আজ মনটা অনেক খারাপ । সকাল - TopicsExpress



          

আজ মনটা অনেক খারাপ । সকাল ১১ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত আমার উস্তাদের সাথে তর্ক হল । বিষয় ছিল "মুসলিম ছাড়া অন্য কোন ধর্মীয় পরিচয় দেওয়া যাবে না ।"উস্তাদ বিভিন্ন যুক্তি দিয়ে বল্লেন, মুসলিম ছাড়াও নিজেদের কে আহলে হাদিস,হানাফি, সাফেয়ী,মালেকি,হাম্বলি,সালাফি পরিচয় দেওয়া যাবে ।প্রমাণ হিসেবে বল্লেন,সাহাবায়ে কেরাম নিজেদের কে আনসারি,বদরি,ইত্যাদি নামে ডেকেছেন ।তাই নিজেদের কে অন্য নামে ধর্মীয় পরিচয় দেওয়া যাবে । আমি বল্লামঃ আহলেহাদিস সকল মুসলিমের গুণ হতে পারে । কিন্ত র্ধমীয় পরিচয় হিসেবে নিজেদের কে আহলেহাদিস পরিচয় দেওয়া যাবে না । একজন মুসলিম অবশ্যই আহলেহাদিস । কিন্ত একজন আহলেহাদিস দাবিদার মুসলিম নাও হতে পারে । এর অসংখ্য প্রমাণ রয়েছে । হানাফি পরিচয় দেওয়া যাবে না । কারণ, মানবো কোরআন হাদিস ,আর নিজেদের কে পরিচয় দিব হানাফি ! কথাটা পুরাই হাস্যকর !! সাহাবায়ে কেরাম, তারা পুরোপুরি কোরআন ও হাদিস মেনে চলতেন তারা নিজেদেরকে কি পরিচয় দিতো ? মহান আল্লাহ বলেন,"যদি তারা (ইহুদি খৃষ্টান) মুখ ফিরিয়ে নেয় ,তাহলে তোমরা বল,তোমরা সাক্ষ থাক নিশ্চয় আমরা মুসলিম । (ইমরান,৬৪) তিনি (আল্লাহ) তোমাদের নাম রেখেছেন মুসলিম ।(হাজ্জ,৭৮) এছাড়াও আরো অনেক আয়াত রয়েছে যেখানে বলা হয়েছে "মুসলিম"এর পরও যদি কেউ নিজেদের কে হানাফি, আহলেহাদিস, ইত্যাদি নামে পরিচয় দেন তাহলে কারো কোন কিছু বলার থাকবে না আমার উস্তাদ মিশকাত, তিরমিযি পড়ান ।আমি তাঁর কাছে মিশকাত পড়েছি । এখন তিরমিযি পড়তেছি । তিনি একজন সুবক্তা । পরিচয় দিলে অনেকেই চিনবেন । তিনি কোরআন হাদিস মেনে চলার চেষ্টা করেন । আমার বিশ্বাস, অচিরেই তিনি বাংলার জাকির নায়েক হিসেবে প্রসিদ্ধি লাভ করবেন । কারণ, তিনি অনেক দলিল ও যুক্তি প্রমাণ দিয়ে কথা বলেন । আমি উস্তাদ কে অনেক ভালবাসি । তিনিও আমাকে অনেক স্নেহ করেন । আল্লাহ আমাদের সবাই কে সঠিক ভাবে ইসলাম মেনে চলার তাওফিক দান করুন । আমিন । #শহিদুল্লাহ
Posted on: Sat, 31 Aug 2013 09:37:28 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015