আজকে Brahma Bull The Rock এর কিছু - TopicsExpress



          

আজকে Brahma Bull The Rock এর কিছু অজানা তথ্য শেয়ার করা হলো: •The Rock এর ফ্যামলি হলো রেসলিং খ্যাত Anoai ফ্যামিলির। তাদের বংশের সবচেয়ে জনপ্রিয় রেসলার হচ্ছেন তিনি। এরপর Roman Reigns,Rikishi,Jimmy Snuka,Tamina Snuka,The Usos,Umaga,Yokozuna তো আছেনই •The Rock এর বাবা ছিলেন নিগ্রো এমন মা ছিলেন শেতাঙ্গ। তাছাড়া, তার বাবা বিদেশি ছিলেন। •The Rock যুবক বয়স থেকেই রাগবি খেলোয়াড় হতে চেয়েছিলেন। কিন্তু তার হাটুঁর ইঞ্জুরির কারণে তার আর রাগবি খেলা হয়না। যার ফলে তিনি পরবর্তীতে রেসলার হন •The Rock এর বাবা এবং নানা রেসলার ছিলেন •The Rock একমাত্র রেসলার যিনি তিন যুগের তিন বিখ্যাত সুপারস্টার Hulk Hogan,Steve Austin,John Cena এর সাথে ফিউড করেছেন এবং Wrestlemania-য় খেলেছেন। •The Rock WWE প্রতিষ্ঠানের সবচেয়ে ধনী রেসলার •তিনি রেসলারের পাশাপাশি নায়ক,গায়ক ও। তিনি একমাত্র রেসলার যিনি ফিল্মের সবচেয়ে বড় অনুষ্ঠান Oscar Gala তে উপস্থিত ছিলেন •তিনি তার ক্যারিয়ারের প্রথম সাবমিশনে Tap Out করেন Chris Jericho এর Walls of Jericho সাবমিশনে •তিনি সর্বপ্রথম If you smell what the Rock is Cookin চ্যান্ট টি বলেছেন Wrestlemania X-6 (2000) •The Rock Says এনটেরেন্স থিম টি ২০০০ সালের সেরা Rapp মিউজিক খেতাব লাভ করেছিল •তার ফেভারেট গেমস হলো Racing Games. NFS,Fast and Furious,Fast Five প্রভৃতি। •তিনি Alien,Racing,War,Fantasy ছবিতে বেশি কাজ করেছেন। তিনি রোমান্টিক টাইপের সিনেমা তেমন করেন নি। •The Rock এর ফেভারিট খাবার হলো স্টিক,পিৎজা •তার চুলের স্টাইল এটিটিড ইরার বেস্ট হেয়ার স্টাইল খেতাব পেয়েছিল। •তাকে হারিয়েই Brock Lesnar সবচেয়ে কম বয়সী চ্যাম্পিয়ন হয়। •তার সেরা ফিউড হলো Steve Austin,The Undertaker,Triple H and Authority. •তাছাড়া, তিনি অনেক সমাজসেবামুলক কাজ করেছেন। •তিনি ৮ বার WWF/E চ্যাম্পিয়ন, ৫ বার Tag Team,২ বার Intercontinantal ,২ বার WCW World Champion। ২০০০ সালের Royal Rumble Winner,ষষ্ঠ Triple Crown Champion. •তিনি WWE ইতিহাসের সর্বপ্রথম Third Generation সুপারস্টার •সবচেয়ে বেশী দিন পর WWE চ্যাম্পিয়ন হওয়ার তালিকায় তিনি তৃতীয়। (প্রায় ১০ বছর) •অভিনেতা Arnold Schwarzenegger তার ব্যাক্তিগত জীবনের বেস্ট ফ্রেন্ড। ভাল লাগলে লাইক দিয়ে এক্টিভ থাকুন। #সিনেশন_অনন্ত_II
Posted on: Wed, 20 Aug 2014 15:32:38 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015