☆ আনারস এবং দুধ একসাথে - TopicsExpress



          

☆ আনারস এবং দুধ একসাথে খাবেন কি ? বেশীর ভাগ ক্ষেত্রে সাধারণ মানুষের মধ্যে একটা ধারণা রয়েছে আনারস এবং দুধ একসঙ্গে খাওয়া উচিত নয়। এতে শারীরিক সমস্যা হয়। বিশেষ করে মায়েরা তাদের সন্তানদের কখনই দুধ এবং আনারস খেতে দেন না। এমনকি লেবু ও দুধ একসঙ্গে দেয়া হয় না। ...এসব ধারণার কোন বৈজ্ঞানিক ভিত্তি নেই। বেশীরভাগ ক্ষেত্রে দেখা যায় অনেক বাড়ীতে ও হোটেলে বিভিন্ন ফল দিয়ে যেসব ডেজার্ট তৈরী করা হয় তাতে মওসুমি ফল হিসেবে আনারস থাকে। একই সঙ্গে রাখা হয় দুধে তৈরী নানা উপাদেয় খাবার। ...দুগ্ধজাত খাবার এবং আনারস একসঙ্গে আহারে যদি অসুবিধা না হয় তাহলে দুধ ও আনারস একসঙ্গে খেলে সমস্যা হবার কথা নয়। প্রকৃতপক্ষে এটা এক ধরনের কুসংস্কার। এর কোন বৈজ্ঞানিক ভিত্তি নেই। সুতরাং উভয় খাদ্য একসাথে খাওয়া যাবে। তবে যদি কারো পাকস্থলি সাধারনের চেয়ে দুর্বল হয় তার ক্ষেত্রে না খাওয়াই উত্তম। এতে তার পেট ব্যাথা হতে পারে। ...সবাই শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন... ধন্যবাদ
Posted on: Fri, 02 Aug 2013 15:00:00 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015