আজকের রিভিউ - TopicsExpress



          

আজকের রিভিউ টপিক-পোর্টেবল হার্ড ডিস্ক ********************************************** আজকাল কার গেমিং মানেই হার্ড ডিস্ক এ এক গাদা স্পেস। কারন এক একটা গেম এর সাইজ এখন বিশাল বিশাল। কোন বন্ধু কে যদি গেমে দিতে চাই অথবা নিতে চাই পোর্টেবল হার্ড ডিস্ক ছাড়া উপায় নাই।তাই ইদানিং প্রসেসর,জিপিউ এর পাশাপাশি একটা পোর্টেবল হার্ড ডিস্ক সব গেমারদের জন্যেই আবশ্যক হয়ে পরেছে। প্রোডাক্টের নাম - Transcend StoreJet 25H3P (USB3.0) ফিচারস ********** 1.মিলিটারি গ্রেড Shock Resistance 2.সুপার স্পীড USB 3.0 এবং USB 2.0 সাপোর্ট। 3.তিন লেভেল এর shock protection system। 4.Durable anti-shock রাবার কেস। 5.U.S.A মিলিটারি ড্রপ-টেস্ট কোয়ালিটি। স্পেসিফিকেশন : ***************** •সাইজ----- 131.8mm×80.8mm×19.0mm (500GB/1TB) 131.8mm×80.8mm×24.5mm (2TB) •অপারেটিং ভোল্টেজ --- USB DC 5V •অপারেটিং তাপমাত্রা---- 5°C (41°F)~55°C (131°F) •স্টোরেজ মিডিয়া------ 2.5 SATA HDD •ওজন -------- 216g (500GB/1TB) 284g (2TB) •কানেকশন -----USB 2.0/3.0 •পাওয়ার সেভিং মোড-----10 mins কালার আর সাইজ ******************* এই হার্ড ডিস্ক টি আপনি ৫০০ জিবি, ১/২ টিবি সাইজ এ পাবেন। চার ধরনের কালার আছে। যার যার পছন্দ অনুযায়ী নিতে পারবেন। স্পীড ******* •আপনার মাদারবোর্ড যদি USB 3.0 সাপোর্ট করে তাহলে আপনি ৮০-১০০ Mbps স্পীড পাবেন। •USB 2.0 মাদারবোর্ডে ২৬-৩০ Mbps স্পীড পাবেন। দাম এবং সোর্স **************** •৫০০ জিবি- ৪৫০০ টাকা •১ টিবি-৫৯০০ টাকা •২ টিবি-১০৩০০ টাকা ঢাকায় IDB, MULTIPLAN,METRO SHOPING MALL ছাড়া বাংলাদেশের যে কোন ভাল কম্পিউটার এর দোকানে আপনি হার্ডডিস্কটি পেতে পারেন। সমমানের হার্ড ডিস্ক ********************** 1.Western Digital my passport ultra (1 TB)- 7000 টাকা 2.ADATA HD 650/710(1 TB)- 6500 টাকা আশা করি আমার রিভিউ পরে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন। আমার রিভিউ টিতে কোন জরুরী পয়েন্ট বাদ গেলে কমেন্ট এ ফিডব্যাক দিবেন। HAPPYGAMING-AHSAN ALAM
Posted on: Thu, 23 Oct 2014 12:03:38 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015