আজ খুবই দুঃখ আর খারাপ - TopicsExpress



          

আজ খুবই দুঃখ আর খারাপ লাগছে আমার প্রিয় ভাই ও বন্ধু Jishanoor Rahman Shamim এর জন্য। সে এখন আর আমাদের মাঝে নেই; ছোট্ট দুটি মাসুম বাচ্চাকে রেখে সে আজ ওপারে... আমারও ছোট্ট একটি মেয়ে আছে, আর তাই যখন শামিম ভাইয়ের সন্তান দুটির কথা মনে হয় তখন আঁতকে উঠি !!! শামিম ভাই আর আমি একত্রে বহু সময় কাটিয়েছি; (we were the colleague President of 2 different Rotaract club in 2006-07), কত আনন্দ বেদনার সৃতি, কতই না দুষ্টুমি, আর এখন সবই অতীত... আল্লাহ্‌ তোমায় শান্তিতে রাখুক, পরিবারের সবাইকে এ শোক বইবার শক্তি দান করুক... আমিন !
Posted on: Sun, 16 Nov 2014 17:19:48 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015