আপনারা অনেকেই হয়ত এই - TopicsExpress



          

আপনারা অনেকেই হয়ত এই ট্রিকটা অনেক আগে থেকেই জানেন। তবুও, যারা জানেন না, তাদের জন্য আমি নতুনভাবে স্ক্রিনশট সহকারে টিউন করছি। আপনারা হয়ত দেখেছেন, কিছু কিছু ফেসবুক পেজ তাদের ওয়েবসাইটের লিংক ফেসবুকে শেয়ার করে, যাতে টাইটেল থাকে এক, আর লিংকে ক্লিক করে ভিতরে গেলে টাইটেল থাকে আরেক! শুধু টাইটেল না, ডেসক্রিপশানও [টাইটেল এর নিচের কয়েক লাইন, যা ফেসবুকের শেয়ার করা পোস্টে আসে] পরিবর্তন করা থাকে। শুধু কি পেজ? আপনি ইচ্ছা করলে নিজের প্রোফাইল থেকেও কোন লিংক শেয়ার করতে পারেন এরকম কাস্টমাইজ করা লিংক টাইটেল ও ডেসক্রিপশান দিয়ে। কীভাবে করা যায় এরকম? দেখে নিন, একদম সহজ এই নিয়মটাঃ কীভাবে ফেসবুকে শেয়ার করা লিংকের টাইটেল ও ডেসক্রিপশান পরিবর্তন করবেনঃ ১। প্রথমে আগের নিয়মেই আপনার কাঙ্ক্ষিত লিংকটি ফেসবুকের স্ট্যাটাস বক্সে কপি-পেস্ট করুন। এটি ঠিক এরকম দেখাবেঃ ২। এবার টাইটেল এর উপরে আপনার মাউস কারসর নিয়ে যান। দেখবেন, টাইটেল এর ব্যাকগ্রাউন্ড হলুদ হয়ে যাবে। ৩। এবার সেখানে ক্লিক করুন। দেখুন, এটি এডিট করা যাচ্ছে! ৪। তাহলে আর দেরী কেন, বসিয়ে দিন আপনার পছন্দমত কোন টাইটেল! দেখুন, আমি পরিবর্তন করে বাংলা করে দিলামঃ ৫। এবার একই নিয়মে ডেসক্রিপশানটাও পরিবর্তন করে নিন। ৬। এবার দেখুন, ঠিক এরকম হয়ে গেল না? পোস্ট বাটনে ক্লিক করে পোস্ট করুন এবার। দেখুন, লিংকটি এরকম হওয়ার কথা ছিলঃ কিন্তু এখন লিংকটি এরকম হলঃ ভালো লাগলে এরকম আরও টিপস পেতে ভিজিট করুন আমার ওয়েবসাইট SUJONHERA.COM [Alexa Global Rank: 78,970 | Alexa Bangladesh Rank: 331] সবাইকে ধন্যবাদ।
Posted on: Mon, 19 Jan 2015 15:56:15 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015