আজ জাতির বুদ্ধিমত্তার - TopicsExpress



          

আজ জাতির বুদ্ধিমত্তার পরীক্ষা নেয়া হবে :P। প্রথমে প্রশ্নগুলো পড়ুন, তারপর নিজে নিজে উত্তর বের করুন এবং নিচে দেয়া উত্তরগুলোর সাথে মিলিয়ে দেখুন কত নম্বর পেলেন। প্রত্যেক প্রশ্নে ১ নাম্বার। পাশ নাম্বার ৫। - 1) কি করে একটি কাচা ডিমকে না ভেংগে কংক্রিটের ফ্লোরে ফেলতে পারবেন?? ২) একটি অর্ধেক আপেল দেখতে ঠিক কিসের মত? ৩) How Can you lift an elephant with one hand? ৪) যদি আপনার এক হাতে তিনটি আপেল ও চারটি কমলা এবং অপর হাতে চারটি আপেল ও তিনটি কমলা থাকে তবে কি বুঝতে হবে? 5) ব্রেকফাস্টে আপনি কি কখনো খেতে পারবেন না? ৬) যদি একটি লাল পাথর বুড়িগঙ্গা নদিতে নিক্ষেপ করেন তবে সেটা কিসে পরিনত হবে? ৭) ১০ জন মানুষ ১০ ঘন্টায় ইট দিয়ে একটি দেয়াল তৈরি করল, ঐ দেয়ালটি ই চার জন মানুষের তৈরি করতে কত সময় লাগবে?? ৮) বলেনতো বিশ্বের সমস্ত দেশের স্বাধীনতার সাক্ষর কোথায় হয়েছিল? ৯) বলেনতো নেপোলিয়ান কোন যুদ্ধে মারা গিয়েছিল। ১০) বলেনতো একজন নারী কি করে ৩০ দিন না ঘুমিয়ে কাটাতে পারে?? --------------------------------------------------------------------- 1) কি করে একটি কাচা ডিমকে না ভেংগে কংক্রিটের ফ্লোরে ফেলতে পারবেন?? Ans: আপনি যে ভাবে ইচ্ছে ফেলতে পারেন, কেননা ডিম যেভাবেই পরুক কংক্রিটের ফ্লোর কখনো ভাংবে না। - ২) একটি অর্ধেক আপেল দেখতে ঠিক কিসের মত? Ans: ঠিক একেবারে আপেলের বাকি অর্ধেকের মত... - ৩) How Can you lift an elephant with one hand? Ans: You can never find an elephant that has one hand. - ৪) যদি আপনার এক হাতে তিনটি আপেল ও চারটি কমলা এবং অপর হাতে চারটি আপেল ও তিনটি কমলা থাকে তবে কি বুঝতে হবে? Ans: বুঝতে হবে আপনার হাত অনেক বড়। - 5) ব্রেকফাস্টে আপনি কি কখনো খেতে পারবেন না? Ans: লান্চ এবং ডিনার - ৬) যদি একটি লাল পাথর বুড়িগঙ্গা নদিতে নিক্ষেপ করেন তবে সেটা কিসে পরিনত হবে? Ans: একটি ভেজা লাল পাথরে পরিনত হবে। - ৭) ১০ জন মানুষ ১০ ঘন্টায় ইট দিয়ে একটি দেয়াল তৈরি করল, ঐ দেয়ালটি ই চার জন মানুষের তৈরি করতে কত সময় লাগবে?? Ans: কোন সময়ই লাগবে না, কারণ দেয়ালটি অলরেডি তৈরি আছে - ৮) বলেনতো বিশ্বের সমস্ত দেশের স্বাধীনতার সাক্ষর কোথায় হয়েছিল? Ans: চুক্তি পত্রের শেষ পাতার নিচের অংশে........ - ৯) বলেনতো নেপোলিয়ান কোন যুদ্ধে মারা গিয়েছিল। Ans: তার জীবনের শেষ যুদ্ধে......... - ১০) বলেনতো একজন নারী কি করে ৩০ দিন না ঘুমিয়ে কাটাতে পারে?? Ans: - ক্যান, রাতে ঘুমিয়ে (কমেন্টে কে কত পেয়ছেন জানান) #অভ্র
Posted on: Wed, 29 Oct 2014 11:10:04 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015