আপনি কি জানেন? কি হতে - TopicsExpress



          

আপনি কি জানেন? কি হতে যাচ্ছে রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্রে? আসুন জেনে নেই : ১) ১৪৫ ডলারহারে কয়লা আমদানি করল বিদ্যুৎ আমদানি করতে হবে প্রায় ৯ টাকার কাছাকাছি। ২) ১৮৩০ একরধানী জমি অধিগ্রহণ ফলে ৮০০০ পরিবার উচ্ছেদ হয়ে যাবে। ৩) বিদ্যুৎ কেন্দ্রের ১০ ব্যাসার্ধের মধ্যে বছরে ৬২,৩৫৩ টন এবং প্রকল্প এলাকায় ১২৮৫ টন ধান উৎপাদিত হয় যা আর সম্ভব হবে না। ৪) পশুর নদির পানি ব্যাপক পরিমানে দুষিত হবে। কারন পানি গ্রহন করে তা আবার ফেরত দেয়ার সময় পচুর দুষিত পদার্থ তাতে থেকে যায়। ৫) ২৭৫ মিটার উচু চিমনী থেকে নির্গত গ্যাসীয় বর্জ্যের তাপমাত্রা হবে ১২৫ ডিগ্রী সেলসিয়াস। এতে কি আপনার মনে হয় যে পরিবেশের তাপমাত্রা বৃদ্ধি হবে না!! ৬) কয়লা বিদ্যুৎ কেন্দ্রে বছরে ৪ ৭ লক্ষ ২০ হাজার টন কয়লা পুড়িয়ে ৭ লক্ষ ৫০ হাজার টন ফ্লাই অ্যাশ ও ২ লক্ষ টন বটম অ্যাশ উৎপাদিত হবে। কি মনে হয় আপনার এইগুলো(আর্সেনিক, পারদ, সীসা, নিকেল, ভ্যানাডিয়াম, বেরিলিয়াম, ব্যারিয়াম, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, সেলেনিয়াম, রেডিয়াম সহ আরো প্রচুর বিষাক্ত পদার্থ সমৃদ্ধ) কোথায় যাবে?? ৭) সুন্দরবনের ভিতর দিয়ে ব্যাপক মাত্রায় জাহাজের মাধ্যমে কয়লা পরিবহনে ফলে এর নদিগুলো ব্যাপক ক্ষয়ক্ষতি হবে। নদিগুলো দুষিত হয়ে পরবে এবং এর উপর নির্ভর করা প্রানিকুলের জীবনে মারাত্মক প্রভাব পরবে। ৮) প্রকল্পে ১৫% বিনিয়োগে ভারতীয় মালিকানা ৫০%। বিদ্যুতের দাম পড়ছে দ্বিগুণেরও বেশী। উচ্ছেদ হচ্ছে ৭,৫০০ পরিবার। কৃষিজ সম্পদ হারাচ্ছে দেশ। পরিবেশ বিপর্যয় হচ্ছে বাংলাদশে কিন্তু ৫০% শতাংশ মালিকানা ভারতীয় কোম্পানির? ভারত মধ্যপ্রদেশে যে প্রতিষ্ঠন অনুমতি দেয়নি বাংলাদেশ সেই এনটিপিসিকেই সুন্দরবনের উপর ১৩২০ মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের সুযোগ করে দিচ্ছে পরিবেশের উপর সম্ভাব্য ক্ষতিকর প্রভাব তোয়াক্কা না করেই। তার উপর ভারতীয় কোম্পানিকে রামপাল বিদ্যুৎকেন্দ্র লাভের করও দিতে হবে না। এটা কীভাবে জাতীয় স্বার্থের অনুকুলে হয়? আর এটাই কী আমাদের গিলতে হবে?
Posted on: Thu, 03 Oct 2013 00:29:30 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015