আমি আগামীকাল স্ট্যাটাস - TopicsExpress



          

আমি আগামীকাল স্ট্যাটাস দাওয়ার সময় পাবো না কারন এই সময় আমি এয়ারপোরট এর ভেতরে থাকব। তাই আজ রাতেই দিতে চাই- মালয়শিয়াতে মাস্টারস করা অবস্থায় এটাই আমার শেষ ছুটি (যদি আল্লাহ চান)। আমি আল্লাহর রহমতে খুব সুন্দর দিন কাটিয়ছি আমার স্ত্রী, আমার পরিবার, আমার আত্মীয় সজন, আমার বন্ধু বান্ধবীদের সাথে। দেখতে দেখতে রোজা, ঈদ, ঈদের পরের ১ মাস চলে গেলো চোখের পলকেই। কি করছি, কি করতে পারতাম, কি করিনি সে হিসাব আমি করবো না কারণ জীবন ছোট, উপভোগ যতোটুকু সম্ভব করেছি। স্বপ্ন কিছু কিছু মনের মধ্যে নিয়েই এসছিলাম এবার বাংলাদেশে যার কিছু কিছু হয়তো পূরণ করতে পেরেছি। হাত ধরে দুজন সমুদ্র দেখা থেকে শরু করে নতুন একটা দল-কে নিয়ে ফাজলামী করে নাটক বানানো, যে দলের নাম Mango Squad. শীঘ্রই আপনারা #Esmartness নাটকটা দেখতে পারবেন এবং আমার ব্যান্ডদল Brittadhin- বৃত্তাধীন এর মধ্যে নতুন কিছু গান যোগ করা আর তার সাথে নিজের থিসিস এর জন্য ডাটা কালেকশন করা। এবং আমি সবকিছুই করার চেষ্টা করেছি। স্ত্রীর হাত ধরে আমি ঘুর সারা বংলাদেশ নামক এল্বাম আপ্লোড করার পর হাজারো প্রশ্নের মুখে পড়েছি। ভাইয়া ভাবীকে নিয়ে সারা বাংলাদেশ ঘুরছেন? কিভাবে সম্ভব? এতো কম সময়ে? কিভাবে কি? আমিও যাবো ! কিন্তু উত্তেজিত হওয়ার আগে একবারও খেয়াল করছেন না আমার এলবাম নামের মধ্যে চ্যাপ্টার হিসাবে নাম দাওয়া আছে। হুম ! ঘুরবো, অবশ্যই ঘুরবো। নিজের দেশ আগে ঘুরবো না তো কার দেশ ঘুরবো? স্বপ্ন কিছু বাকী রাখতে দোষ কি? তাই রাখলাম আর কি ! স্ত্রীর হাতধরে সমুদ্রের পাশে দাঁড়ানোর পর আপনি তার মুখে যে হাসিটা দেখবেন সেটা এতোটাই আনন্দদায়ক যার জন্য আপনাকে খুব বেশী রোমান্টিক নায়ক হতে হবে না। চ্যালেঞ্জ! আমাদের আখদ এর ১ বছরও হয়ে গেলো ২৩ আগষ্ট। খুব সুন্দর সময়টাকে মিস করবো দুই পরিবারের সাথেই এবংএই দিনটি উদযাপন করাটাকে। একসাথে ঈদ করাটাও মিস করবো। ব্যান্ডটীম হিসাবে আমরা কেমন সেটা জানি না কিন্তু আমরা নুন্যতম কনফিডেন্ট মিউজিশিয়ান সেটুকু বলতে পারি। এর কারণ নিজেদের প্র্যাকটিস প্যাড এর Raw file ফেসবুকে আপ্লোড করে দাওয়া। এই ছুটিতে শো পেয়েছিলাম অথবা পেয়েও পাওয়া হয়নি অবস্থা চলছিলো। নিজেরা মিটিং করে সিদ্ধান্ত নিলাম নিজেরা গান করি, ভিডিও করে ফেইসবুকে আপ্লোড করে দেই, শো এর দরকার নাই।খারাপ কি? ৪০-৫০ টা মানুষ শুনছে, পছন্দ করছে, আমরা সফল এবং খুশী। ৯০৯ এ পেইজটাতে লাইক ঠেকে আছে ২ দিন ধরে। হাহাহাহা !! ১০০০-হতেও ধুকে ধুকে মরছে। কিন্তু তারপরও আমরা খুশী ! আর নাটক এর সব দৃশ্য ধারণ করে এডিটর বন্ধু বান্ধব এর হাতে ফাইলগুলি ধরায় দাওয়া আমার দায়িত্ত ছিলো। আমি সে দায়িত্ত পালন করেছি। জীবনে প্রথমবারের মতো স্ত্রী Farnaz Haque এর সাথে অভিনয় করতে গিয়ে দেখলাম আমার স্ত্রী অভিনয়ে বেশ দক্ষ ! এ এক দারূন অনুভুতি ! বলে বোঝানো যাবেনা । সবশেষে #Mangosquad এর সবাইকে ধন্যবাদ ! যারা নাটকটিকে সফলভাবে শ্যুট করতে সাহায্য করেছেন বিভিন্নভাবে...আমার একার পক্ষে সম্ভব হতো না। সবাইকে আমার মনের মধ্যে রাখা স্বপ্নগুলো পূরন করার জন্য ধন্যবাদ। আমার স্ট্যাটাস পড়ে আমাকে আবেগী- ইমোশনাল ছেলে মনে হতে পারে কিন্তু আমি মোটেও তা নই। বিবাহিত হওয়ার পরও নিজের স্ত্রীকে দেশে রেখে দেশের বাইরে পড়াশোনা করা, সেটা যেমনই দেশ হোক চাংখারপুল কিংবা লিভারপুল ব্যাপারটা এতো সহজ না যতোটুকু মুখে শুনে মনে হয় ! আসলে আমি চাইও না আমার আশেপাশের কেউ এমন জীবনের সম্মুখীনও হোক ! কিন্তু ইনশাল্লাহ ! আমি ১ম সেমিস্টারে পারিনি কিন্তু ২য় সেমিস্টারে নিজেকে নিজের রেজাল্ট দিয়ে খুশী করতে পেরেছি। মনে মনে ভেবেছি যাক শামীম ! তোর বি এস সি -র রেজাল্ট এর ফারা কাটলো ভাগ্য থেকে...। সামনেও আশাবাদী । সবার দোয়া চাই। সবাইকে দিয়ে সবই সম্ভব এটাই একমাত্র সত্যি। শুধু নিজেকে বিশ্বাস করাটাই জরুরী। ইনশাল্লাহ ফিরে আসবো বাংলাদেশে ২০১৫-র প্রথমভাগেই। বেঁচে থাকলে অনেক অনেক কাজ বাকী আছে ... (এটা কোন নায়কের কিংবা নায়কের সন্তানের স্ট্যাটাস না, তবুও যাদের সথে দেখা হয়েছে, সাহায্য নিয়েছি, পেয়েছি, পাইনি সবাইকেই ধন্যবাদ ! চলতে চলতে যাদের সাথে দেখা হয়েছে ভালো লেগেছে আর যাদের সাথে দেখা করার কথা দিয়েও পারিনি মাফ চাইছি। ফিরে আসবো যখন আমারে দেখতে দেখতে বোরিং হয়ে যাবা তোমরা , একারনে না দেখা হওয়াটাকেও দোষ না দাওয়াই ভালো ! দেশে ফিরবো, বাংলাদেশ ঘুরবো, ড্রামস বাজাবো স্টেইজে, নাটকও বানাবো বন্ধুরা মিলে, চাকরীও করবো ইনশাল্লাহ ! আল্লাহ হাফেয )
Posted on: Tue, 02 Sep 2014 18:08:05 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015