আজ মিরপুর গিয়েছিলাম। - TopicsExpress



          

আজ মিরপুর গিয়েছিলাম। একজন সেলিব্রেটি বন্ধুকে তার পাওনা একটা জিনিস বুঝিয়ে দিতে।কিন্তু সেই সেলিব্রেটির টাইম নাই দেখা করার। সনি সিনেমা হলের অপজিটে বিরাট একটা শপিং সেন্টার আছে সেটার তিন তলায় এর আগে Ahsan Habib স্যার এর ‘আমি উম্মাদ না’ বইটা দেখে খুব লোভ হয়েছিল, পকেট পাতলা থাকায় কিন্তে পারি নাই। আজ যেহেতু স্যালারি তুলেছি বইটা কিনেই ফেলি। বই হাতে করতেই এক ষোড়শি এসে পাশে দাঁড়ালো, সেও বই দেখছে, ভাব ভঙ্গিতে স্পষ্টই বোঝা যায় আমার মতই বইয়ের পোকা। এমন একটা বই পোকা মেয়েকে জীবন সঙ্গী করলে মন্দ হয় না। সে বই কিনবে আমি পড়বো। আমি শুয়ে শুয়ে বই পড়বো সে বই ধরে রাখবে।পড়তে পড়তে ক্লান্তি এসে গেলে সে জোরে জোরে পড়বে আমি শুয়ে আরাম খাব আর তার পড়া শুনবো। আহ্ কি সুখের সংসার। :P কিন্তু নিজে নিজে ভাবলে তো আর হবে না কিছু একটা করতে হবে। দোয়া দরুদ যতদুর মনে পরে পড়ে নিয়ে তার দিকে সাভাবিক ভঙ্গিতে তাকালাম- -এই বইটা আমি নিব, বিল করে নিয়ে আসুন। বলে বই আর একটা পাঁচশ টাকার নোট বাড়িয়ে দিলাম। (পদটিকা-হে সেলিব্রেটি বনে যাওয়া বন্ধু দেখা না করে কত বড় উপকার করলে বুঝতে পারনাই। তোমর কাছে চিরা মুড়ি ছরি চির রিনি হয়ে গেলাম।)
Posted on: Sun, 07 Jul 2013 14:48:03 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015