[আন্দোলন ও মানব - TopicsExpress



          

[আন্দোলন ও মানব শিকশা] ভোটের জন্য যত আন্দোলন হয় তা দেখে যাও। এসব আন্দোলন করে তোমরা কি শিক্ষা পাও।। মনুষ্যত্বের জাগরণের জন্য যদি এ আন্দোলন হতো। দেশের মধ্যে দেখতে একটাও লোক অসৎ না থাকতো।। বর্তমানে দেশের শতকোটি লোক ক্ষুধার্ত পশু হয়েছে। প্রকৃত মনুষ্যত্বের জাগরণ কজন লোক ঘটিয়েছে।। পরনির্ভরশীল হয়ে সকলেই ভিখারী সেজেছে। দরিদ্র লোকের অর্থে ধনীরা আরো ধনী হচ্ছে।। জাত-পাতের বিভাজন করে নেতারা ফয়দা লুটছে। প্রকৃত সুযোগ-সুবিধা দরিদ্ররা কোথাও না পাচ্ছে।। এক শ্রেণির ধান্দাবাজ লোক সরকারী সুবিধা পাচ্ছে। বাকী সব দরিদ্র লোক তাদের তলপেটে হয়ে যাচ্ছে।। বাঁচার তাগিদে গরীবরা নেতাদের পদলেহন করছে। তারা সৎ-জ্ঞানী হয়েও দেশে মর্যাদা না পাচ্ছে।। শয়তানী বুদ্ধি নিয়ে নেতারা ভোটযুদ্ধে জয়ী হচ্ছে। কিছু বললেই গরীবরা তাদের চক্ষুশীল হয়ে গারদে যাচ্ছে। মিথ্যা শ্লোগান তুলে নেতারা ফয়দা তুলে যায়। ভাওতা বাজী কথা দিয়ে তারা লোককে ঠকায়।। তারা বড় লোকদের মর্যাদা দিয়ে আরো বড়লোক করে। এসব নেতারা দরিদ্র লোকদের ভাল করতে না পারে।। উন্নত মন,উন্নত জ্ঞান-বুদ্ধি যদি না থাকে। সে মানুষ নেতা হলে পড়ে মানুষ বিপাকে।। অধিকাংশ নেতা দেখো শয়তানী বুদ্ধি নিয়ে চলে। তারা মানুষকে কভু সৎ পথে চলার কথা না বলে।। যারা ঈশ্বরের প্রতিনিধিত্ব করে না তারা তো বিশ্বাসঘাতক। নেতা হলেও তারা জানবে এ সংসারে নর খাদক।। মানুষের রক্ত চুষে তারা আরামে-আয়াসে থাকে। প্রকৃত সত্য পথ তারা দেখায় না দেশ-বাসীকে।। মদ-মাতালে নেতারা দেশ ভরে দিতে চায়। ভেবেও দেখে না তারা এতে কাদের ক্ষতি হয়।। অপরের ক্ষতি করে যারা নিজের ভাল করে। তাদেরকে জ্ঞানী-মানুষ বলা যেতে না পারে।। ঈশ্বরের নাম নিয়ে নেতারা শপথ বাক্য পড়ে। দেশের মঙ্গল তরে সৎকর্মে জীবন উৎসর্গ করিবারে।। কজন নেতা নিজের শপথের কথা মনে রাখে। সারা দেশবাসী তাদের চরিত্র টি,ভিতে দেখে।। নেতাদের চরিত্র সংশোধিত না করতে পারলে। দেশের সম্পদ সব নষ্ট হবে দেখবে সকলে।। মনুষ্যত্বের বিকাশ ঘটবে না দেশের মঙ্গল তরে। পৃথিবী ধ্বংস হয়ে যাবে এই নেতাদের হাত ধরে।।
Posted on: Sat, 11 Oct 2014 12:49:42 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015