আমি আমার ফেসবুক বন্ধুBelal Hs - TopicsExpress



          

আমি আমার ফেসবুক বন্ধুBelal Hs এর একটি স্ট্যাটাস নিচে তুলে দিচ্ছি । আশা করি আমার বন্ধুরা এর গুরুত্ব অনুধাবন করে ব্যবস্থা গ্রহণ করবেন । তন্বী চৌধুরী, একজন বাঙালী চিকিৎসক। তিনি সাম্প্রতিক সময়ে কানাডাতে একটি প্রতিযোগিতায় গ্রামের মেয়েদের ব্রেস্ট ক্যান্সার এবং জরায়ুর ক্যান্সার প্রতিরোধের উপর নিজের একটি প্রজেক্ট পাঠান। এই প্রজেক্টটি শত শত আবেদনের মধ্যে নির্বাচিতও হয়। যে সংস্থার অধীনে তিনি এই প্রজেক্টটি পাঠিয়েছেন তারা তাদের নিয়ম অনুযায়ী অন্য দেশের অন্যান্য প্রতিযোগীর সাথে তাঁর এই প্রজেক্টকে এখন জনতার ভোটের জন্য উন্মুক্ত করে দিয়েছে। মানে দাঁড়াচ্ছে জনতা যাকে নির্বাচন করবেন তিনিই জিতবেন। সবচাইতে চমৎকার ব্যাপার হলো, তন্বী প্রতিযোগীতার ২য় স্থানে আছেন। প্রথম স্থানে যিনি আছেন তিনি কেনিয়ার একজন প্রতিদ্বন্দ্বী এবংঅনেক ভোট নিয়ে এগিয়ে আছেন। এই প্রতিযোগিতায় তন্বী যদি জেতে তবে তাতে করে তাঁর ব্যাক্তিগত কোনো লাভ নেই বরং এই প্রজেক্টিকে সফল করবার জন্য কানাডার এই সংস্থা একটা বড় অনুদান দেবে বাংলাদেশে উপজেলা পর্যায়ে নারীদের স্তন ক্যান্সায় এবং জরায়ুর ক্যান্সার নিরসনের ক্ষেত্রে। বুঝতেই পারছেন এটি কত বড় একটি মহৎ কাজ! আমরা প্রায় ৪০০০ ভোট পিছিয়ে আছি। আসুন ৩৭,৫০০ জনের HSA পরিবার থেকে সবাই তাঁকে ভোট দিয়ে উৎসাহ জানাই। আপনার, আমার, আমাদের সবার অংশগ্রহন বাংলাদেশের নারীদের স্বাস্থ্যউন্নয়নে প্রতিষ্ঠা করতে পারে একটি মাইল ফলক। Nobel Chowdhurylকে ধন্যবাদ এত বড় খবরটি Medical Science - HigherStudyAbroad™ এর মাধ্যমে আমাদের মধ্যে ছড়িয়ে দেয়ার জন্য। আসুন আমরা সবাই যার যার জায়গা থেকে একটু দায়ভার নিয়ে এই সম্ভাবনাকে সফল করে তুলি। সোহাগ গাজী, মমিনুল, আর সিদ্দিকুর তো পুরো বিশ্ব মাতালো। পৃথিবীকে বাংলাদেশ এর অস্তিত্ব জানিয়ে দেওয়ার পরের নামটি তন্বী চৌধুরীই হোক। তন্বীর প্রজেক্টের লিঙ্ক applications.grandchallenges.ca/en/viewVideo/28735E6AA0EA38BC3362663B কেনিয়ার যেই ভদ্রলোক, যিনি তন্বীর নিকটতম প্রতিদ্বন্দী, তাঁর পেইজের লিঙ্ক- applications.grandchallenges.ca/en/viewVideo/28735E6AA3EC37BDF8C5BAED Grand Challenges Canada | Rising Stars Application Microsite applications.grandchallenges.ca A: the idea is to integrate the women friendly comprehensive cancer care services for Breast & Cervical Cancer in existing primary care facility through decentralized capacity building & available resource management in low and middle-income countries. সম্ভব হলে এটা নিজেদের টাইমলাইনে শেয়ার করার জন্য আমার বন্ধুদের উদাত্ত আহ্বান জানাচ্ছি ।
Posted on: Wed, 13 Nov 2013 18:41:13 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015