আজ কেমন খুশি লাগছে তা - TopicsExpress



          

আজ কেমন খুশি লাগছে তা হয়তো বন্ধুদের বোঝানোর প্রয়োজন নেই, কারণ তারাও সবাই আমার মতই আনন্দিত। কিন্তু সাথে ভয়ও লাগে কারণ সব নির্বাচনে ১৮ দল বিজয়ী হওয়ায় এখন সরকারের গলা আরও লম্বা হয়ে উঠবে। নিজেদের ব্যর্থতা ঢাকতে আগামীকালই হয়তো তারা গর্জে উঠবে এই বলে যে- "আওয়ামী সরকারের অধীনে প্রতিটি নির্বাচনই সুষ্ঠু ও নিরপেক্ষ হয়। নির্বাচনকে সুষ্ঠু করতে এখন আর তত্বাবধায়ক সরকারের প্রয়োজন নেই। সুতরাং আসন্ন আগামী জাতীয় নির্বাচন তত্বাবধায়ক বা নির্দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত হওয়ার কোন যৌক্তিকতা নেই, বরং সংবিধান অনুযায়ী নির্বাচিত সরকারের অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে।" জাতি সবচেয়ে বড় ভুলটিই করবে যদি তারা সরকারের এমন কথা সরল মনে বিশ্বাস করে আওয়ামী সরকারের অধীনে আসন্ন জাতীয় নির্বাচন মেনে নেয়। -ফ্যান পোস্ট
Posted on: Sun, 07 Jul 2013 09:42:33 +0000

Trending Topics



"stbody" style="min-height:30px;">
Lucas liked his morning coffee on the balcony. Six months ago I
ACTION AID INTERNATIONAL MALAWI Post: PROJECT

Recently Viewed Topics




© 2015