আজকাল অনেকেই ফেসবুকে - TopicsExpress



          

আজকাল অনেকেই ফেসবুকে নিজেকে মুসলিম প্রমানে ব্যস্ত হয়ে উঠছে । কেউ কোরআনের আয়াত দিয়ে , তো কেউ হাদিস দিয়ে । কেউ আবার নামাজের সময় মাইক দিয়ে জানিয়ে দিয়ে যায় - আমি নামাজ পড়তে গেলাম । কেউ আবার নামাজ পড়ে এসে বিরাট স্ট্যাটাস মেরে জানিয়ে দেয় নামাজ পরে আসলাম । অনেকে কথায় কথায় পোস্ট দিয়ে দেয় আমি শুধু আল্লাহর উপর ভরসা করি , আল্লাহ আমাকে উদ্ধার করবেন । অনেকে আবার ঢাক পিটিয়ে প্রচার করে - আমি সহী সুন্নার উপর আছি । আসলে এই সব কিছুর মাঝে একটাই লক্ষ্য । সেটা হচ্ছে , সবাই দেখুক আমি মুসলিম অথবা আমি ইসলাম ছাড়া কিছুই বুঝি না । নামাজের দাওয়াত দেয়া এক রকম আর নামাজ পড়ে সেটাকে লোক দেখানো ভাবে প্রচার করা কিন্তু আরেক রকম । আল্লাহর উপর ভরসা করেন সেটা ফেসবুকে প্রকাশ করার কি আছে সেটাও বুঝি না । বাম হাত যে না জানে ডান হাত কি দান করলো । আমল হওয়া উচিত এমন । অথচ আমরা কে কি আমল করলাম সেটা ফলাও করা প্রচার করে কি বুঝাতে চাইতেছি ? নাকি ফেসবুকে প্রমান করতে হচ্ছে - আমি মুসলিম ? Status by জিনিয়াস পাপী
Posted on: Tue, 02 Jul 2013 14:19:49 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015