে , ওই এক দিনের পূজো পেয়ে কেমন সারা জীবনের জন্য যমের হাত থেকে লাইফ কভার পলিশি বাগিয়ে নেওয়া যায় ! এই একটি দিন কেমন নেকুপুকু ধুতি-ফতুয়া পরা আহ্লাদি ভাইটি দিদি অন্তপ্রান, আর যেই না গল্প ফুরালো অমনি পরের দিন থেকে চেনা গতে উপোসি বোনদের জন্য পড়ে থাকে বছরভরের গঞ্জনা । অনেক দিন তো পার হল, এবারে তো ভাইয়েরা বড় দাদা হয়ে এই সারা বছরের ডমেস্টিক ভায়োলেন্সের দুয়ারে কাঁটা দিয়ে রিটার্ন গিফটটা একটু বড়সড় কর । কতদিন আর বোনেদের করুনাধন্য আশীর্বাদী লাইফ ইন্সুরেন্স নিয়ে বাঁচবে? একটি বার কাল্পনিক যমকে ভয় না পেয়ে নিজের ভেতরের যমকে নিধন কর দিকি ! Enough playing role of Man since birth... Now Be Human, Bro !!
Posted on: Sat, 25 Oct 2014 05:46:44 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015